ETV Bharat / bharat

ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ স্থান ঘুরে দেখল এনএসজি

author img

By

Published : Jan 30, 2021, 9:13 PM IST

আগেই ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ও এনআইএ ৷ গতকালই ঘটনাস্থান ঘুরে দেখেছে তারা ৷ এবার বিস্ফোরক পদার্থের প্রকৃতি জানতে ঘটনাস্থান ঘুরে দেখল এনএসজি ৷

explosion near the Israel Embassy
ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ

দিল্লি, 30 জানুয়ারি : ইজ়রায়েল দূতাবাসের সামনে এবার বিস্ফোরণ স্থান ঘুরে দেখল এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ৷ বিস্ফোরক পদার্থের প্রকৃতি জানতে কেন্দ্রের তরফে এনএসজি-কে দায়িত্ব দেওয়া হয় ৷ এরপরই ঘটনাস্থানে যায় এনএসজি-র একটি দল ৷

আগেই ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ও এনআইএ ৷ গতকালই ঘটনাস্থান ঘুরে দেখেছে তারা ৷ ফরেনসিক দল বিস্ফোরণ স্থান থেকে অ্যামোনিয়াম নাইট্রেটের উপস্থিতির প্রমাণ পেয়েছে ৷ একটি আধ পোড়া জামা ও পলিথিন ব্যাগ উদ্ধার হয়েছে ৷ একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে ৷ ওই ফুটেজে দু'জন সন্দেহভাজনকে একটি গাড়ি থেকে নামতে দেখা গেছে ৷ এই দুই ব্যক্তি দূতাবাসের সামনে বিস্ফোরক রেখেছিল বলে সন্দেহ পুলিশের ৷ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করেছে পুলিশ ৷

এই বিস্ফোরণে ইরান যোগ আছে কি না সে বিষয়েও সন্দেহ দেখা দিয়েছে ৷ বেশ কিছু বিষয়ে ইরানের সঙ্গে ইজ়রায়েলের মত পার্থক্য় সামনে এসেছে ৷ সেক্ষেত্রে দিল্লি পুলিশ কয়েকজন দিল্লিবাসী ইরানিদের এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ এদিকে, ইজ়রায়েলের দূতাবাসের বাইরে বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে জইশ-উল-হিন্দ ।

এই সংক্রান্ত খবর : ইজরায়েলের দূতাবাসের বাইরে বিস্ফোরণের দায়স্বীকার জইশ-উল-হিন্দের

29 জানুয়ারি বিজয় চকে চলছিল বিটিং দা রিট্রিট অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের অন্য শীর্ষ স্থানীয় আধিকারিকরা ৷ সেই বিজয় চক থেকে 2 কিলোমিটারের কম দূরত্বে ইজ়রায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ হয় ৷ পুলিশ জানিয়েছে, এটি মূলত আইইডি বিস্ফোরণ করা হয়েছে ৷ একটি প্লাস্টিক ব্যাগে করে এই আইইডি রাখা হয়েছিল ৷ বিস্ফোরণের জেরে সেখানে পার্ক করা কয়েকটি গাড়ির কাচ ভেঙে গেছে ৷ তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

দিল্লি, 30 জানুয়ারি : ইজ়রায়েল দূতাবাসের সামনে এবার বিস্ফোরণ স্থান ঘুরে দেখল এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ৷ বিস্ফোরক পদার্থের প্রকৃতি জানতে কেন্দ্রের তরফে এনএসজি-কে দায়িত্ব দেওয়া হয় ৷ এরপরই ঘটনাস্থানে যায় এনএসজি-র একটি দল ৷

আগেই ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ও এনআইএ ৷ গতকালই ঘটনাস্থান ঘুরে দেখেছে তারা ৷ ফরেনসিক দল বিস্ফোরণ স্থান থেকে অ্যামোনিয়াম নাইট্রেটের উপস্থিতির প্রমাণ পেয়েছে ৷ একটি আধ পোড়া জামা ও পলিথিন ব্যাগ উদ্ধার হয়েছে ৷ একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে ৷ ওই ফুটেজে দু'জন সন্দেহভাজনকে একটি গাড়ি থেকে নামতে দেখা গেছে ৷ এই দুই ব্যক্তি দূতাবাসের সামনে বিস্ফোরক রেখেছিল বলে সন্দেহ পুলিশের ৷ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করেছে পুলিশ ৷

এই বিস্ফোরণে ইরান যোগ আছে কি না সে বিষয়েও সন্দেহ দেখা দিয়েছে ৷ বেশ কিছু বিষয়ে ইরানের সঙ্গে ইজ়রায়েলের মত পার্থক্য় সামনে এসেছে ৷ সেক্ষেত্রে দিল্লি পুলিশ কয়েকজন দিল্লিবাসী ইরানিদের এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ এদিকে, ইজ়রায়েলের দূতাবাসের বাইরে বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে জইশ-উল-হিন্দ ।

এই সংক্রান্ত খবর : ইজরায়েলের দূতাবাসের বাইরে বিস্ফোরণের দায়স্বীকার জইশ-উল-হিন্দের

29 জানুয়ারি বিজয় চকে চলছিল বিটিং দা রিট্রিট অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের অন্য শীর্ষ স্থানীয় আধিকারিকরা ৷ সেই বিজয় চক থেকে 2 কিলোমিটারের কম দূরত্বে ইজ়রায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ হয় ৷ পুলিশ জানিয়েছে, এটি মূলত আইইডি বিস্ফোরণ করা হয়েছে ৷ একটি প্লাস্টিক ব্যাগে করে এই আইইডি রাখা হয়েছিল ৷ বিস্ফোরণের জেরে সেখানে পার্ক করা কয়েকটি গাড়ির কাচ ভেঙে গেছে ৷ তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.