ETV Bharat / bharat

7 TMC MP Suspended: রাজ্যসভায় 7 তৃণমূল সাংসদ সাসপেন্ড, পালটা জবাব ঘাসফুল শিবিরের - পালটা জবাব ঘাসফুল শিবিরের

মঙ্গলবার রাজ্যসভায় (Rajya Sabha) বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে 19 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ তার মধ্যে তৃণমূলের সাতজন রয়েছেন (7 TMC MP Suspended from Rajya Sabha) ৷

7 TMC MP Suspended from Rajya Sabha
7 TMC MP Suspended: রাজ্যসভায় 7 তৃণমূল সাংসদ সাসপেন্ড, পালটা জবাব ঘাসফুল শিবিরের
author img

By

Published : Jul 26, 2022, 3:56 PM IST

Updated : Jul 26, 2022, 5:03 PM IST

নয়াদিল্লি, 26 জুলাই : সাতজন তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হল রাজ্যসভা থেকে (7 TMC MP Suspended from Rajya Sabha) ৷ মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছে ওই সাতজনকে ৷ তবে শুধু তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাতজন নন, এদিন সব মিলিয়ে 19 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সংসদের উচ্চকক্ষ থেকে ৷

এই নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ টুইটারে বাংলার শাসক দলের তরফে জানানো হয়েছে, ‘‘আপনারা আমাদের সাসপেন্ড করতে পারেন, কিন্তু আমাদের চুপ করাতে পারবেন না ৷’’

  • You can suspend us BUT YOU CANNOT SILENCE US!

    Deplorable situation - our Hon'ble MPs are trying to flag PEOPLE'S ISSUES but they are being suspended.

    For how long will this go on? The sanctity of the Parliament stands heavily compromised.

    — All India Trinamool Congress (@AITCofficial) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদ সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভায় বিশৃঙ্খলা তৈরি করার জন্যই ওই 19 জনকে সাসপেন্ড করা হয়েছে ৷ সাতজন তৃণমূল বিধায়ক ছাড়াও ছ’জন ডিএমকে সাংসদ, তিনজন টিআরএস সাংসদ, দুই সিপিএম সাংসদ ও এক সিপিআই সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এবার বাদল অধিবেশনের শুরু থেকেই জিএসটি-সহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা ৷ মঙ্গলবারও একইভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা৷ রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাংসদরা ৷

  • The @BJP4India led Government is stalling Parliamentary proceedings because it serves their interest.

    They want to escape responsibility to the public by suspending people’s representatives.

    We see through your JUMLA! pic.twitter.com/cqpBwiRE4c

    — All India Trinamool Congress (@AITCofficial) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তখন ডেপুটি চেয়ারম্যান হরবংশ রাজ্যসভা পরিচালনা করছিলেন ৷ তিনিই বারবার আসনে চলে যেতে সাংসদদের অনুরোধ করেন ৷ কিন্তু বিক্ষোভ চলতে থাকায় তিনি 19 জন সাংসদকে চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় ৷

সাসপেন্ড হওয়া তৃণমূলের সাংসদরা হলেন - সুস্মিতা দেব, মৌসম নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস ও নাদিমূল হক ৷ এই নিয়ে পালটা তৃণমূল আক্রমণ করেছে বিজেপিকে ৷ তাদের দাবি, মানুষের হয়ে সরব হতে গিয়েই সাসপেন্ড হয়েছেন সাংসদরা ৷ এর জেরে সংসদের পবিত্রতা নষ্ট হচ্ছে ৷

আরও পড়ুন : Rahul Gandhi Detained: 'মোদি রাজা, ভারত এখন পুলিশ শাসিত রাষ্ট্র', ইন্দিরার মতো মাটিতে বসে প্রতিবাদে রাহুল

নয়াদিল্লি, 26 জুলাই : সাতজন তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হল রাজ্যসভা থেকে (7 TMC MP Suspended from Rajya Sabha) ৷ মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছে ওই সাতজনকে ৷ তবে শুধু তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাতজন নন, এদিন সব মিলিয়ে 19 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সংসদের উচ্চকক্ষ থেকে ৷

এই নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ টুইটারে বাংলার শাসক দলের তরফে জানানো হয়েছে, ‘‘আপনারা আমাদের সাসপেন্ড করতে পারেন, কিন্তু আমাদের চুপ করাতে পারবেন না ৷’’

  • You can suspend us BUT YOU CANNOT SILENCE US!

    Deplorable situation - our Hon'ble MPs are trying to flag PEOPLE'S ISSUES but they are being suspended.

    For how long will this go on? The sanctity of the Parliament stands heavily compromised.

    — All India Trinamool Congress (@AITCofficial) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদ সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভায় বিশৃঙ্খলা তৈরি করার জন্যই ওই 19 জনকে সাসপেন্ড করা হয়েছে ৷ সাতজন তৃণমূল বিধায়ক ছাড়াও ছ’জন ডিএমকে সাংসদ, তিনজন টিআরএস সাংসদ, দুই সিপিএম সাংসদ ও এক সিপিআই সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এবার বাদল অধিবেশনের শুরু থেকেই জিএসটি-সহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা ৷ মঙ্গলবারও একইভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা৷ রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাংসদরা ৷

  • The @BJP4India led Government is stalling Parliamentary proceedings because it serves their interest.

    They want to escape responsibility to the public by suspending people’s representatives.

    We see through your JUMLA! pic.twitter.com/cqpBwiRE4c

    — All India Trinamool Congress (@AITCofficial) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তখন ডেপুটি চেয়ারম্যান হরবংশ রাজ্যসভা পরিচালনা করছিলেন ৷ তিনিই বারবার আসনে চলে যেতে সাংসদদের অনুরোধ করেন ৷ কিন্তু বিক্ষোভ চলতে থাকায় তিনি 19 জন সাংসদকে চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় ৷

সাসপেন্ড হওয়া তৃণমূলের সাংসদরা হলেন - সুস্মিতা দেব, মৌসম নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস ও নাদিমূল হক ৷ এই নিয়ে পালটা তৃণমূল আক্রমণ করেছে বিজেপিকে ৷ তাদের দাবি, মানুষের হয়ে সরব হতে গিয়েই সাসপেন্ড হয়েছেন সাংসদরা ৷ এর জেরে সংসদের পবিত্রতা নষ্ট হচ্ছে ৷

আরও পড়ুন : Rahul Gandhi Detained: 'মোদি রাজা, ভারত এখন পুলিশ শাসিত রাষ্ট্র', ইন্দিরার মতো মাটিতে বসে প্রতিবাদে রাহুল

Last Updated : Jul 26, 2022, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.