ETV Bharat / bharat

Tiruvannamalai স্ত্রীর সমাধির পাশে নিজের হাতে খোঁড়া কবরেই অন্তিম শয্যায় বৃদ্ধ - এমসি কুপ্পান

নিজের হাতে খোঁড়া কবরেই এক বৃদ্ধকে সমাধিস্থ করা হল ৷ তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভান্নামালাই (Tiruvannamalai) জেলার ভান্নানকুলাম (Vannankulam) গ্রামের ঘটনা ৷ জেনে নিন, কীভাবে ঘটল এই ঘটনা ৷

98 years old dead man buried in a grave dug by himself in Tiruvannamalai
Tiruvannamalai স্ত্রীর সমাধির পাশে নিজের হাতে খোঁড়া কবরেই অন্তিম শয্যায় বৃদ্ধ
author img

By

Published : Aug 26, 2022, 7:14 PM IST

তিরুভান্নামালাই (তামিলনাড়ু), 26 অগস্ট: এক অসামান্য প্রেম আর ভালোবাসার সাক্ষী থাকলেন তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভান্নামালাই (Tiruvannamalai) জেলার ভান্নানকুলাম (Vannankulam) গ্রামের বাসিন্দারা ৷ 98 বছরের এমসি কুপ্পানের (MC Kuppan) অন্তিম ইচ্ছার মর্যাদা দিয়ে তাঁর প্রয়াত স্ত্রীর কবরের পাশেই তাঁকে সমাধিস্থ করা হল ৷ সূত্রের দাবি, স্ত্রীর মৃত্যুর পর তাঁর কবরের পাশে নিজের কবরের জন্য গর্ত খুঁড়ে রেখে গিয়েছিলেন কুপ্পান নিজেই !

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুপ্পানের বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন ৷ যুবা বয়সে কুপ্পান নিজেও বাবার পেশাকেই নিজের পেশা হিসাবে বেছে নেন ৷ 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও লড়াই করেছিলেন তিনি ৷ কুপ্পানের স্ত্রীর নাম ছিল সরথামাল (Sarathammal) ৷ এই দম্পতির এক ছেলে এবং এক মেয়ে ৷ বাবা, ও ঠাকুরদার মতো কুপ্পানের ছেলে প্রভাকরণও সেনায় চাকরি করতেন ৷ বয়সে ভারে তিনি এখন অবসর নিয়েছেন ৷

আরও পড়ুন: তুমি মায়ের মতোই ভালো, জন্মদিনে ফিরে দেখা আলোর দিশারিকে

প্রতিবেশীদের মুখ থেকেই জানা গেল, কুপ্পানের পরিবারের সদস্যদের মধ্য়ে খুব সুন্দর সম্পর্ক ছিল ৷ কিন্তু, সেই সংসারে প্রথম হতাশা আসে 1998 সালে ৷ সেই সময় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কুপ্পানের স্ত্রী সরথামাল ৷ শেষমেশ সেই বছরেরই 10 জুলাই সরথামাল মারা যান ৷ তাঁর মৃত্যুতে শোকে ভেঙে পড়েন কুপ্পান ৷ একইসঙ্গে শুরু হয় মৃত্যুর অপেক্ষা ৷ আসলে তখনই কুপ্পান স্থির করে নিয়েছিলেন, মৃত্যুর পরও স্ত্রীর পাশেই থাকবেন তিনি ! এরপরই এক টুকরো জমি কেনেন কুপ্পান ৷ সেই জমিতে স্ত্রীর মরদেহ সমাধিস্থ করেন তিনি ৷

98 years old dead man buried in a grave dug by himself in Tiruvannamalai
স্ত্রীর কবরের পাশেই কুপ্পানের অন্তিম শয্যা !

এরপর যত দিন কুপ্পান বেঁচে ছিলেন এবং হাঁটাচলা করার মতো অবস্থায় ছিলেন, ততো দিন পর্যন্ত রোজ স্ত্রীর কবরে গিয়ে পুজো করতেন ৷ সেই কবরের ঠিক পাশেই আরও একটি গর্ত খুঁড়েছিলেন কুপ্পান ৷ নিজের হাতে ! তাঁর নির্দেশ ছিল, মৃত্যুর পর যেন তাঁর দেহ এই কবরেই সমাধিস্থ করা হয় ৷

গত 18 অগস্ট 24 বছরের অপেক্ষা শেষ হয় কুপ্পানের ৷ ওই দিনই বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর ৷ কুপ্পানের শেষ ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁর দেহ তাঁর নিজের হাতে খোঁড়া কবরেই সমাধিস্থ করা হয় ৷ যার ঠিক পাশেই রয়েছে কুপ্পানের স্ত্রী সরথামালের কবর !

