ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, আহত 13 - ল্যানকো আনপাড়া তাপ বিদ্যুৎকেন্দ্র

রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের ল্যানকো আনপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি বয়লার ৷ বিস্ফোরণে আহত হয়েছেন ১৩ জন শ্রমিক ৷

13 labour injured in Sonbhadra
ল্যানকো আনপাড়া তাপ বিদ্যুৎকেন্দ্র
author img

By

Published : Apr 4, 2021, 4:53 PM IST

সোনভদ্র (উত্তরপ্রদেশ) 4 এপ্রিল: রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের ল্যানকো আনপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি বয়লার ৷ বিস্ফোরণে আহত হয়েছেন ১৩ জন শ্রমিক ৷ আহত শ্রমিকদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর ৷ তাঁদের উন্নত চিকিৎসার জন্য বারানসীতে স্থানান্তর করা হয়েছে। এছাড়ও ভেতরে আটকে পড়েন বহু শ্রমিক ৷ ইতিমধ্যেই আটকে পড়া অন্য শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করা হয়েছে ৷ দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, সেই সম্পর্কে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি ৷

আহত ব্যক্তিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ এছাড়াও ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ পাশাপাশি দুর্ঘটনার ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের৷

দুর্ঘটনার পরে এলাকায় বিক্ষোভ শুরু হয় ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ আহত শ্রমিকদের মধ্যে আটজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

সোনভদ্র (উত্তরপ্রদেশ) 4 এপ্রিল: রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের ল্যানকো আনপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি বয়লার ৷ বিস্ফোরণে আহত হয়েছেন ১৩ জন শ্রমিক ৷ আহত শ্রমিকদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর ৷ তাঁদের উন্নত চিকিৎসার জন্য বারানসীতে স্থানান্তর করা হয়েছে। এছাড়ও ভেতরে আটকে পড়েন বহু শ্রমিক ৷ ইতিমধ্যেই আটকে পড়া অন্য শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করা হয়েছে ৷ দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, সেই সম্পর্কে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি ৷

আহত ব্যক্তিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ এছাড়াও ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ পাশাপাশি দুর্ঘটনার ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের৷

দুর্ঘটনার পরে এলাকায় বিক্ষোভ শুরু হয় ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ আহত শ্রমিকদের মধ্যে আটজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.