অম্বিকাপুর, 21 সেপ্টেম্বর: হোটেল ঘর থেকে এক ব্যবসায়ীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ছত্রিশগড়ের অম্বিকাপুরে ৷ জানা গিয়েছে, কোটি টাকা লাভ করার আশায় ওই ব্য়বসায়ীর ক্ষতি হয় 2 কোটি টাকা ৷ যে টাকার অংশীদার ছিলেন তাঁর কিছু বন্ধু ৷ লোকসানের পর বন্ধুরা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে, ব্যবসায়ী আত্মহত্যার পথ বেছে নেন ৷
কোটওয়ালি পুলিশ স্টেশন সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ব্যবসায়ীর নাম গুরু প্রসাদ জয়েসওয়াল ৷ বৃহস্পতিবার তাঁর দেহ অম্বিকাপুর শহরের একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে ৷ ব্যবসায়ী কলকাতার একটি কোম্পানীর ফাঁদে পড়েন বলে জানা যায় ৷ যেখানে ওই ব্যক্তিকে টাকা ডবল করে দেওয়ার লোভ দেখানো হয়েছিল ৷ এরপর তিনি ও তাঁর দুই বন্ধু সেই ফাঁদে পড়ে 2 কোটি টাকা লগ্নি করেন ৷ তারপর সেই টাকা চোট হতেই ভেঙে পড়েন ওই ব্যবসায়ী ৷ দীর্ঘ সময় ধরে বন্ধুরা টাকার জন্য চাপ দিলে, ব্যবসায়ী আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা যায় ৷
ওই ব্যবসায়ী ভাড়া বাড়িতে থাকতেন ৷ তারঁ আত্মীয় অবিনাশ জয়েসওয়াল বলেন, "ব্যবসায়ীর পারিবারিক সম্পত্তি রয়েছে বাউরিপাড়ায় ৷ কিন্তু টাকা লোকসানের পর তিনি ভেঙে পড়েছিলেন ৷ তাঁর বন্ধুরা 25 লাখ টাকা লগ্নি করেছিল ৷ এরপর টাকা ফেরত না পেয়ে সেই বন্ধু বাড়ির চাবি নিয়ে নেন ৷ সেই কারণে নিজের সম্পত্তি থাকা সত্ত্বেও গুরু প্রসাদ 15 বছর ধরে ভাড়া বাড়িতে ছিলেন ৷"
আরও পড়ুন: ছেলের কলেজ-ফি মেটাতে অপারগ, আর্থিক সাহায্য পেতে বাসের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা
পুলিশ অ্যাসিসটেন্ট অভিষেক পাণ্ডে জানিয়েছেন, বাবুপাড়ার এক হোটেল থেকে দেহ উদ্ধার করা হয়েছে ৷ দেহের কাছ থেকে সুইসাইড নোট ও বেশ কিছু তথ্য উদ্ধার হয়েছে ৷ সুইসাইড নোটে গুরু প্রসাদ টাকা পয়সার নানা তথ্য দিয়ে গিয়েছেন ৷ পাশাপাশি, এই ধরনের ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত ছিলেন, তাঁদের নামও তিনি লিখে গিয়েছেন ৷ তদন্ত শুরু হয়েছে ৷