ETV Bharat / bharat

Mehul Choksi News : মেহুলকে ছাড়াই ডমিনিকা থেকে দেশে ফিরছে আট সদস্যের দল - হিবিয়াস করপাস মামলা

অ্যান্টিগা থেকে পালিয়ে ডমিনিকায় ধরা পড়ে পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ তার নাগরিকত্ব নিয়ে শুরু হয়েছিল আইনি লড়াই ৷ তাকে দেশে ফিরিয়ে আনতে আট-সদস্যের একটি দল গিয়েছিল ডমিনিকা ৷ কিন্তু আজ রাতে মেহুলকে ছাড়াই ফিরতে হচ্ছে সেই দলকে ৷

পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি
পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি
author img

By

Published : Jun 4, 2021, 1:59 PM IST

নয়াদিল্লি, 4 জুন : মেহুল চোক্সিকে (Mehul Choksi) ছাড়াই ফিরে আসছে সিবিআই-সহ আট সদস্যের দল ৷ ডমিনিকা হাইকোর্ট মেহুলের হিবিয়াস করপাস মামলায় জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে ৷ আপাত জুলাই পর্যন্ত সেখানেই জেলে থাকবে হিরে ব্যবসায়ী ৷ আজ রাত এগারোটা নাগাদ বিশেষ দলটি দিল্লি পৌঁছাবে ৷

আট সদস্যের এই দলে ইডি-র আধিকারিক-সহ সিবিআইয়ের ব্যাঙ্ক সিকিউরিটিস অ্যান্ড ফ্রডস (মুম্বই)-এর প্রধান রয়েছেন ৷ এঁরা সবাই ডমিনিকায় সরকারের পক্ষের আইনজীবীকে আইনি সাহায্য করতে গিয়েছিলেন ৷

সূত্রের খবর, "চোক্সি ডমিনিকার নাগরিক নয়, তাই ওই দ্বীপে সে কোনও মৌলিক অধিকার দাবি করতে পারে না ৷"

আরও পড়ুন : মেহুল চোক্সিকে ভারতে ফেরাতে চলবে সবরকম চেষ্টা, জানাল বিদেশমন্ত্রক

যদিও এর প্রত্যুত্তরে ডমিনিকা সরকার জানিয়েছে, ডমিনিকা তার মক্কেলকে এই ভাবে ভারতে ফেরত পাঠাতে পারে না, কারণ বর্তমানে সে অ্যান্টিগার নাগরিক ৷

বৃহস্পতিবার ক্যারিবিয়ান দ্বীপের কোর্টে চোক্সি দাবি করে যে সে পালিয়ে আসেনি, তাঁকে অপহরণ করে আনা হয়েছে ৷ এ কথা শুনেও জামিনের আবেদন খারিজ করে দেয় ডমিনিকার আদালত ৷

ভারত সরকার এই জামিনের বিরোধিতা করে জানায় মেহুল চোক্সি ভারতের একটি ব্যাঙ্ক থেকে 13,500 কোটি টাকা তছরূপ করে পালিয়ে গিয়েছে ৷ তার বিরুদ্ধে ইন্টারপোল নোটিস জারি করেছে ৷

2018 সালের জানুয়ারি মাস থেকে মেহুল ভারত থেকে পালিয়ে অ্যান্টিগায় রয়েছে সেখানকার নাগরিক হয়ে ৷

নয়াদিল্লি, 4 জুন : মেহুল চোক্সিকে (Mehul Choksi) ছাড়াই ফিরে আসছে সিবিআই-সহ আট সদস্যের দল ৷ ডমিনিকা হাইকোর্ট মেহুলের হিবিয়াস করপাস মামলায় জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে ৷ আপাত জুলাই পর্যন্ত সেখানেই জেলে থাকবে হিরে ব্যবসায়ী ৷ আজ রাত এগারোটা নাগাদ বিশেষ দলটি দিল্লি পৌঁছাবে ৷

আট সদস্যের এই দলে ইডি-র আধিকারিক-সহ সিবিআইয়ের ব্যাঙ্ক সিকিউরিটিস অ্যান্ড ফ্রডস (মুম্বই)-এর প্রধান রয়েছেন ৷ এঁরা সবাই ডমিনিকায় সরকারের পক্ষের আইনজীবীকে আইনি সাহায্য করতে গিয়েছিলেন ৷

সূত্রের খবর, "চোক্সি ডমিনিকার নাগরিক নয়, তাই ওই দ্বীপে সে কোনও মৌলিক অধিকার দাবি করতে পারে না ৷"

আরও পড়ুন : মেহুল চোক্সিকে ভারতে ফেরাতে চলবে সবরকম চেষ্টা, জানাল বিদেশমন্ত্রক

যদিও এর প্রত্যুত্তরে ডমিনিকা সরকার জানিয়েছে, ডমিনিকা তার মক্কেলকে এই ভাবে ভারতে ফেরত পাঠাতে পারে না, কারণ বর্তমানে সে অ্যান্টিগার নাগরিক ৷

বৃহস্পতিবার ক্যারিবিয়ান দ্বীপের কোর্টে চোক্সি দাবি করে যে সে পালিয়ে আসেনি, তাঁকে অপহরণ করে আনা হয়েছে ৷ এ কথা শুনেও জামিনের আবেদন খারিজ করে দেয় ডমিনিকার আদালত ৷

ভারত সরকার এই জামিনের বিরোধিতা করে জানায় মেহুল চোক্সি ভারতের একটি ব্যাঙ্ক থেকে 13,500 কোটি টাকা তছরূপ করে পালিয়ে গিয়েছে ৷ তার বিরুদ্ধে ইন্টারপোল নোটিস জারি করেছে ৷

2018 সালের জানুয়ারি মাস থেকে মেহুল ভারত থেকে পালিয়ে অ্যান্টিগায় রয়েছে সেখানকার নাগরিক হয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.