ETV Bharat / bharat

Illicit liquor Death: গুজরাতে বিষমদে অন্তত 8 জনের মৃত্যুর আশঙ্কা - 8 people died in Gujrat after drinking Illicit liquo

এবার গুজরাতে বিষমদ খেয়ে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা ৷ আরও বেশ কয়েক জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি (8 people died in Gujrat after drinking Illicit liquor )৷

8 feared death due to drinking Illicit liquor in Botad
ষমদ খেয়ে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা
author img

By

Published : Jul 25, 2022, 9:09 PM IST

ভাবনগর, 25 জুলাই: এবার গুজরাতে বিষমদ খেয়ে প্রাণ গেল বেশ কয়েকজনের ৷ অন্তত 8 জনের প্রাণ গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ পাশপাশি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 10 জন ৷ জানা গিয়েছে এই 8 জনের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে ঢানঢুকায় ৷ আর বাকি দু'জনের প্রাণ গিয়েছে বোতাদের হাসপাতালে (6 people died in Dhandhuka and two in Botad Hospital) ৷

সূত্রের দাবি বোতাদ জেলার একটি গ্রামে বিষমদ খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ৷ মোট 10 জনকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ তাছাড়া ভাবনগর থেকে চিকিৎসকদের একটি দলকেও ওই গ্রামে পাঠানো হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন: পার্থকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই ! জানিয়ে দিল ভুবনেশ্বর এইমস

মাত্র কয়েকদিন আগে বিষমদ খেয়ে বেশ কয়েকজনের প্রাণ যায় হাওড়ায় ৷ এর আগে এ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনাতেও একই ঘটনা ঘটেছে ৷ অনেকেই মনে করেন প্রশাসনের নজরদারির অভাবেই এ ধরনের ঘটনা ঘটে ৷ হাওড়ার ঘটনার পর রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছিল বিজেপ-সহ বিরোধী দলগুলি !

ভাবনগর, 25 জুলাই: এবার গুজরাতে বিষমদ খেয়ে প্রাণ গেল বেশ কয়েকজনের ৷ অন্তত 8 জনের প্রাণ গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ পাশপাশি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 10 জন ৷ জানা গিয়েছে এই 8 জনের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে ঢানঢুকায় ৷ আর বাকি দু'জনের প্রাণ গিয়েছে বোতাদের হাসপাতালে (6 people died in Dhandhuka and two in Botad Hospital) ৷

সূত্রের দাবি বোতাদ জেলার একটি গ্রামে বিষমদ খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ৷ মোট 10 জনকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ তাছাড়া ভাবনগর থেকে চিকিৎসকদের একটি দলকেও ওই গ্রামে পাঠানো হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন: পার্থকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই ! জানিয়ে দিল ভুবনেশ্বর এইমস

মাত্র কয়েকদিন আগে বিষমদ খেয়ে বেশ কয়েকজনের প্রাণ যায় হাওড়ায় ৷ এর আগে এ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনাতেও একই ঘটনা ঘটেছে ৷ অনেকেই মনে করেন প্রশাসনের নজরদারির অভাবেই এ ধরনের ঘটনা ঘটে ৷ হাওড়ার ঘটনার পর রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছিল বিজেপ-সহ বিরোধী দলগুলি !

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.