ETV Bharat / bharat

ফের উত্তরপ্রদেশ, নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ভাইয়ের বন্ধুদের বিরুদ্ধে - কানপুর

এবার কানপুরের লাল বাংলা এলাকায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ।

গণধর্ষণের শিকার নাবালিকা
গণধর্ষণের শিকার নাবালিকা
author img

By

Published : Nov 30, 2020, 12:37 PM IST

কানপুর, 30 নভেম্বর : ফের উত্তরপ্রদেশে গণধর্ষণের অভিযোগ । এবার কানপুরের লাল বাংলা এলাকায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ভাইয়ের চার বন্ধুর বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাকি দুই অভিযুক্ত পলাতক ৷

কানপুর(পূর্ব)-র SP রাজকুমার আগরওয়াল বলেন, ‘‘তারা ওই নাবালিকাকে মদ্যপান করায় ৷ তারপর তাকে ধর্ষণ করে ৷ ভারতীয় দণ্ডবিধির 328, 342, 363, 376(d) ধারা ও POCSO আইনে অভিষুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘ পলাতক দুই অভিযুক্তের পরিবারের লোককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷’’

14 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটে ৷ মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন যুবতি ৷ অভিযোগ, সেই সময় তার গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাকে হাসপাতালে ভরতি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ 29 সেপ্টেম্বর মৃত্যু হয় নির্যাতিতার ৷

কানপুর, 30 নভেম্বর : ফের উত্তরপ্রদেশে গণধর্ষণের অভিযোগ । এবার কানপুরের লাল বাংলা এলাকায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ভাইয়ের চার বন্ধুর বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাকি দুই অভিযুক্ত পলাতক ৷

কানপুর(পূর্ব)-র SP রাজকুমার আগরওয়াল বলেন, ‘‘তারা ওই নাবালিকাকে মদ্যপান করায় ৷ তারপর তাকে ধর্ষণ করে ৷ ভারতীয় দণ্ডবিধির 328, 342, 363, 376(d) ধারা ও POCSO আইনে অভিষুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘ পলাতক দুই অভিযুক্তের পরিবারের লোককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷’’

14 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটে ৷ মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন যুবতি ৷ অভিযোগ, সেই সময় তার গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাকে হাসপাতালে ভরতি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ 29 সেপ্টেম্বর মৃত্যু হয় নির্যাতিতার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.