ETV Bharat / bharat

দিল্লিতে কোরোনা মোকাবিলায় নিযুক্ত আধাসেনার চিকিৎসক ও প্যারামেডিকরা

author img

By

Published : Nov 16, 2020, 7:54 PM IST

দিল্লিতে কোরোনা পরিস্থিতি এড়াতে 75 জন চিকিৎসক ও 350 জন প্যারামেডিক আনা হবে । ইতিমধ্যেই এ বিষয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

75 paramilitary doctors, 350 paramedics heading to Delhi to treat COVID-19 situation
75 paramilitary doctors, 350 paramedics heading to Delhi to treat COVID-19 situation

দিল্লি, 16 নভেম্বর : কোরোনা পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য আরও চিকিৎসক নিয়োগ করা হচ্ছে । এ সম্পর্কে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, "আগামী কয়েকদিনে দিল্লিতে আরও চিকিৎসকের প্রয়োজন । কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চিকিৎসকদের নিয়োগ করা হচ্ছে । কমপক্ষে 75 জন অতিরিক্ত চিকিৎসক এবং 350 জন প্যারামেডিককে ইতিমধ্যেই প্রয়োজন । দেশের বিভিন্ন প্রান্ত থেকে 75 জন চিকিৎসককে দিল্লিতে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আনা হবে ।"

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোরোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের একদিন পরে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে । নিযুক্ত চিকিৎসকরা বিভিন্ন আধাসামরিক বাহিনী যেমন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ(ITBP), সশস্ত্র সীমা বল(SSB), অসম রাইফেলস, সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স(CRPF) অন্তর্ভুক্ত । বিভিন্ন আধাসামরিক বাহিনীতে ইতিমধ্যেই জরুরি বার্তা পাঠানো হয়েছে । পেশাদার চিকিৎসকের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানা গেছে, 75 জন চিকিৎসক আগামী কিছু দিনের মধ্যেই এখানে আসবেন । বিভিন্ন বাহিনী ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে । দিল্লিতে নিয়ে আসার জন্য নাম নথিভুক্ত করাও হয়ে গেছে । রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও বিভিন্ন জায়গায় তাঁদের মোতায়েন করা হবে । আরও কিছু দিনের মধ্যে ছত্রপুরের 10 হাজার শয্যা বিশিষ্ট সর্দার পাটেল কোভিড হাসপাতালে মোতায়েন করা হবে ।

উত্তর-পূর্ব ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন জলন্ধর, শিমলা, লখনউ থেকে প্রায় সাড়ে তিনশো অতিরিক্ত প্যারামেডিক দিল্লিতে এসে পৌঁছাবেন । ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বিশ্বের বৃহত্তম কোভিড হাসপাতাল তদারকির দায়িত্বে রয়েছে, যা ছত্রপুরে অবস্থিত । 15 জন চিকিৎসক, 70 জন প্যারামেডিককে পাঠানো হবে । একইরকমভাবে 12 জন চিকিৎসকের সঙ্গে 70 জন প্যারামেডিককে পাঠাবে সশস্ত্র সীমা বল ।

সূত্র তরফে জানা গেছে, বিভিন্ন আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও 12 জন চিকিৎসক আসতে চলেছে দিল্লিতে । বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখা গেছে, বিভিন্ন উত্তেজনাপূর্ণ অঞ্চল যেমন কাশ্মীর, লাদাখ ও অন্যান্য অঞ্চলের চিকিৎসকদের এড়ানো হয়েছে । এছাড়াও যেসকল স্থানে চিকিৎসকের সংখ্যা কম রয়েছে । সেই রেড জ়োন এলাকায় চিকিৎসক পুনরায় মোতায়েন করা হবে ।

দিল্লি, 16 নভেম্বর : কোরোনা পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য আরও চিকিৎসক নিয়োগ করা হচ্ছে । এ সম্পর্কে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, "আগামী কয়েকদিনে দিল্লিতে আরও চিকিৎসকের প্রয়োজন । কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চিকিৎসকদের নিয়োগ করা হচ্ছে । কমপক্ষে 75 জন অতিরিক্ত চিকিৎসক এবং 350 জন প্যারামেডিককে ইতিমধ্যেই প্রয়োজন । দেশের বিভিন্ন প্রান্ত থেকে 75 জন চিকিৎসককে দিল্লিতে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আনা হবে ।"

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোরোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের একদিন পরে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে । নিযুক্ত চিকিৎসকরা বিভিন্ন আধাসামরিক বাহিনী যেমন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ(ITBP), সশস্ত্র সীমা বল(SSB), অসম রাইফেলস, সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স(CRPF) অন্তর্ভুক্ত । বিভিন্ন আধাসামরিক বাহিনীতে ইতিমধ্যেই জরুরি বার্তা পাঠানো হয়েছে । পেশাদার চিকিৎসকের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানা গেছে, 75 জন চিকিৎসক আগামী কিছু দিনের মধ্যেই এখানে আসবেন । বিভিন্ন বাহিনী ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে । দিল্লিতে নিয়ে আসার জন্য নাম নথিভুক্ত করাও হয়ে গেছে । রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও বিভিন্ন জায়গায় তাঁদের মোতায়েন করা হবে । আরও কিছু দিনের মধ্যে ছত্রপুরের 10 হাজার শয্যা বিশিষ্ট সর্দার পাটেল কোভিড হাসপাতালে মোতায়েন করা হবে ।

উত্তর-পূর্ব ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন জলন্ধর, শিমলা, লখনউ থেকে প্রায় সাড়ে তিনশো অতিরিক্ত প্যারামেডিক দিল্লিতে এসে পৌঁছাবেন । ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বিশ্বের বৃহত্তম কোভিড হাসপাতাল তদারকির দায়িত্বে রয়েছে, যা ছত্রপুরে অবস্থিত । 15 জন চিকিৎসক, 70 জন প্যারামেডিককে পাঠানো হবে । একইরকমভাবে 12 জন চিকিৎসকের সঙ্গে 70 জন প্যারামেডিককে পাঠাবে সশস্ত্র সীমা বল ।

সূত্র তরফে জানা গেছে, বিভিন্ন আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও 12 জন চিকিৎসক আসতে চলেছে দিল্লিতে । বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখা গেছে, বিভিন্ন উত্তেজনাপূর্ণ অঞ্চল যেমন কাশ্মীর, লাদাখ ও অন্যান্য অঞ্চলের চিকিৎসকদের এড়ানো হয়েছে । এছাড়াও যেসকল স্থানে চিকিৎসকের সংখ্যা কম রয়েছে । সেই রেড জ়োন এলাকায় চিকিৎসক পুনরায় মোতায়েন করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.