ETV Bharat / bharat

করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে 700-র বেশি চিকিৎসকের, সর্বাধিক মৃত্যু বিহারে - করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত 730 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন । বুধবার আইএমএ-এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে । বিহারে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 115 জনের ।

Bihar
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে বিহারে, দাবি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের
author img

By

Published : Jun 17, 2021, 7:30 AM IST

নয়াদিল্লি, 17 জুন: ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে এখনও পর্যন্ত 730 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন । বুধবার আইএমএ-এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে । যেখানে বলা হয়েছে, বিহারে সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে । সেখানে 115 জন চিকিৎসকের প্রাণ কেড়েছে করোনা । দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি । রাজধানীতে এখনও পর্যন্ত 109 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে । উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 79 জনের । অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে 38 জনের, তেলাঙ্গানায় মৃত্যু হয়েছে 37 জনের । এছাড়া, কর্নাটকে 9 জন, কেরালায় 24 জন, ওড়িশায় 31 জন এবং মহারাষ্ট্রে 23 জনের মৃত্যু হয়েছে ।

বুধবার সকাল পর্যন্ত গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 হাজার 224 জন । স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শতাংশের হিসেবে যা 3.22 শতাংশ । যা গত 9 দিনে 5 শতাংশের নিচে । এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্ত সংখ্যাটা 8 লক্ষ 65 হাজার 832 জন । যা গত 70 দিনে প্রথম 9 লক্ষের নিচেই রয়েছে ।

আরও পড়ুন:Corona in Bengal : করোনায় সুস্থতার হার পৌঁছাল 97.40 শতাংশে

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে সুস্থতার হার 95.80 শতাংশ । দেশে মোট আক্রান্তের সংখ্যা 2 কোটি 96 লক্ষ 33 হাজার 105 জন । দেশে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 হাজার 542 জনের । মোট মৃত্যু হয়েছে 3 লক্ষ 79 হাজার 573 জন । গত 34 দিনে সুস্থতার হার আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে যায় । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 লক্ষ 7 হাজার 628 জন । ফলে মোট সুস্থ হয়েছে 2 কোটি 83 লক্ষ 88 হাজার 100 জন ।

নয়াদিল্লি, 17 জুন: ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে এখনও পর্যন্ত 730 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন । বুধবার আইএমএ-এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে । যেখানে বলা হয়েছে, বিহারে সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে । সেখানে 115 জন চিকিৎসকের প্রাণ কেড়েছে করোনা । দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি । রাজধানীতে এখনও পর্যন্ত 109 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে । উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 79 জনের । অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে 38 জনের, তেলাঙ্গানায় মৃত্যু হয়েছে 37 জনের । এছাড়া, কর্নাটকে 9 জন, কেরালায় 24 জন, ওড়িশায় 31 জন এবং মহারাষ্ট্রে 23 জনের মৃত্যু হয়েছে ।

বুধবার সকাল পর্যন্ত গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 হাজার 224 জন । স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শতাংশের হিসেবে যা 3.22 শতাংশ । যা গত 9 দিনে 5 শতাংশের নিচে । এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্ত সংখ্যাটা 8 লক্ষ 65 হাজার 832 জন । যা গত 70 দিনে প্রথম 9 লক্ষের নিচেই রয়েছে ।

আরও পড়ুন:Corona in Bengal : করোনায় সুস্থতার হার পৌঁছাল 97.40 শতাংশে

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে সুস্থতার হার 95.80 শতাংশ । দেশে মোট আক্রান্তের সংখ্যা 2 কোটি 96 লক্ষ 33 হাজার 105 জন । দেশে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 হাজার 542 জনের । মোট মৃত্যু হয়েছে 3 লক্ষ 79 হাজার 573 জন । গত 34 দিনে সুস্থতার হার আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে যায় । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 লক্ষ 7 হাজার 628 জন । ফলে মোট সুস্থ হয়েছে 2 কোটি 83 লক্ষ 88 হাজার 100 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.