নয়া দিল্লি, 25 জুলাই : অলিম্পিকসে অংশগ্রহণকারী সব খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শুরু করলেন "মন কি বাত" ৷
অলিম্পিকস
অলিম্পিকসে খেলোয়াড়দের ভারতের তেরঙ্গা পতাকা হাতে হাঁটতে দেখে, শুধু আমি নই, পুরো দেশ রোমাঞ্চিত হয়েছে ৷ যেন পুরো দেশ এক হয়ে নিজেদের যোদ্ধাদের বলল, "বিজয়ী ভব" ৷ যখন এঁরা ভারত থেকে টোকিয়ো যান, তার আগে তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার ৷ এই খেলোয়াড়রা জীবনের অনেক চ্যালেঞ্জ পার করে এখানে এসে পৌঁছেছেন ৷ আজ তাঁদের কাছে আপনাদের সমর্থন রয়েছে ৷ দেশবাসীকে তাঁদের সমর্থন জানিয়ে তাঁদের সাহস বাড়াতে হবে ৷ এই উদ্দেশ্যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় "ভিক্টরি পাঞ্চ ক্যাম্পেন" ('Victory Punch Campaign') শুরু হয়েছে ৷ সেখানে নিজের দলের পক্ষে প্রত্যেকে "ভিক্টরি পাঞ্চ" শেয়ার করতে পারেন ৷ দেশের জন্য চিয়ার করুন ৷ দেশভক্তির এই ভাবনা আমাদের সবাইকে একসঙ্গে জুড়ে দেয় ৷
কার্গিল বিজয় দিবস
আগামিকাল, 26 জুলাই "কার্গিল বিজয় দিবস" ৷ এই যুদ্ধ ভারতীয় সেনার সাহস আর সংযমের প্রতীক, যা পুরো দুনিয়া দেখেছে ৷ এবার অমৃত মহোৎসবে উদযাপিত হবে এই বিজয় দিবস ৷ তাই এটা বিশেষ গুরুত্বপূর্ণ ৷ আমি চাই, আপনারা সকলে কার্গিল রোমাঞ্চকর কাহিনি অবশ্যই পড়ুন ৷ কার্গিলের বীরদের সবাই প্রণাম জানান ৷
15 অগস্ট, স্বাধীনতা দিবস
এ বছর দেশ স্বাধীনতার 75 বছরে পা রাখল ৷ আমাদের সৌভাগ্য যে কয়েক শতক ধরে যে স্বাধীনতার জন্য অপেক্ষা করতে হয়েছে, আমরা তার সাক্ষী ৷ এই উপলক্ষ্যে 12 মার্চ বাপুর (মহাত্মা গান্ধি) সবরমতী আশ্রম থেকে অমৃত মহোৎসবের সূচনা হয়েছিল ৷ এই দিনে গান্ধিজির ডাণ্ডি অভিযানকে পুনরায় উজ্জীবিত করা হয়েছিল ৷ জম্মু-কাশ্মীর থেকে পুরী, গুজরাত থেকে পূর্ব ভারত পর্যন্ত, সারা দেশে অমৃত মহোৎসবের সঙ্গে জড়িত কার্যক্রম চলছে ৷ এর ফলে বহু স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা, অজানা ঘটনা সম্পর্কে মানুষ জানতে পারছেন ৷
মণিপুরের মোরিয়াং (Moriang) ৷ মণিপুরের ছোট এলাকা ৷ কখনও সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, মানে আইএনএ-র একটা অন্যতম প্রধান ঠিকানা ছিল এটা ৷ স্বাধীনতার আগে শৌকত মালিক (Shaukat Malik) এখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ৷ অমৃত মহোৎসবে 14 এপ্রিল ওই মোরিয়াংয়ে ফের তেরঙ্গা ওড়ানো হয়েছিল ৷ এই উৎসবে বহু না-জানা স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে, ঘটনার বিষয়ে জানা যাবে ৷ সরকার আর সামাজিক সংগঠনও লাগাতার এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে ৷
