নয়াদিল্লি, 4 ডিসেম্বর: জেল প্রশাসনের কাছে উপন্যাস ও সাহিত্যের বই পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রদ্ধা হত্যা মামলায় অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawalla) ৷ তিনি এখন বন্দি তিহার জেলে । সংবাদ সংস্থা এএনআইকে, তিহার জেল সূত্র জানিয়েছে, আফতাব ইংরেজি বই পড়তে চেয়েছেন ৷ একই সঙ্গে তিহার জেল প্রশাসনও তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব বই দেওয়ার আশ্বাস দিয়েছে ।
ইতিমধ্যে আফতাবের পাঁচ দফা পলিগ্রাফ টেস্ট (Polygraph Test) ও 2 ঘণ্টার নারকো টেস্ট হয়েছে । ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (Forensic Science Laboratory) বা এফএসএল (FSL)-এর একটি সূত্রে জানা গিয়েছে, পলিগ্রাফ টেস্টে আফতাব স্বীকার করেছে যে সে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walkar) শ্বাসরোধ করে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে দিল্লির বিভিন্ন জায়গায় এবং কিছু টুকরো জঙ্গলে ফেলে দিয়েছে । এমনকী শ্রদ্ধাকে খুনের পর আরও অনেক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল বলেও স্বীকার করেছেন তিনি ।
-
Shraddha murder case | Accused Aftab has asked the Tihar administration to provide novels and literature books to read. The administration will soon provide him with the books: Tihar Jail Sources
— ANI (@ANI) December 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shraddha murder case | Accused Aftab has asked the Tihar administration to provide novels and literature books to read. The administration will soon provide him with the books: Tihar Jail Sources
— ANI (@ANI) December 3, 2022Shraddha murder case | Accused Aftab has asked the Tihar administration to provide novels and literature books to read. The administration will soon provide him with the books: Tihar Jail Sources
— ANI (@ANI) December 3, 2022
আরও পড়ুন: শ্রদ্ধার খুনের পর দুবার গেলেও ঘরে দেহাংশ লুকনো আছে টেরই পাননি আফতাবের নতুন প্রেমিকা !
এর আগে বৃহস্পতিবার আম্বেদকর হাসপাতালে প্রায় 2 ঘণ্টা ধরে অভিযুক্ত আফতাবের নারকো টেস্ট করা হয়, যেখানে প্রথমে আফতাব খুব বেশি উত্তর দেয়নি । অনেক উত্তরও লুকিয়ে রেখেছিলেন । তবে একটানা জিজ্ঞাসাবাদে তিনি সব কথা খুলে বলেন । নারকো টেস্টের পর শুক্রবার তার পোস্ট নারকো টেস্ট সেশনও হয় । এই পরীক্ষা থেকে তদন্তকারী কর্মকর্তারা অনেক তথ্য পেয়েছেন ।
এদিকে আফতাবের নিরাপত্তার কথা মাথায় রেখে কারা কর্মকর্তারা আফতাবের ব্যাপারে আরও সচেতন হয়েছে ৷ এর কারণ, সোমবার কয়েকজন আফতাবের গাড়িতে তলোয়ার নিয়ে হামলা চালায় । সে কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা ।
আরও পড়ুন: 'আমি শ্রদ্ধাকে খুনে করে টুকরো করেছি !' পলিগ্রাফে 'দোষ কবুল' আফতাবের