নাঙ্গল (পঞ্জাব), 11 মে: পঞ্জাবে ফের গ্যাস লিকের ঘটনা ৷ বৃহস্পতিবার পিএসিএলের কারখানায় গ্যাস লিক হয়ে যায় ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাব ও হিমাচল প্রদেশের সীমানায় অবস্থিত নাঙ্গল শহরে । গ্যাস লিক হওয়ার কারণে কারখানা সংলগ্ন এলাকার ছোট শিশু ও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে ৷ গলা ব্যথা ও মাথাব্যথা শুরু হয় তাদের ৷ অসুস্থদের হাসপাতালে ভরতি করা হয়েছে । পঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেন্স টুইট করে এই খবর জানিয়েছেন ।
এটাই প্রথম নয়, পর পর গ্যাস লিকের ঘটনা ঘটছে পঞ্জাবে ৷ 30 এপ্রিল লুধিয়ানায় বিষাক্ত গ্যাস লিক করে 11 জনের মৃত্যু হয়েছিল ৷ সেই তালিকায় শিশুদেরহ পাশাপাশি মহিলারাও ছিলেন ৷ ওই ঘটনায় আরও 11 জন অসুস্থ হয়েছিলেন ৷ লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানা থেকে আচমকাই গ্যাস লিক করতে থাকে ৷ এর জেরে কারখানার ভিতর থেকে বিষাক্ত গ্যাস বাইরে আসতে থাকে ৷ সেই গ্যাস আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ৷ তাতে শ্বাসকষ্ট হতে শুরু হয় বাসিন্দাদের ৷ ফলে অসুস্থ হয়ে পড়েন অনেক এলাকাবাসী ৷ এই ভয়াবহ দুর্ঘটনার পর এলাকাটি শিল করে দেওয়া হয়েছিল ৷
আরও পড়ুন: গার্ডেনরিচে গ্যাস সিলিন্ডার ফেটে আহত 22
এদিনের নাঙ্গলের ঘটনায় তেমনই ছবি ধরা পড়েছে ৷ গ্যাসের গন্ধ পেয়ে মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে আসে ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ ৷ তারা বিষয়টি খতিয়ে দেখছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ তবে গ্যাস লিকের ঘটনায় হতাহতের খবর নেই ৷ কিন্তু লুধিয়ানার ঘটনার পর পঞ্জাববাসী আতঙ্কিত ৷ প্রশাসনকে আরও সতর্ক হওয়ার আবেদন জানাচ্ছেন সকলে ৷ তবে শুধু পঞ্জাব নয়, পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যেও গ্যাস লিকের ঘটনা প্রায়শ্যই ঘটছে ৷
আরও পড়ুন: কারখানার বিষাক্ত গ্যাস লিক করে দুই শিশু-সহ মৃত কমপক্ষে 11