ETV Bharat / bharat

Body Recovered at Shramjeevi Express: রাজগীরে শ্রমজীবী এক্সপ্রেসের শৌচালয়ে যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - Body Recovered

Body Recovered at Shramjeevi Express Toilet: শুক্রবার রাতে নালন্দায় শ্রমজীবী এক্সপ্রেসের শৌচালয়ে যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, পিট লাইনে ট্রেন পরিষ্কার করার সময় দেহটি দেখতে পান সাফাই কর্মীরা ৷

Body Recovered at Shramjeevi Express ETV BHARAT
Body Recovered at Shramjeevi Express
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 12:47 PM IST

Updated : Sep 2, 2023, 12:55 PM IST

নালন্দা, 2 সেপ্টেম্বর: বিহারের রাজগীর স্টেশনে দিল্লি থেকে আসা শ্রমজীবী এক্সপ্রেসের শৌচালয়ে এক যুবতীর দেহ উদ্ধার হল ৷ পিট লাইনে ট্রেনটিকে পরিষ্কার করার জন্য আনা হয়েছিল ৷ সেখানেই সাফাই কর্মীরা ট্রেনের একটি বগির শৌচালয়ে হ্যাংগারের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহটি দেখতে পান ৷ উদ্ধারের সময় দেহে সামান্য পচন ধরেছিল বলে জিআরপি সূত্রে খবর ৷ প্রাথমিক তদন্তে খুন বলেই মনে করছেন তদন্তকারীরা ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ দিল্লি থেকে রাজগীর এসে পৌঁছয় 12392 শ্রমজীবী ​​এক্সপ্রেস ৷ এরপর রাতে সাড়ে 11টা নাগাদ ট্রেনটিকে পরিষ্কার করার জন্য পিট লাইনে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই ইসি16414সি কামরার শৌচালয়ে যুবতীর দেহ দেখতে পান এক সাফাই কর্মী ৷ তিনিই বাকি সাফাই কর্মীদের খবর দেন ৷ তাঁরা বিষয়টি রাজগীরের স্টেশন মাস্টারকে জানান ৷ সেখান থেকে জিআরপি-তে খবর যায় ৷ জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

জানা গিয়েছে, শৌচালয় বসা অবস্থায় যুবতীর দেহ পাওয়া গিয়েছিল ৷ দেহটি ওড়না দিয়ে শৌচালয়ের হ্যাংগারের সঙ্গে বাঁধা ছিল ৷ রেল পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে খুন বলেই মনে হচ্ছে ৷ কেউ বা কারা খুন করে দেহটিকে হ্যাংগারের সঙ্গে বেঁধে দিয়েছিল ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে খুন না আত্মহত্যা, তা নিশ্চিত করে বলতে পারবে পুলিশ ৷

আরও পড়ুন: নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে

পুলিশ জানিয়েছেন, ওয়াগন এবং ক্যারেজ বিভাগ থেকে প্রথম একটি মেমো পায় জিআরপি ৷ সেই মেমো পাওয়ার পরেই, তৎপর হয় রেল কর্তৃপক্ষ ৷ জিআরপি'র আধিকারিকরা ট্রেনে পৌঁছন ৷ তদন্তাকারীরা জানিয়েছেন, সেখানে গিয়ে দেহ থেকে সামান্য দুর্গন্ধ পান ৷ ফলে মনে করা হচ্ছে, ওই যুবতীর মৃত্যু বেশ কয়েকঘণ্টা আগেই হয়েছিল ৷ জিআরপি'র স্টেশন ইনচার্জ বলেন, "মেয়েটির বয়স আনুমানিক 25 বছর ৷ এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের পরেই জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা ৷”

নালন্দা, 2 সেপ্টেম্বর: বিহারের রাজগীর স্টেশনে দিল্লি থেকে আসা শ্রমজীবী এক্সপ্রেসের শৌচালয়ে এক যুবতীর দেহ উদ্ধার হল ৷ পিট লাইনে ট্রেনটিকে পরিষ্কার করার জন্য আনা হয়েছিল ৷ সেখানেই সাফাই কর্মীরা ট্রেনের একটি বগির শৌচালয়ে হ্যাংগারের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহটি দেখতে পান ৷ উদ্ধারের সময় দেহে সামান্য পচন ধরেছিল বলে জিআরপি সূত্রে খবর ৷ প্রাথমিক তদন্তে খুন বলেই মনে করছেন তদন্তকারীরা ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ দিল্লি থেকে রাজগীর এসে পৌঁছয় 12392 শ্রমজীবী ​​এক্সপ্রেস ৷ এরপর রাতে সাড়ে 11টা নাগাদ ট্রেনটিকে পরিষ্কার করার জন্য পিট লাইনে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই ইসি16414সি কামরার শৌচালয়ে যুবতীর দেহ দেখতে পান এক সাফাই কর্মী ৷ তিনিই বাকি সাফাই কর্মীদের খবর দেন ৷ তাঁরা বিষয়টি রাজগীরের স্টেশন মাস্টারকে জানান ৷ সেখান থেকে জিআরপি-তে খবর যায় ৷ জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

জানা গিয়েছে, শৌচালয় বসা অবস্থায় যুবতীর দেহ পাওয়া গিয়েছিল ৷ দেহটি ওড়না দিয়ে শৌচালয়ের হ্যাংগারের সঙ্গে বাঁধা ছিল ৷ রেল পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে খুন বলেই মনে হচ্ছে ৷ কেউ বা কারা খুন করে দেহটিকে হ্যাংগারের সঙ্গে বেঁধে দিয়েছিল ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে খুন না আত্মহত্যা, তা নিশ্চিত করে বলতে পারবে পুলিশ ৷

আরও পড়ুন: নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে

পুলিশ জানিয়েছেন, ওয়াগন এবং ক্যারেজ বিভাগ থেকে প্রথম একটি মেমো পায় জিআরপি ৷ সেই মেমো পাওয়ার পরেই, তৎপর হয় রেল কর্তৃপক্ষ ৷ জিআরপি'র আধিকারিকরা ট্রেনে পৌঁছন ৷ তদন্তাকারীরা জানিয়েছেন, সেখানে গিয়ে দেহ থেকে সামান্য দুর্গন্ধ পান ৷ ফলে মনে করা হচ্ছে, ওই যুবতীর মৃত্যু বেশ কয়েকঘণ্টা আগেই হয়েছিল ৷ জিআরপি'র স্টেশন ইনচার্জ বলেন, "মেয়েটির বয়স আনুমানিক 25 বছর ৷ এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের পরেই জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা ৷”

Last Updated : Sep 2, 2023, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.