ETV Bharat / bharat

মুম্বই পুলিশের কমিশনারের দায়িত্ব নিয়ে 86 অফিসারকে বদলি হেমন্ত নাগরালের - মুম্বই পুলিশ কমিশনার

নয়া কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েই মুম্বই পুলিশের 86 জন অফিসারকে বদলি করলেন হেমন্ত নাগরালে ৷ যার মধ্যে আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক রাখার ঘটনায় গ্রেফতার হওয়া অফিসার সচিন ওয়াজ়ের সহকর্মীরাও রয়েছেন ৷

86 police officers have been transferred after hemant nagrale take charge as mumbai police commissioner
মুম্বই পুলিশের কমিশনারের দায়িত্ব নিয়ে 86 অফিসারকে বদলি হেমন্ত নাগরালের
author img

By

Published : Mar 24, 2021, 5:06 PM IST

মুম্বই, 24 মার্চ : মুম্বই পুলিশের কমিশনার পদের দায়িত্ব নিয়েই শোরগোল ফেলে দিলেন হেমন্ত নাগরালে ৷ প্রথমদিনেই 86 জন পুলিশ আধিকারিকের বদলি করালেন তিনি ৷ সেই অফিসারদের তালিকায় রয়েছে মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখায় অভিযুক্ত অফিসার সচিন ওয়াজ়ের প্রাক্তন সহকর্মীরা ৷ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সচিন ওয়াজ়ে মামলায় তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেছিল ৷

জানা গিয়েছে, গতকাল দায়িত্ব নিয়েই এই 86 জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দেন হেমন্ত নাগরালে ৷ মঙ্গলবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রসচিব অনিল দেশমুখ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার পরেই, সন্ধ্যায় এই বদলির নির্দেশিকা জারি করা হয় ৷ বরখাস্ত হওয়া মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং, অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনার পর এটাই প্রথম মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ৷

মুকেশ আম্বানির বাড়ির সামনে গাড়িতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অফিসারদের বদলি, মুম্বই পুলিশের তরফে এখনও পর্যন্ত নেওয়া শেষ পদক্ষেপ ৷ প্রসঙ্গত, গত 25 ফেব্রুয়ারি আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই কার্যত নড়ে গিয়েছিল মহারাষ্ট্রের জোট সরকার এবং সেই সঙ্গে মুম্বই পুলিশ ৷ যারপরেই মুম্বইয়ের পুলিশ কমিশনার পদ থেকে পরমবীর সিংকে সরিয়ে দেওয়া হয় ৷ গতকালই তাঁর জায়গায় নয়া কমিশনার হিসেবে দায়িত্ব নেন হেমন্ত নাগরালে ৷

আরও পড়ুন : মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মাসে 100 কোটি তোলাবাজির অভিযোগ

দায়িত্ব নিয়েই সচিন ওয়াজ়ের সহকর্মী তথা অপরাধ বিশেষজ্ঞ বিভাগের সাব ইনসপেক্টর রিয়াজ়উদ্দিন কাজ়িকে বদলি করে দেওয়া হয় ৷ তাঁকে লোকাল আর্মড ইউনিটে পাঠানো হয়েছে ৷ যা কার্যত অনেক কম গুরুত্বপূর্ণ বিভাগ ৷ এছাড়াও আরেক অফিসার প্রকাশ হোয়াল, যাঁকে এনআইএ জিজ্ঞাসাবাদ করেছিল ৷ সেই অফিসারকে মালাবার হিল থানায় বদলি করা হয়েছে ৷

মুম্বই, 24 মার্চ : মুম্বই পুলিশের কমিশনার পদের দায়িত্ব নিয়েই শোরগোল ফেলে দিলেন হেমন্ত নাগরালে ৷ প্রথমদিনেই 86 জন পুলিশ আধিকারিকের বদলি করালেন তিনি ৷ সেই অফিসারদের তালিকায় রয়েছে মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখায় অভিযুক্ত অফিসার সচিন ওয়াজ়ের প্রাক্তন সহকর্মীরা ৷ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সচিন ওয়াজ়ে মামলায় তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেছিল ৷

জানা গিয়েছে, গতকাল দায়িত্ব নিয়েই এই 86 জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দেন হেমন্ত নাগরালে ৷ মঙ্গলবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রসচিব অনিল দেশমুখ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার পরেই, সন্ধ্যায় এই বদলির নির্দেশিকা জারি করা হয় ৷ বরখাস্ত হওয়া মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং, অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনার পর এটাই প্রথম মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ৷

মুকেশ আম্বানির বাড়ির সামনে গাড়িতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অফিসারদের বদলি, মুম্বই পুলিশের তরফে এখনও পর্যন্ত নেওয়া শেষ পদক্ষেপ ৷ প্রসঙ্গত, গত 25 ফেব্রুয়ারি আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই কার্যত নড়ে গিয়েছিল মহারাষ্ট্রের জোট সরকার এবং সেই সঙ্গে মুম্বই পুলিশ ৷ যারপরেই মুম্বইয়ের পুলিশ কমিশনার পদ থেকে পরমবীর সিংকে সরিয়ে দেওয়া হয় ৷ গতকালই তাঁর জায়গায় নয়া কমিশনার হিসেবে দায়িত্ব নেন হেমন্ত নাগরালে ৷

আরও পড়ুন : মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মাসে 100 কোটি তোলাবাজির অভিযোগ

দায়িত্ব নিয়েই সচিন ওয়াজ়ের সহকর্মী তথা অপরাধ বিশেষজ্ঞ বিভাগের সাব ইনসপেক্টর রিয়াজ়উদ্দিন কাজ়িকে বদলি করে দেওয়া হয় ৷ তাঁকে লোকাল আর্মড ইউনিটে পাঠানো হয়েছে ৷ যা কার্যত অনেক কম গুরুত্বপূর্ণ বিভাগ ৷ এছাড়াও আরেক অফিসার প্রকাশ হোয়াল, যাঁকে এনআইএ জিজ্ঞাসাবাদ করেছিল ৷ সেই অফিসারকে মালাবার হিল থানায় বদলি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.