ETV Bharat / bharat

Urinates on Tribal Youth in UP: উত্তরপ্রদেশের আদিবাসী যুবকের গায়ে মূত্রত্যাগের অভিযোগ, গ্রেফতার 3 - দলিত

সোনভদ্রে আদিবাসী যুবকের গায়ে মূত্রত্যাগের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ব্যক্তিগত সমস্যার কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে ৷

Urinates on Tribal Youth in UP ETV BHARTA
Urinates on Tribal Youth in UP
author img

By

Published : Jul 15, 2023, 11:54 AM IST

Updated : Jul 15, 2023, 12:41 PM IST

সোনভদ্র, 15 জুলাই: মধ্যপ্রদেশের সিধির পর উত্তরপ্রদেশের সোনভদ্র ৷ এখানেও এক আদিবাসী যুবকের গায়ে মূত্রত্যাগের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, তাঁর কানে মূত্রত্যাগ করে এক ব্যক্তি ৷ পাশাপাশি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে ৷ গত মঙ্গলবারের সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়ো ভাইরাল হওয়ার পর আক্রান্তের অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ইটিভি ভারত ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি।

মদপ্য অবস্থায় আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব প্রসঙ্গে সোনভদ্র পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গত 11 জুলাই ওই আদিবাসী যুবক এবং অভিযুক্ত জওয়াহির প্যাটেল একই সঙ্গে মদ্যপান করেন ৷ তাঁদের মধ্যে ব্যক্তিগত কিছু সমস্যা ছিল ৷ সেই কারণে মদ্যপানের পর জওয়াহির ওই যুবকের কানে মূত্রত্যাগ করে ৷ পুলিশ এমনটাও জানিয়েছে যে, ঘটনার সময় মদ্যপানের কারণে নির্যাতিত যুবকের কোনও হুঁশ ছিল না ৷ পরবর্তী সময়ে তিনি ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে বিষয়টি জানতে পারেন ৷

এরপর তিনি ওবরা থানায় গিয়ে অভিযুক্ত জওয়াহির প্যাটেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এই ঘটনায় সোনভদ্রের পুলিশ সুপার যশবীর সিং, অতিরিক্ত পুলিশ সুপার কালু সিং এবং ওবরা থানার ওসি ঘটনাস্থলে যান ৷ সেখান থেকে বেশ কিছু তথ্য়প্রমাণ সংগ্রহ করা হয়েছে ৷ অভিযুক্ত জওয়াহির প্যাটেলকে গ্রেফতারও করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে হেনস্থা-সহ একাধিক আইনে মামলা রুজু করেছেন তদন্তকারীরা ৷ পরবর্তী সময়ে আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন: দলিতের মুখে প্রস্রাব! পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা প্রবেশ শুক্লা

তবে, এটাই প্রথম ঘটনা নয় ৷ সম্প্রতি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় এক দলিত যুবককে দিয়ে থুথু চাটানোর অভিযোগ প্রকাশ্যে এসেছিল ৷ এমনকী তাঁকে মারধরও করা হয় ৷ গত সপ্তাহে মধ্যপ্রদেশের সিধিতে এক বিজেপি নেতার দলিত যুবকের গায়ে মূত্রত্যাগের ভিডিয়ো ভাইরাল হয় ৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এভাবে দলিতদের উপর অত্যাচারের অভিযোগে সরব হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷

সোনভদ্র, 15 জুলাই: মধ্যপ্রদেশের সিধির পর উত্তরপ্রদেশের সোনভদ্র ৷ এখানেও এক আদিবাসী যুবকের গায়ে মূত্রত্যাগের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, তাঁর কানে মূত্রত্যাগ করে এক ব্যক্তি ৷ পাশাপাশি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে ৷ গত মঙ্গলবারের সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়ো ভাইরাল হওয়ার পর আক্রান্তের অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ইটিভি ভারত ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি।

মদপ্য অবস্থায় আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব প্রসঙ্গে সোনভদ্র পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গত 11 জুলাই ওই আদিবাসী যুবক এবং অভিযুক্ত জওয়াহির প্যাটেল একই সঙ্গে মদ্যপান করেন ৷ তাঁদের মধ্যে ব্যক্তিগত কিছু সমস্যা ছিল ৷ সেই কারণে মদ্যপানের পর জওয়াহির ওই যুবকের কানে মূত্রত্যাগ করে ৷ পুলিশ এমনটাও জানিয়েছে যে, ঘটনার সময় মদ্যপানের কারণে নির্যাতিত যুবকের কোনও হুঁশ ছিল না ৷ পরবর্তী সময়ে তিনি ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে বিষয়টি জানতে পারেন ৷

এরপর তিনি ওবরা থানায় গিয়ে অভিযুক্ত জওয়াহির প্যাটেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এই ঘটনায় সোনভদ্রের পুলিশ সুপার যশবীর সিং, অতিরিক্ত পুলিশ সুপার কালু সিং এবং ওবরা থানার ওসি ঘটনাস্থলে যান ৷ সেখান থেকে বেশ কিছু তথ্য়প্রমাণ সংগ্রহ করা হয়েছে ৷ অভিযুক্ত জওয়াহির প্যাটেলকে গ্রেফতারও করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে হেনস্থা-সহ একাধিক আইনে মামলা রুজু করেছেন তদন্তকারীরা ৷ পরবর্তী সময়ে আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন: দলিতের মুখে প্রস্রাব! পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা প্রবেশ শুক্লা

তবে, এটাই প্রথম ঘটনা নয় ৷ সম্প্রতি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় এক দলিত যুবককে দিয়ে থুথু চাটানোর অভিযোগ প্রকাশ্যে এসেছিল ৷ এমনকী তাঁকে মারধরও করা হয় ৷ গত সপ্তাহে মধ্যপ্রদেশের সিধিতে এক বিজেপি নেতার দলিত যুবকের গায়ে মূত্রত্যাগের ভিডিয়ো ভাইরাল হয় ৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এভাবে দলিতদের উপর অত্যাচারের অভিযোগে সরব হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷

Last Updated : Jul 15, 2023, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.