হায়দরাবাদ, 3 ডিসেম্বর: ধর্ষণের চেষ্টার (Attempted to Rape) অভিযোগে উত্তাল হয়ে উঠল হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (Hyderabad Central University) বা এইচসিইউ (HCU) ৷ ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে এক অধ্যাপককে ৷
সূত্রের দাবি, অভিযুক্ত অধ্য়াপক তাইল্যান্ড থেকে আসা এক ছাত্রীকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান ৷ অধ্যাপক নাকি ওই ছাত্রীকে বলেছিলেন, তিনি তাঁকে হিন্দি শেখাবেন ৷ কিন্তু, টিউশন দেওয়ার অজুহাতে ওই তরুণীকে অধ্য়াপক ধর্ষণের চেষ্টা করেন ! ছাত্রীর দাবি, ঘটনার সময় অধ্যাপক মদ্যপ ছিলেন ৷ ছাত্রীটি কোনও মতে সেখান থেকে পালিয়ে আসেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানান ৷ তারও পরে স্থানীয় গাচিবৌলি থানায় ওই অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷
আরও পড়ুন: ফাঁকা শ্রেণিকক্ষে সহপাঠীকে যৌন নির্যাতন ! দুই ছাত্রের ঠাঁই হল হোমে
প্রাথমিকভাবে ওই অধ্যাপকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ পরবর্তীতে এর সঙ্গে আরও ধারা যোগ করা হবে ৷ অভিযোগকারিণীর বয়ান রেকর্ডের পরই এই পদক্ষেপ করা হবে ৷ বর্তমানে অভিযুক্ত অধ্যাপক পুলিশ হেফাজতে রয়েছেন ৷ ঘটনার জেরে তাঁকে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
এই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছেন পড়ুয়ারা ৷ তাঁদের বক্তব্য, একজন অধ্যাপক যদি এমন আচরণ করেন, তাহলে বিদেশ, বিভুঁইয়ে এসে আর কাকে বিশ্বাস করবেন ছাত্রছাত্রীরা ? এই ঘটনায় ওই অধ্য়াপকের কঠোর শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে অবস্থান বিক্ষোভ করা হয়েছে ৷ অভিযুক্ত অধ্য়াপকের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গিয়েছে পড়ুয়াদের ৷ অন্যদিকে, অধ্য়াপককে পাকাপাকিভাবে বরখাস্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে এবিভিপি ৷ ঘটনা ঘিরে যাতে কোনও অশান্তি না-ছড়ায়, তা নিশ্চিত করতে এইচসিইউ-তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে পুলিশ ৷