তিরুভান্নামালাই (তামিলনাড়ু), 26 অগস্ট: এক অসামান্য প্রেম আর ভালোবাসার সাক্ষী থাকলেন তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভান্নামালাই (Tiruvannamalai) জেলার ভান্নানকুলাম (Vannankulam) গ্রামের বাসিন্দারা ৷ 98 বছরের এমসি কুপ্পানের (MC Kuppan) অন্তিম ইচ্ছার মর্যাদা দিয়ে তাঁর প্রয়াত স্ত্রীর কবরের পাশেই তাঁকে সমাধিস্থ করা হল ৷ সূত্রের দাবি, স্ত্রীর মৃত্যুর পর তাঁর কবরের পাশে নিজের কবরের জন্য গর্ত খুঁড়ে রেখে গিয়েছিলেন কুপ্পান নিজেই !

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুপ্পানের বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন ৷ যুবা বয়সে কুপ্পান নিজেও বাবার পেশাকেই নিজের পেশা হিসাবে বেছে নেন ৷ 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও লড়াই করেছিলেন তিনি ৷ কুপ্পানের স্ত্রীর নাম ছিল সরথামাল (Sarathammal) ৷ এই দম্পতির এক ছেলে এবং এক মেয়ে ৷ বাবা, ও ঠাকুরদার মতো কুপ্পানের ছেলে প্রভাকরণও সেনায় চাকরি করতেন ৷ বয়সে ভারে তিনি এখন অবসর নিয়েছেন ৷

আরও পড়ুন: তুমি মায়ের মতোই ভালো, জন্মদিনে ফিরে দেখা আলোর দিশারিকে

প্রতিবেশীদের মুখ থেকেই জানা গেল, কুপ্পানের পরিবারের সদস্যদের মধ্য়ে খুব সুন্দর সম্পর্ক ছিল ৷ কিন্তু, সেই সংসারে প্রথম হতাশা আসে 1998 সালে ৷ সেই সময় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কুপ্পানের স্ত্রী সরথামাল ৷ শেষমেশ সেই বছরেরই 10 জুলাই সরথামাল মারা যান ৷ তাঁর মৃত্যুতে শোকে ভেঙে পড়েন কুপ্পান ৷ একইসঙ্গে শুরু হয় মৃত্যুর অপেক্ষা ৷ আসলে তখনই কুপ্পান স্থির করে নিয়েছিলেন, মৃত্যুর পরও স্ত্রীর পাশেই থাকবেন তিনি ! এরপরই এক টুকরো জমি কেনেন কুপ্পান ৷ সেই জমিতে স্ত্রীর মরদেহ সমাধিস্থ করেন তিনি ৷

98 years old dead man buried in a grave dug by himself in Tiruvannamalai
স্ত্রীর কবরের পাশেই কুপ্পানের অন্তিম শয্যা !

এরপর যত দিন কুপ্পান বেঁচে ছিলেন এবং হাঁটাচলা করার মতো অবস্থায় ছিলেন, ততো দিন পর্যন্ত রোজ স্ত্রীর কবরে গিয়ে পুজো করতেন ৷ সেই কবরের ঠিক পাশেই আরও একটি গর্ত খুঁড়েছিলেন কুপ্পান ৷ নিজের হাতে ! তাঁর নির্দেশ ছিল, মৃত্যুর পর যেন তাঁর দেহ এই কবরেই সমাধিস্থ করা হয় ৷

গত 18 অগস্ট 24 বছরের অপেক্ষা শেষ হয় কুপ্পানের ৷ ওই দিনই বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর ৷ কুপ্পানের শেষ ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁর দেহ তাঁর নিজের হাতে খোঁড়া কবরেই সমাধিস্থ করা হয় ৷ যার ঠিক পাশেই রয়েছে কুপ্পানের স্ত্রী সরথামালের কবর !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.