15 অগস্ট জাতীয় সঙ্গীত নিয়ে সেরকমই বিশেষ একটা কর্মসূচির চিন্তা করা হয়েছে ৷ আরও বেশি ভারতবাসীকে জাতীয় সঙ্গীত গাইতে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক মন্ত্রকের উদ্যোগে একটা নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এর জন্য একটা ওয়েবসাইট বানানো হয়েছে, RASHTRAGAAN.IN ৷ এই ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ নিজে জাতীয় সঙ্গীত গেয়ে রেকর্ড করে তা এখানে আপলোড করতে পারেন ৷ এরকম আরও বহু প্রচেষ্টা দেখা যাবে ভবিষ্যতে ৷ অমৃত মহোৎসব কোনও সরকারের একার উৎসব নয়, এটা কোটি কোটি ভারতবাসীর ৷ এই উৎসবের উদ্দেশ্য আমাদের স্বাধীনতা সংগ্রামীদের পথ অনুসরণ করে চলা ৷ তাঁদের স্বপ্নের দেশ বানানো ৷ স্বাধীনতা অর্জনের জন্য বিপ্লবীরা যেমন একজোট হয়েছিলেন, সেরকম দেশের বিকাশের জন্য আমাদের একজোট হতে হবে ৷ আমাদের দেশের জন্য বাঁচতে হবে, কাজ করতে হবে ৷ এতে ছোট ছোট কাজেও বড় ফল পাওয়া যাবে ৷ কাজ করতে করতেই আমরা রাষ্ট্র তৈরি করতে পারি ৷ যেমন "ভোকাল ফর লোকাল" ৷
7 অগস্ট ন্য়াশনাল হ্যান্ডলুম ডে
এর সঙ্গে বিশাল একটা ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িয়ে রয়েছে ৷ 1905-এ এই দিনে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল ৷ আমাদের দেশে গ্রামে, আদিবাসী এলাকায় হ্যান্ডলুম একটা বড় রোজগারের উপায় ৷ এর সঙ্গে লক্ষ লক্ষ মহিলা, তাঁতি, শিল্পী যুক্ত ৷ আপনি কিছু না কিছু কিনুন, আর অন্য়দেরও কিনতে বলুন ৷ স্বাধীনতার 75 বছরে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ৷
2014-র পর থেকে মন কি বাত-এ আমি প্রায়ই খাদির কথা বলে এসেছি ৷ আপনাদের চেষ্টাতেই দেশে খাদির বিক্রি কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছে ৷ কেউ কি কোনও দিন ভেবেছিল, খাদির একটা দোকান থেকে একদিন 1 কোটিরও বেশি বিক্রি হতে পারে ? এটা আপনারাই করে দেখিয়েছেন ৷ আপনি যখনই খাদির কিছু কেনেন, তখন তার লাভ গরিব তাঁতি, শিল্পীদের কাছে পৌঁছায় ৷ তাই খাদি কেনা, একদিক থেকে জনসেবা, আর দেশসেবাও ৷ গ্রামের তৈরি এই হ্যান্ডলুম জিনিস কিনে #MYHANDLOOMMYPRIDE দিয়ে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে দিন ৷
ভারত ছাড়ো আন্দোলন
স্বাধীনতা আর খাদির কথা উঠলে মহাত্মা গান্ধির কথা মনে আসা স্বাভাবিক ৷ তেমনই প্রত্যেক দেশবাসীকে ভারত জোড়ো আন্দোলন (United India Movement) করতে হবে ৷ নানাবিধ কাজের মধ্যে দিয়ে ভারতকে জুড়তে সাহায্য় করে, এমন কাজ করতে হবে ৷ অমৃত মহোৎসবে এই অমৃত সংকল্প নেওয়া যাক দেশই সবচেয়ে বড় আস্থা, অগ্রাধিকার, "Nation First, Always First" ৷ এই মন্ত্র নিয়েই এগিয়ে যেতে হবে ৷ মানে ভারতের যুবশক্তি মন কি বাত-কে দিশা দেখাচ্ছে ৷ এটা খুব ভাল সংকেত ৷