ETV Bharat / bharat

UP Minor Rape: টাকা নিয়ে ধর্ষিতা নাবালিকাকে মুখ বন্ধ রাখতে বলল পঞ্চায়েত - টাকা নিয়ে ধর্ষিতা নাবালিকাকে মুখ বন্ধ রাখতে বলল পঞ্চায়েত

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে ! সেই ঘটনায় মুখ বন্ধ রাখতে নাবালিকাকে ক্ষতিপূূরণ বাবদ 1 লাখ 25 হাজার টাকা নিতে বলল পঞ্চায়েত (Shameful act in Uttarpradesh) ৷

Etv BharatUP Minor Rape
টাকা নিয়ে ধর্ষিতা নাবালিকাকে মুখ বন্ধ রাখতে বলল পঞ্চায়েত
author img

By

Published : Aug 5, 2022, 8:38 AM IST

সন্তকবিরনগর,5 অগস্ট: চরম লজ্জার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ ! ধর্ষণের শিকার নাবালিকাকে 1 লাখ 25 হাজার টাকা নিয়ে মুখ বন্ধ রাখতে বলল পঞ্চায়েত (A panchayet in up asked minor rape victim to accept compensation of 1.25 lakh ) ৷ দেশের সবচেয়ে বড় রাজ্যের সান্তকাবিরনগর জেলার একটি গ্রামে এমনই ঘটনা ঘটেছে বলে অভিযোগ (Shameful act in Uttarpradesh) ৷ পুলিশ অবশ্য এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷ আধিকারিকদের দাবি, ক্ষতিপূরণের বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন ৷

ঘটনার সূত্রপাত সোমবার ৷ অভিযোগ, গ্রামের এক নাবালিকাকে ধর্ষণ করে সেই গ্রামেরই এক যুবক ৷ পরদিন সকালে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে যুবককে গ্রেফতারও করে পুলিশ ৷ অভিযুক্তের পরিবারের কয়েকজন সদস্যকে আটকও করা হয় ৷ কিন্তু বিকেলের মধ্যেই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয় ৷ নির্যাতিতার পরিবারের দাবি, প্রভাব খাটিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে পরিবারের লোকেরা ৷

আরও পড়ুন: মুম্বইয়ে গ্রেফতার ছোটা-শাকিল ঘনিষ্ঠ সেলিম কুরেশি

এরপরই আসরে নামে স্থানীয় পঞ্চায়েত ৷ সূত্রের দাবি, পঞ্চায়েতের শীর্ষ পদাধিকারীরা আলোচনার পর ঠিক করে ক্ষতিপূরণ বাবদ নির্যাতিতাকে 1 লাখ 25 হাজার টাকা দেবে অভিযুক্তের পরিবার ৷ একটি সূত্রের দাবি, সেই টাকা নিয়েও নিয়েছে নির্যাতিতার পরিবার ৷ তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি ৷ পাশাপাশি পুলিশও ক্ষতিপূরণের প্রশ্নে কোনও বক্তব্য পেশ করেনি ৷

সন্তকবিরনগর,5 অগস্ট: চরম লজ্জার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ ! ধর্ষণের শিকার নাবালিকাকে 1 লাখ 25 হাজার টাকা নিয়ে মুখ বন্ধ রাখতে বলল পঞ্চায়েত (A panchayet in up asked minor rape victim to accept compensation of 1.25 lakh ) ৷ দেশের সবচেয়ে বড় রাজ্যের সান্তকাবিরনগর জেলার একটি গ্রামে এমনই ঘটনা ঘটেছে বলে অভিযোগ (Shameful act in Uttarpradesh) ৷ পুলিশ অবশ্য এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷ আধিকারিকদের দাবি, ক্ষতিপূরণের বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন ৷

ঘটনার সূত্রপাত সোমবার ৷ অভিযোগ, গ্রামের এক নাবালিকাকে ধর্ষণ করে সেই গ্রামেরই এক যুবক ৷ পরদিন সকালে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে যুবককে গ্রেফতারও করে পুলিশ ৷ অভিযুক্তের পরিবারের কয়েকজন সদস্যকে আটকও করা হয় ৷ কিন্তু বিকেলের মধ্যেই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয় ৷ নির্যাতিতার পরিবারের দাবি, প্রভাব খাটিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে পরিবারের লোকেরা ৷

আরও পড়ুন: মুম্বইয়ে গ্রেফতার ছোটা-শাকিল ঘনিষ্ঠ সেলিম কুরেশি

এরপরই আসরে নামে স্থানীয় পঞ্চায়েত ৷ সূত্রের দাবি, পঞ্চায়েতের শীর্ষ পদাধিকারীরা আলোচনার পর ঠিক করে ক্ষতিপূরণ বাবদ নির্যাতিতাকে 1 লাখ 25 হাজার টাকা দেবে অভিযুক্তের পরিবার ৷ একটি সূত্রের দাবি, সেই টাকা নিয়েও নিয়েছে নির্যাতিতার পরিবার ৷ তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি ৷ পাশাপাশি পুলিশও ক্ষতিপূরণের প্রশ্নে কোনও বক্তব্য পেশ করেনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.