ETV Bharat / bharat

Lawyer kept wife in Captive for 11 Years: অন্ধকার ঘরে 11 বছর ধরে বন্দি স্ত্রী ! আইনজীবীর কীর্তিতে তাজ্জব পুলিশও

এক আইনজীবীর বিরুদ্ধে তাঁর স্ত্রীকে 11 বছর ধরে অন্ধকার ঘরে বন্দি (Lawyer kept wife in Captive for 11 Years) করে রাখার অভিযোগ উঠল ৷ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়নগরের (Vizianagaram) ঘটনা ৷

a Lawyer in Vizianagaram of Andhra Pradesh kept wife in Captive for 11 Years
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 3, 2023, 2:27 PM IST

বিজয়নগর (অন্ধ্রপ্রদেশ), 3 মার্চ: টানা 11 বছর অন্ধকার ঘরে 'বন্দি' (Locked in a Room for 11 Years) থাকার পর আলোয় ফেরা ! ভয়াবহ এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়নগরে (Vizianagaram) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় আইনজীবী এক ব্যক্তি তাঁর স্ত্রীকে টানা 11 বছর ধরে একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিলেন (Lawyer kept wife in Captive for 11 Years) ! সম্প্রতি সেই মহিলার মা-বাবা পুলিশের দ্বারস্থ হন ৷ অভিযোগ ছিল, বহু বছর ধরে তাঁদের মেয়ে নিরুদ্দেশ ! সেই অভিযোগের তদন্ত শুরু হতেই সামনে আসে পৈশাচিক ঘটনা ৷ জানা যায়, 'নিরুদ্দেশ' মহিলার স্বামীই তাঁকে 11 বছর ধরে একটি ঘরে আটকে রেখেছেন ! পুলিশ ইতিমধ্যেই ওই মহিলাকে উদ্ধার করেছে ৷ ঘটনাটি ঘটেছে গত বুধবার ৷

পুলিশের প্রাথমিক তদন্তে সামনে আসে, আক্রান্ত মহিলা নিজেও একজন আইনজীবী ৷ যাঁর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল, তিনিও একই পেশায় রয়েছেন ৷ শুধু তাই নয় ৷ আইনজীবী হিসাবে তাঁর বিপুল জনপ্রিয়তা ও পসারও ছিল ৷ আক্রান্ত মহিলার দাবি, তাঁর বিরুদ্ধে স্বামীকে উস্কানি দিয়েছিলেন তাঁরই শাশুড়ি ও দেওর ৷ সেই কারণেই ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে ঘরে আটকে রাখার সিদ্ধান্ত নেন ৷ গত 11 বছর ওই মহিলার সঙ্গে বাইরের পৃথিবীর কোনও সম্পর্ক ছিল না ! এমনকী, তাঁকে তাঁর বাবা-মায়ের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি !

এই আইনজীবী দম্পতির বিয়ে হয়েছিল 2008 সালে ৷ বিয়ের পর তাঁদের দুই সন্তানও হয় ৷ কিন্তু, এরপরই শুরু হয় দুঃসময় ৷ নির্যাতিতার বিরুদ্ধে তাঁর স্বামীর কাছে নানা কথা বলতে শুরু করেন তাঁর শাশুড়ি ও দেওর ৷ স্ত্রীকে নিয়ে সন্দেহ দানা বাঁধে ওই আইনজীবীর মনে ৷ কিন্তু, তা বলে কাউকে কি এভাবে বছরের পর বছর গৃহবন্দি করে রাখা যায় ? দাম্পত্যে অশান্তি নতুন কোনও ঘটনা নয় ৷ কিন্তু, তার জন্য এমন পদক্ষেপ মানসিকভাবে সুস্থ কোনও মানুষের পক্ষে করা সম্ভব নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

আরও পড়ুন: দিল্লিতে 7 বছরের ভাইকে সিগারেটের ছ্যাঁকা দিল তুতো দিদি

এই 11 বছর মহিলার মা-বাবাও চরম অশান্তিতে দিন কাটিয়েছেন ৷ তাঁরা জানতেন, তাঁদের মেয়ে বেঁচে আছেন ৷ কিন্তু, তিনি কোথায়, কী অবস্থায় রয়েছেন, তা জানা ছিল না ৷ এই বিষয়ে জামাই ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলারও চেষ্টা করেন নিগৃহীতার বাবা-মা ৷ কিন্তু, তাঁদের উলটে ভয় দেখানো হত বলে অভিযোগ ৷ শেষমেশ অবশ্য ধৈর্য্যের বাঁধ ভাঙে তাঁদের ৷ পুলিশের দ্বারস্থ হন তাঁরা ৷ আর তাতেই মুক্তি পান ওই মহিলা ৷

বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই আদালতে মামলা রুজু করা হয়েছে ৷ আক্রান্ত মহিলা জানিয়েছেন, তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরে যেতে চান ৷ আদালত সেই অনুমতি তাঁকে দিয়েছে ৷ অন্যদিকে, মহিলার স্বামী-সহ শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে ৷ আদালতে পুলিশ জানিয়েছে, 'নিখোঁজ' মহিলার খোঁজে তাঁরা যখন তাঁর শ্বশুরবাড়ি যান, সেই সময় তাঁদের সঙ্গেও দুর্ব্য়বহার করা হয় ৷ এমনকী পুলিশকর্মীদের হুমকিও দেন নির্যাতিতার শ্বশুরবাড়ির সদস্যরা ৷ শেষমেশ ওই বাড়িরই একটি অন্ধকার ঘর থেকে নির্যাতিতাকে উদ্ধার করা হয় ৷ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷

বিজয়নগর (অন্ধ্রপ্রদেশ), 3 মার্চ: টানা 11 বছর অন্ধকার ঘরে 'বন্দি' (Locked in a Room for 11 Years) থাকার পর আলোয় ফেরা ! ভয়াবহ এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়নগরে (Vizianagaram) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় আইনজীবী এক ব্যক্তি তাঁর স্ত্রীকে টানা 11 বছর ধরে একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিলেন (Lawyer kept wife in Captive for 11 Years) ! সম্প্রতি সেই মহিলার মা-বাবা পুলিশের দ্বারস্থ হন ৷ অভিযোগ ছিল, বহু বছর ধরে তাঁদের মেয়ে নিরুদ্দেশ ! সেই অভিযোগের তদন্ত শুরু হতেই সামনে আসে পৈশাচিক ঘটনা ৷ জানা যায়, 'নিরুদ্দেশ' মহিলার স্বামীই তাঁকে 11 বছর ধরে একটি ঘরে আটকে রেখেছেন ! পুলিশ ইতিমধ্যেই ওই মহিলাকে উদ্ধার করেছে ৷ ঘটনাটি ঘটেছে গত বুধবার ৷

পুলিশের প্রাথমিক তদন্তে সামনে আসে, আক্রান্ত মহিলা নিজেও একজন আইনজীবী ৷ যাঁর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল, তিনিও একই পেশায় রয়েছেন ৷ শুধু তাই নয় ৷ আইনজীবী হিসাবে তাঁর বিপুল জনপ্রিয়তা ও পসারও ছিল ৷ আক্রান্ত মহিলার দাবি, তাঁর বিরুদ্ধে স্বামীকে উস্কানি দিয়েছিলেন তাঁরই শাশুড়ি ও দেওর ৷ সেই কারণেই ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে ঘরে আটকে রাখার সিদ্ধান্ত নেন ৷ গত 11 বছর ওই মহিলার সঙ্গে বাইরের পৃথিবীর কোনও সম্পর্ক ছিল না ! এমনকী, তাঁকে তাঁর বাবা-মায়ের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি !

এই আইনজীবী দম্পতির বিয়ে হয়েছিল 2008 সালে ৷ বিয়ের পর তাঁদের দুই সন্তানও হয় ৷ কিন্তু, এরপরই শুরু হয় দুঃসময় ৷ নির্যাতিতার বিরুদ্ধে তাঁর স্বামীর কাছে নানা কথা বলতে শুরু করেন তাঁর শাশুড়ি ও দেওর ৷ স্ত্রীকে নিয়ে সন্দেহ দানা বাঁধে ওই আইনজীবীর মনে ৷ কিন্তু, তা বলে কাউকে কি এভাবে বছরের পর বছর গৃহবন্দি করে রাখা যায় ? দাম্পত্যে অশান্তি নতুন কোনও ঘটনা নয় ৷ কিন্তু, তার জন্য এমন পদক্ষেপ মানসিকভাবে সুস্থ কোনও মানুষের পক্ষে করা সম্ভব নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

আরও পড়ুন: দিল্লিতে 7 বছরের ভাইকে সিগারেটের ছ্যাঁকা দিল তুতো দিদি

এই 11 বছর মহিলার মা-বাবাও চরম অশান্তিতে দিন কাটিয়েছেন ৷ তাঁরা জানতেন, তাঁদের মেয়ে বেঁচে আছেন ৷ কিন্তু, তিনি কোথায়, কী অবস্থায় রয়েছেন, তা জানা ছিল না ৷ এই বিষয়ে জামাই ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলারও চেষ্টা করেন নিগৃহীতার বাবা-মা ৷ কিন্তু, তাঁদের উলটে ভয় দেখানো হত বলে অভিযোগ ৷ শেষমেশ অবশ্য ধৈর্য্যের বাঁধ ভাঙে তাঁদের ৷ পুলিশের দ্বারস্থ হন তাঁরা ৷ আর তাতেই মুক্তি পান ওই মহিলা ৷

বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই আদালতে মামলা রুজু করা হয়েছে ৷ আক্রান্ত মহিলা জানিয়েছেন, তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরে যেতে চান ৷ আদালত সেই অনুমতি তাঁকে দিয়েছে ৷ অন্যদিকে, মহিলার স্বামী-সহ শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে ৷ আদালতে পুলিশ জানিয়েছে, 'নিখোঁজ' মহিলার খোঁজে তাঁরা যখন তাঁর শ্বশুরবাড়ি যান, সেই সময় তাঁদের সঙ্গেও দুর্ব্য়বহার করা হয় ৷ এমনকী পুলিশকর্মীদের হুমকিও দেন নির্যাতিতার শ্বশুরবাড়ির সদস্যরা ৷ শেষমেশ ওই বাড়িরই একটি অন্ধকার ঘর থেকে নির্যাতিতাকে উদ্ধার করা হয় ৷ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.