ETV Bharat / bharat

লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ, 24 ঘণ্টায় আক্রান্ত 89 হাজারের বেশি - corona update in india

দেশে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা ৷ অন্যদিকে এপর্যন্ত দেশে 7 কোটি 30 লাখ 54 হাজার 295 জনকে প্রতিষেধক দেওয়া হয়েছে ৷

89,129 fresh coronavirus cases in India, biggest one-day jump since late September
89,129 fresh coronavirus cases in India, biggest one-day jump since late September
author img

By

Published : Apr 3, 2021, 10:09 AM IST

Updated : Apr 3, 2021, 10:44 AM IST

দিল্লি, 3 এপ্রিল : ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 89 হাজার 129 জন ৷ গত বছরের সেপ্টেম্বর মাসের 20 তারিখে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 92 হাজার 605 ৷ তার আগে দৈনিক আক্রান্তের সংখ্যা 98 হাজারে পৌঁছায় ৷ তারপর ধীরে ধীরে অনেকটাই কমে দৈনিক সংক্রমণ ৷ কিছুদিন আগে থেকে ফের বাড়তে শুরু করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গতকাল আক্রান্ত ছিল 81 হাজার 466 ৷ এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 23 লাখ 92 হাজার 260 জন ৷

কেন্দ্রীয় মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 714 জনের, যা গতকাল ছিল 469 ৷ এনিয়ে এপর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট 1 লাখ 64 হাজার 110 জনের ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 44 হাজার 202 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 15 লাখ 69 হাজার 241 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 58 হাজার 909 ।

আরও পড়ুন : দেশে করোনা আক্রান্ত আরও 81000+, 6 মাসে এটাই সর্বাধিক সংক্রমণ

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 29 লাখ 4 হাজার 76 জন । সুস্থ হয়ে উঠেছে 24 লাখ 57 হাজার 494 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 29 হাজার 890 জন । সুস্থ হয়ে উঠেছে 10 লাখ 98 হাজার 526 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 10 লাখ 6 হাজার 229 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 59 হাজার 400 জন ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে শুক্রবারে মোট 10 লাখ 46 হাজার 605 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 24 কোটি 69 লাখ 59 হাজার 192 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দিল্লি, 3 এপ্রিল : ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 89 হাজার 129 জন ৷ গত বছরের সেপ্টেম্বর মাসের 20 তারিখে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 92 হাজার 605 ৷ তার আগে দৈনিক আক্রান্তের সংখ্যা 98 হাজারে পৌঁছায় ৷ তারপর ধীরে ধীরে অনেকটাই কমে দৈনিক সংক্রমণ ৷ কিছুদিন আগে থেকে ফের বাড়তে শুরু করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গতকাল আক্রান্ত ছিল 81 হাজার 466 ৷ এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 23 লাখ 92 হাজার 260 জন ৷

কেন্দ্রীয় মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 714 জনের, যা গতকাল ছিল 469 ৷ এনিয়ে এপর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট 1 লাখ 64 হাজার 110 জনের ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 44 হাজার 202 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 15 লাখ 69 হাজার 241 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 58 হাজার 909 ।

আরও পড়ুন : দেশে করোনা আক্রান্ত আরও 81000+, 6 মাসে এটাই সর্বাধিক সংক্রমণ

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 29 লাখ 4 হাজার 76 জন । সুস্থ হয়ে উঠেছে 24 লাখ 57 হাজার 494 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 29 হাজার 890 জন । সুস্থ হয়ে উঠেছে 10 লাখ 98 হাজার 526 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 10 লাখ 6 হাজার 229 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 59 হাজার 400 জন ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে শুক্রবারে মোট 10 লাখ 46 হাজার 605 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 24 কোটি 69 লাখ 59 হাজার 192 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

Last Updated : Apr 3, 2021, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.