ETV Bharat / bharat

HOG Rally at RFC রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত হল নবম দক্ষিণাঞ্চল হগ ব়্যালি - নবম দক্ষিণাঞ্চল হগ ব়্যালি

হারলে ডেভিডসনের তরফে ভারতের বিভিন্ন প্রান্তে হগ ব়্যালির আয়োজন করা হয় (HOG Rally at RFC) ৷ এ বছর সেই হগ ব়্যালির আয়োজন করা হয়েছিল রামোজি ফিল্ম সিটিতে (9th Southern HOG Rally at Ramoji Film City) ৷

9th-southern-hog-rally-at-ramoji-film-city-in-hyderabad-telangana
9th-southern-hog-rally-at-ramoji-film-city-in-hyderabad-telangana
author img

By

Published : Aug 29, 2022, 4:03 PM IST

হায়দরাবাদ, 29 অগস্ট: হার্লে ডেভিডসন (Harley Davidson), এই বাইকটির নাম এবং এর দাম প্রায় সবাই জানে ৷ বিশেষ করে বাইকের প্রতি যাঁদের বিশেষ আকর্ষণ আছে তাঁরা এই বাইক সম্পর্কে সবই জানেন ৷ হ্যাঁ, এটি লক্ষাধিক মূল্যের বিলাসবহুল বাইকগুলির মধ্যে একটি, যার প্রতি অনেকের আসক্তি রয়েছে ৷ কিন্তু, ভারতে রাস্তার যানজটে এই বাইক চালানো শুধু কঠিনই নয়, অসম্ভবও বটে ৷ সেই কারণেই হারলে ডেভিডসন ওনার্স গ্রুপের একটি ব়্যালি প্রতি বছর ভারতের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ যাকে সংক্ষেপে হগ ব়্যালি বলা হয় ৷ আর এ বছর হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে নবম হারলে ডেভিডসন ওনার্স গ্রুপ ব়্যালির আয়োজন করা হয়েছে (9th Southern HOG Rally at Ramoji Film City) ৷

রামোজি ফিল্ম সিটিতে সারা দেশের হারলে বাইকাররা এক জায়গায় জড়ো হয়েছিলেন ৷ আসুন হগ ফেস্টিভ্যাল সম্পর্কিত আরও কয়েকটি বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক ৷ হগ (HOG) এর অর্থ, হারলে ডেভিডসন ওনার্স গ্রুপ (Harley Davidson Owners Group) ৷ এরাই প্রতিবছর হগ ব়্যালির আয়োজন করে ৷ এরই অংশ হিসেবে এ বছর নবম সাউদার্ন হগ ব়্যালির আয়োজন করা হয়েছে ৷ সারা দেশের বাইকাররাই অংশ নেন এখানে ৷ একটি বড় সংস্থার বিভিন্ন মহার্ঘ বাইক এক জায়গায় দেখা রোমাঞ্চের চেয়ে কম কিছু নয় ৷ রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত (HOG Rally at RFC) এই ব়্যালিতে অংশ নেওয়া বেশিরভাগ বাইকার ছিলেন, বিভিন্ন কোম্পানিতে কর্মরত ম্যানেজার, সিইও এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ প্রত্যেকেই তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন ৷

আরও পড়ুন: তেরঙা তুললেন রামোজি রাও, স্বাধীনতা উদযাপনে মাতল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি

প্রসঙ্গত, হগ ব়্যালিতে অংশ নিতে হলে চালককে বাইক কেনার পর, এক বছরের জন্য সাত হাজার টাকা রেজিস্ট্রেশন করাতে হয় ৷ যে বাইকার এটি করেন, তাঁকে সদস্যপদের কার্ড দেওয়া হয় ৷ সারা দেশে যে কেউ হার্লে বাইকার হগের সদস্য পদ নিতে পারেন ৷ হার্লে ওনার্স গ্রুপ 2009 সালে শুরু হয়েছিল ৷ এর পর থেকে তারা প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে পাঁচটি ব়্যালির আয়োজন করে ৷ সারা দেশে দক্ষিণ, পূর্ব, উত্তর এবং পশ্চিমে তাদের মোট পাঁচটি হগ ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে ৷

হায়দরাবাদ, 29 অগস্ট: হার্লে ডেভিডসন (Harley Davidson), এই বাইকটির নাম এবং এর দাম প্রায় সবাই জানে ৷ বিশেষ করে বাইকের প্রতি যাঁদের বিশেষ আকর্ষণ আছে তাঁরা এই বাইক সম্পর্কে সবই জানেন ৷ হ্যাঁ, এটি লক্ষাধিক মূল্যের বিলাসবহুল বাইকগুলির মধ্যে একটি, যার প্রতি অনেকের আসক্তি রয়েছে ৷ কিন্তু, ভারতে রাস্তার যানজটে এই বাইক চালানো শুধু কঠিনই নয়, অসম্ভবও বটে ৷ সেই কারণেই হারলে ডেভিডসন ওনার্স গ্রুপের একটি ব়্যালি প্রতি বছর ভারতের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ যাকে সংক্ষেপে হগ ব়্যালি বলা হয় ৷ আর এ বছর হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে নবম হারলে ডেভিডসন ওনার্স গ্রুপ ব়্যালির আয়োজন করা হয়েছে (9th Southern HOG Rally at Ramoji Film City) ৷

রামোজি ফিল্ম সিটিতে সারা দেশের হারলে বাইকাররা এক জায়গায় জড়ো হয়েছিলেন ৷ আসুন হগ ফেস্টিভ্যাল সম্পর্কিত আরও কয়েকটি বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক ৷ হগ (HOG) এর অর্থ, হারলে ডেভিডসন ওনার্স গ্রুপ (Harley Davidson Owners Group) ৷ এরাই প্রতিবছর হগ ব়্যালির আয়োজন করে ৷ এরই অংশ হিসেবে এ বছর নবম সাউদার্ন হগ ব়্যালির আয়োজন করা হয়েছে ৷ সারা দেশের বাইকাররাই অংশ নেন এখানে ৷ একটি বড় সংস্থার বিভিন্ন মহার্ঘ বাইক এক জায়গায় দেখা রোমাঞ্চের চেয়ে কম কিছু নয় ৷ রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত (HOG Rally at RFC) এই ব়্যালিতে অংশ নেওয়া বেশিরভাগ বাইকার ছিলেন, বিভিন্ন কোম্পানিতে কর্মরত ম্যানেজার, সিইও এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ প্রত্যেকেই তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন ৷

আরও পড়ুন: তেরঙা তুললেন রামোজি রাও, স্বাধীনতা উদযাপনে মাতল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি

প্রসঙ্গত, হগ ব়্যালিতে অংশ নিতে হলে চালককে বাইক কেনার পর, এক বছরের জন্য সাত হাজার টাকা রেজিস্ট্রেশন করাতে হয় ৷ যে বাইকার এটি করেন, তাঁকে সদস্যপদের কার্ড দেওয়া হয় ৷ সারা দেশে যে কেউ হার্লে বাইকার হগের সদস্য পদ নিতে পারেন ৷ হার্লে ওনার্স গ্রুপ 2009 সালে শুরু হয়েছিল ৷ এর পর থেকে তারা প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে পাঁচটি ব়্যালির আয়োজন করে ৷ সারা দেশে দক্ষিণ, পূর্ব, উত্তর এবং পশ্চিমে তাদের মোট পাঁচটি হগ ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.