ETV Bharat / bharat

Cricket Betting: ক্রিকেট বেটিংয়ে খোয়া গিয়েছে 100 কোটি ! 12 বছরেও হুঁশ ফেরেনি হায়দরাবাদের বাসিন্দার

12 বছর ধরে ক্রিকেট বেটিং করেন হায়দরাবাদের এক ব্যক্তি ৷ তাতে 100 কোটি টাকা হারাতে হয় তাঁকে ৷ তারপরও বেটিং বন্ধ করেননি তিনি ৷ শুক্রবার তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

a man from Hyderabad lost Rs 100 Crore in Cricket Betting during 12 Years
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 16, 2023, 4:06 PM IST

হায়দরাবাদ, 16 এপ্রিল: শুধুমাত্র ক্রিকেট বেটিং করে খোয়া গিয়েছে 100 কোটি টাকা ! 12 বছর ধরে এক ব্যক্তির সঙ্গে এই ঘটনা ঘটেছে ! তারপরও হুঁশ ফেরেনি তাঁর ৷ বেটিংয়ের নেশায় খুইয়েছেন কষ্ট করে উপার্জন করা বিপুল অর্থ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেটিংয়ে বিভোর ওই ব্যক্তি হায়দরাবাদের এল বি নগরের বনস্থলী এলাকার বাসিন্দা ৷ তাঁর নাম অশোক রেড্ডি ৷ আপাতত পুলিশের জালে ধরা পড়ে হাজতবাসের অপেক্ষায় রয়েছেন তিনি !

রাচাকোন্ডার পুলিশ কমিশনার ডি এস চৌহান এই প্রসঙ্গে জানিয়েছেন, নেহাত মজা করতেই ক্রিকেট বেটিং শুরু করেছিলেন অশোক ৷ কিন্তু, পরে সেটাই তাঁর নেশায় পরিণত হয় ৷ সেই নেশা থেকে আর কখনও বেরিয়ে আসতে পারেননি তিনি ৷ এমনকী, ক্রিকেট বেটিং চালিয়ে যেতেই পরবর্তীতে পেশাদার বুকি হয়ে যান ওই ব্যক্তি !

এদিকে, আইপিএল শুরু হতেই বেটিং বন্ধ করতে মাঠে নেমেছে পুলিশ ৷ শুরু হয়েছে ধরপাকড় ৷ সেই অভিযানে ধরা পড়েছেন হায়দরাবাদের বাসিন্দা অশোকও ৷ পুলিশ কমিশনার জানিয়েছেন, ক্রিকেট বেটিংয়ের নেশায় অশোক যে শুধুমাত্র নিজের উপার্জন খুইয়েছেন তাই নয় ৷ বেটিংয়ের টাকা জোগাড় করতে বন্ধু, আত্মীয় ও পরিচিতদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ধারও করেছেন তিনি ৷ কিন্তু, সেই ধার আর পরিশোধ করা হয়নি তাঁর ৷ শেষমেশ গত শুক্রবার পুলিশের হাতে ধরা পড়ে যান অশোক ৷ জেরায় পুলিশেক নিজের 12 বছরের অভিজ্ঞতা শোনান তিনি ৷ তা শুনে তাজ্জব বনে যায় পুলিশও ৷

আরও পড়ুন: পুলিশের জালে আইপিএল ক্রিকেট বেটিং চক্র, উদ্ধার 56 লাখের সম্পত্তি

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আসলে অল্প সময় প্রচুর টাকা রোজগার করেই অশোকের লোভ বেড়ে গিয়েছিল ৷ একটা সময় অশোক রিয়েল এস্টেটের ব্যবসা করতেন ৷ সেই ব্যবসায় প্রচুর অর্থ রোজগার করেছেন তিনি ৷ অন্যদিকে, ক্রিকেট বেটিংয়েও রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ থাকে ৷ অশোক এই হাতছানি উপেক্ষা করতে পারেননি ৷ এমনকী, বারবার লোকসান হওয়া সত্ত্বেও বেটিংয়ের মোহ থেকে বেরোতে পারেননি তিনি ৷

হায়দরাবাদ, 16 এপ্রিল: শুধুমাত্র ক্রিকেট বেটিং করে খোয়া গিয়েছে 100 কোটি টাকা ! 12 বছর ধরে এক ব্যক্তির সঙ্গে এই ঘটনা ঘটেছে ! তারপরও হুঁশ ফেরেনি তাঁর ৷ বেটিংয়ের নেশায় খুইয়েছেন কষ্ট করে উপার্জন করা বিপুল অর্থ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেটিংয়ে বিভোর ওই ব্যক্তি হায়দরাবাদের এল বি নগরের বনস্থলী এলাকার বাসিন্দা ৷ তাঁর নাম অশোক রেড্ডি ৷ আপাতত পুলিশের জালে ধরা পড়ে হাজতবাসের অপেক্ষায় রয়েছেন তিনি !

রাচাকোন্ডার পুলিশ কমিশনার ডি এস চৌহান এই প্রসঙ্গে জানিয়েছেন, নেহাত মজা করতেই ক্রিকেট বেটিং শুরু করেছিলেন অশোক ৷ কিন্তু, পরে সেটাই তাঁর নেশায় পরিণত হয় ৷ সেই নেশা থেকে আর কখনও বেরিয়ে আসতে পারেননি তিনি ৷ এমনকী, ক্রিকেট বেটিং চালিয়ে যেতেই পরবর্তীতে পেশাদার বুকি হয়ে যান ওই ব্যক্তি !

এদিকে, আইপিএল শুরু হতেই বেটিং বন্ধ করতে মাঠে নেমেছে পুলিশ ৷ শুরু হয়েছে ধরপাকড় ৷ সেই অভিযানে ধরা পড়েছেন হায়দরাবাদের বাসিন্দা অশোকও ৷ পুলিশ কমিশনার জানিয়েছেন, ক্রিকেট বেটিংয়ের নেশায় অশোক যে শুধুমাত্র নিজের উপার্জন খুইয়েছেন তাই নয় ৷ বেটিংয়ের টাকা জোগাড় করতে বন্ধু, আত্মীয় ও পরিচিতদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ধারও করেছেন তিনি ৷ কিন্তু, সেই ধার আর পরিশোধ করা হয়নি তাঁর ৷ শেষমেশ গত শুক্রবার পুলিশের হাতে ধরা পড়ে যান অশোক ৷ জেরায় পুলিশেক নিজের 12 বছরের অভিজ্ঞতা শোনান তিনি ৷ তা শুনে তাজ্জব বনে যায় পুলিশও ৷

আরও পড়ুন: পুলিশের জালে আইপিএল ক্রিকেট বেটিং চক্র, উদ্ধার 56 লাখের সম্পত্তি

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আসলে অল্প সময় প্রচুর টাকা রোজগার করেই অশোকের লোভ বেড়ে গিয়েছিল ৷ একটা সময় অশোক রিয়েল এস্টেটের ব্যবসা করতেন ৷ সেই ব্যবসায় প্রচুর অর্থ রোজগার করেছেন তিনি ৷ অন্যদিকে, ক্রিকেট বেটিংয়েও রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ থাকে ৷ অশোক এই হাতছানি উপেক্ষা করতে পারেননি ৷ এমনকী, বারবার লোকসান হওয়া সত্ত্বেও বেটিংয়ের মোহ থেকে বেরোতে পারেননি তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.