ETV Bharat / bharat

Jaipur Arrest জয়পুরে ফার্ম হাউসে পুলিশি অভিযান, গ্রেফতার 13 মহিলা সহ 84 - 84 People Arrested from a Farm House

জয়পুর পুলিশ একটি ফার্ম হাউসের অভিযান চালায়। ঘটনাস্থল থেকে 13 মহিলা সহ 84 জনকে গ্রেফতার করেছে পুলিশ 84 People Arrested from a Farm House) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 22, 2022, 8:57 AM IST

Updated : Aug 22, 2022, 1:18 PM IST

জয়পুর, 22 অগস্ট: জয়পুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল অভিযান চালিয়ে একটি ফার্ম হাউসে জুয়ার আসর থেকে 13 মহিলা-সহ মোট 84 জনকে গ্রেফতার করেছে (84 People Arrested from a Jaipur Farm House) ৷ রবিবার জয়সিংপুরা খোর থানার সাহিপুরায় একটি ফার্মহাউস থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া উদ্ধার হয়েছে 9টি হুক্কা, 100 টিরও বেশি মদের বোতল এবং 23 লাখ 71 হাজার 408 টাকা ৷

ধৃতদের মধ্যে রয়েছেন কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর অঞ্জয়া, বেঙ্গালুরুর এর সরকারি আধিকারিক এবং অধ্যাপক কে এল রমেশ-সহ অন্যান্যরা । অভিযুক্তরা তেলেঙ্গানা, হরিয়ানা, পঞ্জাব, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তল্লাশি অভিযান চালায় জয়সিংহপুরা পুলিশ এবং সিএসটি টিম ।

জয়পুরে ফার্ম হাউস থেকে গ্রেফতার 13 জন মহিলা-সহ 84 জন

আরও পড়ুন: প্রোমোটিং ঘিরে এলাকায় উত্তেজনা, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ

অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) অজয় ​​পাল লাম্বা জানিয়েছেন, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে পার্টিটি একটি সভার পরে শুরু হয়েছিল । বাইরে থেকে যারা এসেছিল তাদের একটি আলাদা জায়গা থাকতে দেওয়া হয়েছিল । সেখানে নেশার উপকরণও মজুত ছিল ৷ এমনকী ক্যাসিনোর মতো পরিষেবার প্রস্তাব দেওয়াও হয়েছিল ।

প্রধান অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে ৷ এদের মধ্যে মূল অভিযুক্ত দিল্লির নরেশ মালহোত্রা নামে এক ব্যক্তি এবং তার ছেলে ৷ সেইসঙ্গে জয়পুরের বাসিন্দা মোহিত সোনি, যিনি সাহিপুরা রিসর্টের রক্ষণাবেক্ষণ করেন ৷ মনীশ শর্মা, যিনি মিরাটের বাসিন্দা এবং অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব নিয়েছিলেন ৷ তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে অতিথিরা পার্টিতে যোগ দিয়েছিলেন, তাদের প্রত্যেকে 2 থেকে 3 লাখ টাকা দিয়েছিল ।

জয়পুর, 22 অগস্ট: জয়পুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল অভিযান চালিয়ে একটি ফার্ম হাউসে জুয়ার আসর থেকে 13 মহিলা-সহ মোট 84 জনকে গ্রেফতার করেছে (84 People Arrested from a Jaipur Farm House) ৷ রবিবার জয়সিংপুরা খোর থানার সাহিপুরায় একটি ফার্মহাউস থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া উদ্ধার হয়েছে 9টি হুক্কা, 100 টিরও বেশি মদের বোতল এবং 23 লাখ 71 হাজার 408 টাকা ৷

ধৃতদের মধ্যে রয়েছেন কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর অঞ্জয়া, বেঙ্গালুরুর এর সরকারি আধিকারিক এবং অধ্যাপক কে এল রমেশ-সহ অন্যান্যরা । অভিযুক্তরা তেলেঙ্গানা, হরিয়ানা, পঞ্জাব, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তল্লাশি অভিযান চালায় জয়সিংহপুরা পুলিশ এবং সিএসটি টিম ।

জয়পুরে ফার্ম হাউস থেকে গ্রেফতার 13 জন মহিলা-সহ 84 জন

আরও পড়ুন: প্রোমোটিং ঘিরে এলাকায় উত্তেজনা, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ

অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) অজয় ​​পাল লাম্বা জানিয়েছেন, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে পার্টিটি একটি সভার পরে শুরু হয়েছিল । বাইরে থেকে যারা এসেছিল তাদের একটি আলাদা জায়গা থাকতে দেওয়া হয়েছিল । সেখানে নেশার উপকরণও মজুত ছিল ৷ এমনকী ক্যাসিনোর মতো পরিষেবার প্রস্তাব দেওয়াও হয়েছিল ।

প্রধান অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে ৷ এদের মধ্যে মূল অভিযুক্ত দিল্লির নরেশ মালহোত্রা নামে এক ব্যক্তি এবং তার ছেলে ৷ সেইসঙ্গে জয়পুরের বাসিন্দা মোহিত সোনি, যিনি সাহিপুরা রিসর্টের রক্ষণাবেক্ষণ করেন ৷ মনীশ শর্মা, যিনি মিরাটের বাসিন্দা এবং অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব নিয়েছিলেন ৷ তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে অতিথিরা পার্টিতে যোগ দিয়েছিলেন, তাদের প্রত্যেকে 2 থেকে 3 লাখ টাকা দিয়েছিল ।

Last Updated : Aug 22, 2022, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.