ETV Bharat / bharat

Jaipur Arrest জয়পুরে ফার্ম হাউসে পুলিশি অভিযান, গ্রেফতার 13 মহিলা সহ 84

জয়পুর পুলিশ একটি ফার্ম হাউসের অভিযান চালায়। ঘটনাস্থল থেকে 13 মহিলা সহ 84 জনকে গ্রেফতার করেছে পুলিশ 84 People Arrested from a Farm House) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 22, 2022, 8:57 AM IST

Updated : Aug 22, 2022, 1:18 PM IST

জয়পুর, 22 অগস্ট: জয়পুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল অভিযান চালিয়ে একটি ফার্ম হাউসে জুয়ার আসর থেকে 13 মহিলা-সহ মোট 84 জনকে গ্রেফতার করেছে (84 People Arrested from a Jaipur Farm House) ৷ রবিবার জয়সিংপুরা খোর থানার সাহিপুরায় একটি ফার্মহাউস থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া উদ্ধার হয়েছে 9টি হুক্কা, 100 টিরও বেশি মদের বোতল এবং 23 লাখ 71 হাজার 408 টাকা ৷

ধৃতদের মধ্যে রয়েছেন কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর অঞ্জয়া, বেঙ্গালুরুর এর সরকারি আধিকারিক এবং অধ্যাপক কে এল রমেশ-সহ অন্যান্যরা । অভিযুক্তরা তেলেঙ্গানা, হরিয়ানা, পঞ্জাব, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তল্লাশি অভিযান চালায় জয়সিংহপুরা পুলিশ এবং সিএসটি টিম ।

জয়পুরে ফার্ম হাউস থেকে গ্রেফতার 13 জন মহিলা-সহ 84 জন

আরও পড়ুন: প্রোমোটিং ঘিরে এলাকায় উত্তেজনা, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ

অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) অজয় ​​পাল লাম্বা জানিয়েছেন, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে পার্টিটি একটি সভার পরে শুরু হয়েছিল । বাইরে থেকে যারা এসেছিল তাদের একটি আলাদা জায়গা থাকতে দেওয়া হয়েছিল । সেখানে নেশার উপকরণও মজুত ছিল ৷ এমনকী ক্যাসিনোর মতো পরিষেবার প্রস্তাব দেওয়াও হয়েছিল ।

প্রধান অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে ৷ এদের মধ্যে মূল অভিযুক্ত দিল্লির নরেশ মালহোত্রা নামে এক ব্যক্তি এবং তার ছেলে ৷ সেইসঙ্গে জয়পুরের বাসিন্দা মোহিত সোনি, যিনি সাহিপুরা রিসর্টের রক্ষণাবেক্ষণ করেন ৷ মনীশ শর্মা, যিনি মিরাটের বাসিন্দা এবং অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব নিয়েছিলেন ৷ তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে অতিথিরা পার্টিতে যোগ দিয়েছিলেন, তাদের প্রত্যেকে 2 থেকে 3 লাখ টাকা দিয়েছিল ।

জয়পুর, 22 অগস্ট: জয়পুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল অভিযান চালিয়ে একটি ফার্ম হাউসে জুয়ার আসর থেকে 13 মহিলা-সহ মোট 84 জনকে গ্রেফতার করেছে (84 People Arrested from a Jaipur Farm House) ৷ রবিবার জয়সিংপুরা খোর থানার সাহিপুরায় একটি ফার্মহাউস থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া উদ্ধার হয়েছে 9টি হুক্কা, 100 টিরও বেশি মদের বোতল এবং 23 লাখ 71 হাজার 408 টাকা ৷

ধৃতদের মধ্যে রয়েছেন কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর অঞ্জয়া, বেঙ্গালুরুর এর সরকারি আধিকারিক এবং অধ্যাপক কে এল রমেশ-সহ অন্যান্যরা । অভিযুক্তরা তেলেঙ্গানা, হরিয়ানা, পঞ্জাব, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তল্লাশি অভিযান চালায় জয়সিংহপুরা পুলিশ এবং সিএসটি টিম ।

জয়পুরে ফার্ম হাউস থেকে গ্রেফতার 13 জন মহিলা-সহ 84 জন

আরও পড়ুন: প্রোমোটিং ঘিরে এলাকায় উত্তেজনা, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ

অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) অজয় ​​পাল লাম্বা জানিয়েছেন, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে পার্টিটি একটি সভার পরে শুরু হয়েছিল । বাইরে থেকে যারা এসেছিল তাদের একটি আলাদা জায়গা থাকতে দেওয়া হয়েছিল । সেখানে নেশার উপকরণও মজুত ছিল ৷ এমনকী ক্যাসিনোর মতো পরিষেবার প্রস্তাব দেওয়াও হয়েছিল ।

প্রধান অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে ৷ এদের মধ্যে মূল অভিযুক্ত দিল্লির নরেশ মালহোত্রা নামে এক ব্যক্তি এবং তার ছেলে ৷ সেইসঙ্গে জয়পুরের বাসিন্দা মোহিত সোনি, যিনি সাহিপুরা রিসর্টের রক্ষণাবেক্ষণ করেন ৷ মনীশ শর্মা, যিনি মিরাটের বাসিন্দা এবং অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব নিয়েছিলেন ৷ তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে অতিথিরা পার্টিতে যোগ দিয়েছিলেন, তাদের প্রত্যেকে 2 থেকে 3 লাখ টাকা দিয়েছিল ।

Last Updated : Aug 22, 2022, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.