ETV Bharat / bharat

Covid positive in Indore airport : 4 বার টিকাকরণ, তাও কোভিড আক্রান্তের সন্ধান ইন্দোর বিমানবন্দরে

তিনি ইন্দোর থেকে দুবাই যাচ্ছিলেন ৷ বিমানবন্দরে যথারীতি তাঁর কোভিড পরীক্ষা করা হয় ৷ জানা যায়, তিনি কোভিড আক্রান্ত ৷ অথচ 4 বার ভ্যাকসিনের ডোজ নিয়েছেন ওই মহিলা ৷ (A woman vaccinated four times tests Covid positive in Indore airport)

Indore CMHO Dr Bhure Singh
সিএইচএমও ডাঃ ভূরে সিং
author img

By

Published : Dec 30, 2021, 11:58 AM IST

ইন্দোর, 30 ডিসেম্বর : ভ্যাকসিনেশন হয়েছে, তাও 4 বার এবং বিভিন্ন দেশে ৷ এরপরও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এমনটা ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে ৷ জানিয়েছেন সেখানকার প্রধান স্বাস্থ্য আধিকারিক (A woman vaccinated four times tests Covid positive in Indore airport) ৷

ইন্দোরের সিএইচএমও ডাঃ ভূরে সিং বলেন, "একজন মহিলা ইতিমধ্যে বিভিন্ন দেশে 4 বার ভ্যাকসিন নিয়েছেন ৷ তাঁর বয়স আন্দাজ 30 বছর ৷ ইন্দোর এয়ারপোর্টে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তিনি অ্যাসম্পিটোমেটিক অর্থাৎ তাঁর কোনও লক্ষণ দেখা যায়নি ৷ অথচ একদিন আগে তাঁর কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল ৷"

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে আশঙ্কা বাড়াচ্ছে করোনা, দৈনিক আক্রান্ত হাজার পার

12 দিন আগে ওই মহিলা ইন্দোরে আসেন ৷ তিনি দুবাই যাচ্ছিলেন ৷ সেই সময় বিমানবন্দরে তাঁর কোভিড পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে ৷ তাঁর ব়্যাপিড আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা করা হয়েছিল ৷ স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এ বছরের জানুয়ারি থেকে অগস্টের মধ্যে 4টি ডোজ নিয়েছেন তিনি ৷

আজ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোভিড সংক্রামিত হয়েছেন 13 হাজার 154 জন, যা উল্লেখযোগ্য ৷ মাঝে কোভিড সংক্রমণ কমে 5 হাজারে নেমে গিয়েছিল ৷ নতুন বছরের আগে উৎসবের মরশুমে ফের বাড়ল সংক্রমণ ৷ আর পাশাপাশি ওমিক্রনও ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Delhi Health Minister Satyendar Jain) জানিয়েছেন, জিনোম সিকোয়েন্সিং রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট কোভিড আক্রান্তের মধ্যে 46% ওমিক্রন ভ্যারিয়্যান্টের (Omicron variant) ৷

ইন্দোর, 30 ডিসেম্বর : ভ্যাকসিনেশন হয়েছে, তাও 4 বার এবং বিভিন্ন দেশে ৷ এরপরও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এমনটা ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে ৷ জানিয়েছেন সেখানকার প্রধান স্বাস্থ্য আধিকারিক (A woman vaccinated four times tests Covid positive in Indore airport) ৷

ইন্দোরের সিএইচএমও ডাঃ ভূরে সিং বলেন, "একজন মহিলা ইতিমধ্যে বিভিন্ন দেশে 4 বার ভ্যাকসিন নিয়েছেন ৷ তাঁর বয়স আন্দাজ 30 বছর ৷ ইন্দোর এয়ারপোর্টে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তিনি অ্যাসম্পিটোমেটিক অর্থাৎ তাঁর কোনও লক্ষণ দেখা যায়নি ৷ অথচ একদিন আগে তাঁর কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল ৷"

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে আশঙ্কা বাড়াচ্ছে করোনা, দৈনিক আক্রান্ত হাজার পার

12 দিন আগে ওই মহিলা ইন্দোরে আসেন ৷ তিনি দুবাই যাচ্ছিলেন ৷ সেই সময় বিমানবন্দরে তাঁর কোভিড পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে ৷ তাঁর ব়্যাপিড আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা করা হয়েছিল ৷ স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এ বছরের জানুয়ারি থেকে অগস্টের মধ্যে 4টি ডোজ নিয়েছেন তিনি ৷

আজ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোভিড সংক্রামিত হয়েছেন 13 হাজার 154 জন, যা উল্লেখযোগ্য ৷ মাঝে কোভিড সংক্রমণ কমে 5 হাজারে নেমে গিয়েছিল ৷ নতুন বছরের আগে উৎসবের মরশুমে ফের বাড়ল সংক্রমণ ৷ আর পাশাপাশি ওমিক্রনও ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Delhi Health Minister Satyendar Jain) জানিয়েছেন, জিনোম সিকোয়েন্সিং রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট কোভিড আক্রান্তের মধ্যে 46% ওমিক্রন ভ্যারিয়্যান্টের (Omicron variant) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.