ETV Bharat / bharat

Gangrape in Rajasthan: অপহরণ করে বিধবাকে 14 দিন লাগাতার গণধর্ষণের অভিযোগ রাজস্থানে - Violence against women

Widow Gang Rape for 14 days in Rajasthan: রাজস্থানের কামান থানা এলাকায় বিধবাকে অপহরণ করে 14 দিন ধরে গণধর্ষণের অভিযোগ উঠল 6 জনের বিরুদ্ধে ৷ ঘটনায় সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 4:43 PM IST

ডিগ (রাজস্থান), 19 সেপ্টেম্বর: রাজস্থানে এক বিধবাকে অপহরণ করে 14 দিন ধরে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের নবগঠিত ডিগ জেলার কামান থানা এলাকায় ৷ মহিলাকে চাকরি দেওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, সেখান মহিলাকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয় ৷ এরপর তিনি জ্ঞান হারালে 14 দিন ধরে হোটেলের ঘরে 6 অভিযুক্ত মিলে তাঁকে গণধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা ৷ সোমবার হোটেল থেকে বেরিয়ে তিনি কামান থানায় অভিযোগ দায়ের করেন ৷ ডিএসপি দেশরাজ কুলদীপের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

কামান থানার আধিকারিক দেরওয়ার সিং জানিয়েছেন, নির্যাতিতা স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন ৷ কিন্তু, পারিবারিক অশান্তির জেরে বাপের বাড়ি ছেড়ে ইদানিং অন্যত্র বসবাস শুরু করেন ৷ ছোটখাটো কাজ করে দুই সন্তানের দেখাশোনা করতেন তিনি ৷ কিন্তু, কাজের অভাবের কারণে, তিনি সিক্রিতে যান ৷ পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, সেখানে আশু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর ৷ আশু তাঁকে সিক্রিতে একটি বাড়ি দেখান থাকার জন্য ৷ কিন্তু, সেটি তাঁর পছন্দ না-হওয়ায় পুরনো জায়গায় ফিরে আসেন তিনি ৷

দিন কুড়ি পর আশু মহিলাকে ফোনে জানান, কামান এলাকায় তাঁর এক আত্মীয়ের মাধ্যমে চাকরি এবং থাকার জায়গা পাওয়া গিয়েছে ৷ সেইমতো মহিলাকে ইলিয়াস নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করান আশু ৷ এরপর 6 জন একটি টেম্পো ও বাইক করে এসে মহিলার সঙ্গে দেখা করেন ৷ টেম্পোতে মহিলার জিনিসপত্র তোলে তাঁরা ৷ এরপর তিনজন ওই মহিলা এবং তাঁর 2 সন্তানকে টেম্পোতে বসিয়ে কামান এলাকায় নিয়ে যায় ৷ অভিযোগ রাস্তায় তাঁদের মধ্যে একজন মহিলাকে ঠান্ডা পানীয় দেন ৷ সেটি খাওয়ার পরেই জ্ঞান হারান তিনি ৷

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে গণধর্ষণ, নগ্ন ছবি ভাইরাল করার হুমকি! অভিযুক্তরা পলাতক

নির্যাতিতা অভিযোগে জানিয়েছেন, জ্ঞান ফিরতে নিজেকে একটি বন্ধ ঘরের মধ্যে দেখেন তিনি ৷ সেখানেই তাঁকে লাগাতার 14 দিন ধরে ওই 6 জন ধর্ষণ করে ৷ 14 দিন পর নির্যাতিতা এবং তাঁর সন্তানদের হোটেলে ফেলে চলে যায় অভিযুক্তরা ৷ এরপরেই মহিলা কামান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ডিগ (রাজস্থান), 19 সেপ্টেম্বর: রাজস্থানে এক বিধবাকে অপহরণ করে 14 দিন ধরে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের নবগঠিত ডিগ জেলার কামান থানা এলাকায় ৷ মহিলাকে চাকরি দেওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, সেখান মহিলাকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয় ৷ এরপর তিনি জ্ঞান হারালে 14 দিন ধরে হোটেলের ঘরে 6 অভিযুক্ত মিলে তাঁকে গণধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা ৷ সোমবার হোটেল থেকে বেরিয়ে তিনি কামান থানায় অভিযোগ দায়ের করেন ৷ ডিএসপি দেশরাজ কুলদীপের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

কামান থানার আধিকারিক দেরওয়ার সিং জানিয়েছেন, নির্যাতিতা স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন ৷ কিন্তু, পারিবারিক অশান্তির জেরে বাপের বাড়ি ছেড়ে ইদানিং অন্যত্র বসবাস শুরু করেন ৷ ছোটখাটো কাজ করে দুই সন্তানের দেখাশোনা করতেন তিনি ৷ কিন্তু, কাজের অভাবের কারণে, তিনি সিক্রিতে যান ৷ পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, সেখানে আশু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর ৷ আশু তাঁকে সিক্রিতে একটি বাড়ি দেখান থাকার জন্য ৷ কিন্তু, সেটি তাঁর পছন্দ না-হওয়ায় পুরনো জায়গায় ফিরে আসেন তিনি ৷

দিন কুড়ি পর আশু মহিলাকে ফোনে জানান, কামান এলাকায় তাঁর এক আত্মীয়ের মাধ্যমে চাকরি এবং থাকার জায়গা পাওয়া গিয়েছে ৷ সেইমতো মহিলাকে ইলিয়াস নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করান আশু ৷ এরপর 6 জন একটি টেম্পো ও বাইক করে এসে মহিলার সঙ্গে দেখা করেন ৷ টেম্পোতে মহিলার জিনিসপত্র তোলে তাঁরা ৷ এরপর তিনজন ওই মহিলা এবং তাঁর 2 সন্তানকে টেম্পোতে বসিয়ে কামান এলাকায় নিয়ে যায় ৷ অভিযোগ রাস্তায় তাঁদের মধ্যে একজন মহিলাকে ঠান্ডা পানীয় দেন ৷ সেটি খাওয়ার পরেই জ্ঞান হারান তিনি ৷

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে গণধর্ষণ, নগ্ন ছবি ভাইরাল করার হুমকি! অভিযুক্তরা পলাতক

নির্যাতিতা অভিযোগে জানিয়েছেন, জ্ঞান ফিরতে নিজেকে একটি বন্ধ ঘরের মধ্যে দেখেন তিনি ৷ সেখানেই তাঁকে লাগাতার 14 দিন ধরে ওই 6 জন ধর্ষণ করে ৷ 14 দিন পর নির্যাতিতা এবং তাঁর সন্তানদের হোটেলে ফেলে চলে যায় অভিযুক্তরা ৷ এরপরেই মহিলা কামান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.