ETV Bharat / bharat

Teacher Sentenced for 79 Years: পাঁচ ছাত্রীকে যৌন হেনস্থা, 79 বছরের জেল শিক্ষকের

ছাত্রীদের যৌন হেনস্থার ঘটনায় উল্লেখযোগ্য রায় দিল কেরলের একটি আদালত ৷ 79 বছর জেলের পাশাপাশি ওই শিক্ষককে জরিমানা বাবদ 2 লাখ 70 হাজার টাকা দিতে হবে (Rare punishment for Kerala teacher) ৷

Etv BharatTeacher Sentenced for 79 Years
Etv Bharat যৌন হেনস্থার ঘটনায় উল্লেখযোগ্য রায় দিল কেরলের একটি আদালত
author img

By

Published : Aug 4, 2022, 7:38 AM IST

কান্নুর, 4 অগস্ট: পাঁচ ছাত্রীকে যৌন হেনস্থা করে 79 বছরের জেল হল কেরলের এক শিক্ষকের ৷ সশ্রম কারাদণ্ডের পাশাপাশি জরিমানা বাবদ 2 লাখ 70 হাজার টাকাও দিতে হবে তাকে (Kerala teacher has been sentenced for 79 years) ৷

কেরলের কান্নুরের একটি ফার্স্ট ট্র্যাক আদালত এই রায় ঘোষণা করেছে ৷ জানা গিয়েছে পিই গোবিন্দন নামে ওই শিক্ষক 2013 সালের জুন মাস থেকে 2014 সালের জানুয়ারি মাসের মধ্যে ক্লাসরুমের ভেতরেই ওই পাঁচ ছাত্রীকে হেনস্থা করেন ৷

আরও পড়ুন: কমবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে

স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক আধিকারিকের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দিতে চাওয়ার অভিযোগ ওঠে ৷ তবে আদালত তাঁদের এই মামলা থেকে মুক্তি দিয়েছে ৷ যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসার পরই স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হয় শিক্ষককে ৷ পাশাপাশি পকসো-সহ একাধিক ধারায় দায়ের হয় অভিযোগ ৷ প্রথমে তদন্ত পরে বিচার প্রক্রিয়া চলার পর কান্নুরের ওই আদালতের বিচারক পি মুজিব শিক্ষককে 79 বছর জেলের সাজা দেন ৷ দিতে হবে বিশাল অঙ্কের জরিমানাও ৷

কান্নুর, 4 অগস্ট: পাঁচ ছাত্রীকে যৌন হেনস্থা করে 79 বছরের জেল হল কেরলের এক শিক্ষকের ৷ সশ্রম কারাদণ্ডের পাশাপাশি জরিমানা বাবদ 2 লাখ 70 হাজার টাকাও দিতে হবে তাকে (Kerala teacher has been sentenced for 79 years) ৷

কেরলের কান্নুরের একটি ফার্স্ট ট্র্যাক আদালত এই রায় ঘোষণা করেছে ৷ জানা গিয়েছে পিই গোবিন্দন নামে ওই শিক্ষক 2013 সালের জুন মাস থেকে 2014 সালের জানুয়ারি মাসের মধ্যে ক্লাসরুমের ভেতরেই ওই পাঁচ ছাত্রীকে হেনস্থা করেন ৷

আরও পড়ুন: কমবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে

স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক আধিকারিকের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দিতে চাওয়ার অভিযোগ ওঠে ৷ তবে আদালত তাঁদের এই মামলা থেকে মুক্তি দিয়েছে ৷ যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসার পরই স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হয় শিক্ষককে ৷ পাশাপাশি পকসো-সহ একাধিক ধারায় দায়ের হয় অভিযোগ ৷ প্রথমে তদন্ত পরে বিচার প্রক্রিয়া চলার পর কান্নুরের ওই আদালতের বিচারক পি মুজিব শিক্ষককে 79 বছর জেলের সাজা দেন ৷ দিতে হবে বিশাল অঙ্কের জরিমানাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.