সোলাপুর, 23 ফেব্রুয়ারি: 500 কিলোগ্রাম পেঁয়াজের দাম 2 টাকা (500 KG of Onion costs Rs 2) ! হ্য়াঁ, ঠিকই পড়ছেন ৷ দিন কয়েক আগে পেঁয়াজ বিক্রি করে এই দরই পেয়েছেন মহারাষ্ট্রের এক কৃষক ! তাও আবার সেই টাকা তাঁকে মেটানো হয়েছে ব্যাংক চেকের মাধ্যমে ! এমন ঘটনায় কপাল চাপড়ে কাঁদবেন না, প্রতিবাদ জানাবেন- কিছুই বুঝতে পারছেন না তিনি ৷ আসলে এমন যে ঘটতে পারে, এটাই এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর ৷ '2 টাকার চেক' দেখে হতভম্ব হয়ে গিয়েছেন এলাকার বাকি কৃষকরাও ৷ তবে, ক্রমে এ নিয়ে কৃষকমহলে ক্ষোভ বাড়ছে ৷
মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা রাজেন্দ্র তুকারাম চবন ৷ 58 বছরের রাজেন্দ্র পেশায় কৃষক ৷ কৃষিকাজ করেই সংসার চলে তাঁর ৷ গত 17 ফেব্রুয়ারি সোলাপুরের মার্কেট ইয়ার্ডে প্রায় 500 কিলোগ্রাম পিঁয়াজ বিক্রি করেন তিনি ৷ তাঁকে জানানো হয়, পেঁয়াজের পাইকারি দর নাকি মারাত্মক পড়ে গিয়েছে ৷ তাই প্রতি কিলোগ্রামে 1 টাকা করে পাবেন তিনি ! সেই হিসাবে মোট 500 টাকার কিছু বেশি মতো পাওয়ার কথা ছিল রাজেন্দ্রর ৷ কিন্তু, সেই 500 টাকা থেকেও গাড়িভাড়া, মুটের খরচ-সহ নানা কারণে টাকা কেটে নেওয়া হয় ৷ আর সেসব করে রাজেন্দ্রর হাতে ধরানো হয় 2 টাকার বিল এবং 2 টাকার চেক ! শুধু তাই নয়, ওই 2 টাকাও এখনই তুলতে পারবেন না রাজেন্দ্র ৷ কারণ, চেকে টাকা তোলার তারিখ দেওয়া হয়েছে আগামী 8 মার্চ ৷
আরও পড়ুন: 205 কেজি পেঁয়াজ বেচে মুনাফা 8 টাকা ! চোখে জল কৃষকের
এমন ঘটনায় কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ তাঁরা একজোট হয়ে এর প্রতিবাদের পরিকল্পনা করছেন ৷ অন্যদিকে, সোশাল মিডিয়াতেও 2 টাকার চেকের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ সকলেই প্রশ্ন তুলছেন, এমনটা কীভাবে সম্ভব ? যে পেঁয়াজ কিনতে মাঝেমধ্যেই গৃহস্থের হাতে ছ্যাঁকা লাগে, সেই পেঁয়াজের দাম এত কমে কীভাবে ? নেটনাগরিকরা বলছেন, পুরোটাই আসলে ধাপ্পাবাজি ৷ নানা অজুহাতে পাইকার, আড়তদার ও ফড়েরা কৃষকদের লুট করছেন ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এমন ঘটনার পরও সরকার বা প্রশাসন নির্বিকার কেন ? যদিও এই ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার প্রাক্তন সাংসদ রাজু শেট্টি ৷
তবে, এতকিছুর পরও কোনও অনুতাপ দেখা যায়নি সংশ্লিষ্ট পাইকার সংস্থার মালিক নাসির খলিফার ! তাঁর দাবি, প্রচুর পরিমাণে পেঁয়াজ বাজারে আসছে, তাই দাম কমে গিয়েছে ! কিন্তু, তা বলে 500 কিলো পেঁয়াজের দাম কি কখনও 2 টাকা হতে পারে ? এর কোনও সদুত্তর দিতে পারেননি নাসির ৷ প্রশাসনের পক্ষ থেকেও কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