ETV Bharat / bharat

Murder in Guwahati: বন্ধুকে খুন! স্কুটিতে দেহ নিয়ে গুয়াহাটির রাস্তায় ছুড়ে ফেলল অভিযুক্ত - খুন

বন্ধুকে পিটিয়ে খুন করল এক যুবক ৷ অসমের গুয়াহাটির নুনমতি গণেশ মন্দির রোডের ঘটনা৷ অভিযুক্ত যুবক পলাতক ৷ অতিরিক্ত নেশার দ্রব্য সেবন করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ শুরু হয়েছে তদন্ত ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 7:32 PM IST

গুয়াহাটি, 8 অক্টোবর: অসমের রাজধানী গুয়াহাটিতে ক্রমশ বেড়েছে চলেছে অপরাধের ঘটনা ৷ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার প্রতিদিন উঠে আসছে খবরের শিরোনামে ৷ খুন, ডাকাতি, ছিনতাই বা ড্রাগ সংক্রান্ত অপরাধ ক্রমশ বেড়ে চলেছে এই শহরে ৷ শনিবারও এমন একটি ঘটনা উঠে এসেছে যা শুনে আঁতকে উঠতে হয় ৷ শনিবার গুয়াহাটির নুনমতি গণেশ মন্দির রোডের ঘটনা ৷ বিজয়া জ্যোতি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলে ফ্ল্যাট নম্বর 3সি-তে খুন হন এক যুবক ৷ সেই যুবককে তাঁরই বন্ধু পিটিয়ে খুন করেছে বলে জানা গিয়েছে ৷ মর্মান্তিক ঘটনাটি এদিন ঘটেছে সন্ধ্যা 6টা নাগাদ ৷

পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম রোহিত দর্জি ৷ তিনি বামুনি ময়দান রেলওয়ে কলোনির বাসিন্দা ৷ শনিবার সারাদিন তাঁকে দেখা গিয়েছিল বন্ধু শুভ্রজিৎ বোরার সঙ্গে ৷ তিনি বিজয়া জ্যোতি অ্যাপার্টমেন্টের মালিকের ছেলে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোহিতকে পিটিয়ে খুন করেছেন শুভ্রজিৎ ৷ এরপর যুবকের দেহ গণেশ মন্দির রোডের 14 নম্বর লেনে ফেলে আসা হয় ৷ পুরো ঘটনাটি নজরে আসে স্থানীয়দের ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অভিযুক্ত শুভ্রজিৎ তাঁর স্কুটিতে করে নিহতের দেহ নিয়ে যায় ৷ তখনই অধিকাংশ স্থানীয় মানুষের বিষয়টি নজরে আসে ৷ এরপর সে রাস্তার উপরেই দেহটি ছুড়ে ফেলে পালিয়ে যায় ৷ রোহিতের বাবা খুনের ঘটনায় নুনমতি পুলিস স্টেশনে এফআইআর দায়ের করেছেন ৷

আরও পড়ুন: এনআরআই স্বামীকে খুন, মহিলাকে মৃত্যুদণ্ড ও প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

ইতিমধ্যেই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অ্যাপার্টমেন্টের মধ্যে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ৷ যেখানে স্পষ্ট দেখা গিয়েছে, শুভ্রজিৎ স্কুটিতে করে রোহিতের দেহ নিয়ে যাওয়ার চেষ্টা করছে ৷ পুলিশের অনুমান, অতিরিক্ত ড্রাগের নেশায় এই ধরনের ঘটনা ঘটেছে ৷ তবে খুনের আসল কারণ কী, তা তদন্তের পরই জানা যাবে ৷ অভিযুক্ত শুভ্রজিৎ বোরা এখনও পর্যন্ত পলাতক বলে জানা গিয়েছে ৷ তদন্তের স্বার্থে আর কোনও তথ্য পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি ৷

গুয়াহাটি, 8 অক্টোবর: অসমের রাজধানী গুয়াহাটিতে ক্রমশ বেড়েছে চলেছে অপরাধের ঘটনা ৷ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার প্রতিদিন উঠে আসছে খবরের শিরোনামে ৷ খুন, ডাকাতি, ছিনতাই বা ড্রাগ সংক্রান্ত অপরাধ ক্রমশ বেড়ে চলেছে এই শহরে ৷ শনিবারও এমন একটি ঘটনা উঠে এসেছে যা শুনে আঁতকে উঠতে হয় ৷ শনিবার গুয়াহাটির নুনমতি গণেশ মন্দির রোডের ঘটনা ৷ বিজয়া জ্যোতি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলে ফ্ল্যাট নম্বর 3সি-তে খুন হন এক যুবক ৷ সেই যুবককে তাঁরই বন্ধু পিটিয়ে খুন করেছে বলে জানা গিয়েছে ৷ মর্মান্তিক ঘটনাটি এদিন ঘটেছে সন্ধ্যা 6টা নাগাদ ৷

পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম রোহিত দর্জি ৷ তিনি বামুনি ময়দান রেলওয়ে কলোনির বাসিন্দা ৷ শনিবার সারাদিন তাঁকে দেখা গিয়েছিল বন্ধু শুভ্রজিৎ বোরার সঙ্গে ৷ তিনি বিজয়া জ্যোতি অ্যাপার্টমেন্টের মালিকের ছেলে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোহিতকে পিটিয়ে খুন করেছেন শুভ্রজিৎ ৷ এরপর যুবকের দেহ গণেশ মন্দির রোডের 14 নম্বর লেনে ফেলে আসা হয় ৷ পুরো ঘটনাটি নজরে আসে স্থানীয়দের ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অভিযুক্ত শুভ্রজিৎ তাঁর স্কুটিতে করে নিহতের দেহ নিয়ে যায় ৷ তখনই অধিকাংশ স্থানীয় মানুষের বিষয়টি নজরে আসে ৷ এরপর সে রাস্তার উপরেই দেহটি ছুড়ে ফেলে পালিয়ে যায় ৷ রোহিতের বাবা খুনের ঘটনায় নুনমতি পুলিস স্টেশনে এফআইআর দায়ের করেছেন ৷

আরও পড়ুন: এনআরআই স্বামীকে খুন, মহিলাকে মৃত্যুদণ্ড ও প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

ইতিমধ্যেই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অ্যাপার্টমেন্টের মধ্যে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ৷ যেখানে স্পষ্ট দেখা গিয়েছে, শুভ্রজিৎ স্কুটিতে করে রোহিতের দেহ নিয়ে যাওয়ার চেষ্টা করছে ৷ পুলিশের অনুমান, অতিরিক্ত ড্রাগের নেশায় এই ধরনের ঘটনা ঘটেছে ৷ তবে খুনের আসল কারণ কী, তা তদন্তের পরই জানা যাবে ৷ অভিযুক্ত শুভ্রজিৎ বোরা এখনও পর্যন্ত পলাতক বলে জানা গিয়েছে ৷ তদন্তের স্বার্থে আর কোনও তথ্য পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.