ETV Bharat / bharat

গুজরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত মধ্যপ্রদেশের 7 শ্রমিকের - গুজরাত

ওই শ্রমিকরা যখন ঘুমোচ্ছিলেন তখন এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করে গিয়েছিল ৷ ঘুম থেকে উঠে কেউ আলো জ্বালতে গিয়ে বিস্ফোরণ হয় ৷ একই পরিবারের 7 জন মারা গিয়েছেন ৷

গ্যাল লিক করে মারা গিয়েছেন 7 জন
গ্যাল লিক করে মারা গিয়েছেন 7 জন
author img

By

Published : Jul 24, 2021, 10:22 AM IST

আহমেদাবাদ, 24 জুলাই : এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিস্ফোরণে মারা মৃত্যু হয়েছে একই পরিবারের 7 জনের ৷ মঙ্গলবার, 20 জুলাই রাতে এই ঘটনাটি ঘটেছে গুজরাতে আহমেদাবাদের বারেজা এলাকায় ৷ মৃতরা সবাই মধ্যপ্রদেশের গুনা অঞ্চল থেকে কাজের খোঁজে গুজরাতে এসেছিলেন ৷ এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শোক প্রকাশ করে টুইট করেছেন ৷

আরও পড়ুন : গোয়ার দুধসাগর জলপ্রপাতের কাছে ধস, লাইনচ্যুত ট্রেন

জানা গিয়েছে, বাজেরায় একটা ছোট ঘরে শ্রমিক পরিবারের সব সদস্য একসঙ্গে থাকতেন ৷ সারা রাত ধরে কোনও ভাবে সিলিন্ডার থেকে গ্যাস লিক করে ৷ রাতে কোনও এক সদস্য সুইচ অন করলে এই সাংঘাতিক বিস্ফোরণ হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁদের সবাইকে কাছের সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসা চলাকালীন 22 জুলাই 3 জন সদস্য, শুক্রবার 4 জন মারা গিয়েছেন ৷ বাকি 3 জনের চিকিৎসা চলছে, জানিয়েছেন আসলালি পুলিশ স্টেশনের সাব-ইনস্পেক্টর এস এস গামেতি ৷ মৃতদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন ৷

  • अहमदाबाद की फैक्ट्री में गैस लीक से हुए हादसे में गुना के हमारे कई श्रमिक भाइयों के निधन का समाचार सुनकर अत्यथिक दुःख हुआ।

    ईश्वर से दिवंगत आत्माओं को अपने श्रीचरणों में स्थान और परिजनों को यह वज्रपात सहन करने की शक्ति देने की प्रार्थना करता हूं। ॐ शांति!

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানান, কিছু শ্রমিক কারখানায় কাজ করছিল আর তাদের পরিবারের সদস্যরা ছোট ঘরে ঘুমিয়ে ছিল ৷ সেই সময় গ্যাস লিক করে ৷ প্রতিবেশীরা গন্ধ পেয়ে তাদের ডেকে তোলার চেষ্টা করে ৷ তখন কেউ একজন ঘুম থেকে উঠে আলো জ্বালানোর জন্য সুইচ অন করেছিল আর তাতেই বিস্ফোরণ হয় ৷ তিনি বলেন, "10 জন সদস্য ঘুমিয়ে ছিলেন ৷ ঘরে আগুন লেগে যাওয়ায় প্রত্যেকেই পুড়ে যান ৷"

  • अहमदाबाद की फैक्ट्री में गैस लीक से हुए हादसे में गुना के कई श्रमिक भाइयों के दुखद निधन की खबर से व्यथित हूँ।

    इस दुःख की घड़ी में शोकाकुल परिवारजनों के प्रति संवेदनाएँ ।

    — Jyotiraditya M. Scindia (@JM_Scindia) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের আত্মীয়কে 4 লক্ষ টাকা আর মৃত শিশুদের আত্মীয়কে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন ৷ এমনকি তাঁদের চিকিৎসার সমস্ত খরচের দায়িত্ব নিয়েছে মধ্যপ্রদেশ সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আহমেদাবাদ, 24 জুলাই : এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিস্ফোরণে মারা মৃত্যু হয়েছে একই পরিবারের 7 জনের ৷ মঙ্গলবার, 20 জুলাই রাতে এই ঘটনাটি ঘটেছে গুজরাতে আহমেদাবাদের বারেজা এলাকায় ৷ মৃতরা সবাই মধ্যপ্রদেশের গুনা অঞ্চল থেকে কাজের খোঁজে গুজরাতে এসেছিলেন ৷ এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শোক প্রকাশ করে টুইট করেছেন ৷

আরও পড়ুন : গোয়ার দুধসাগর জলপ্রপাতের কাছে ধস, লাইনচ্যুত ট্রেন

জানা গিয়েছে, বাজেরায় একটা ছোট ঘরে শ্রমিক পরিবারের সব সদস্য একসঙ্গে থাকতেন ৷ সারা রাত ধরে কোনও ভাবে সিলিন্ডার থেকে গ্যাস লিক করে ৷ রাতে কোনও এক সদস্য সুইচ অন করলে এই সাংঘাতিক বিস্ফোরণ হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁদের সবাইকে কাছের সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসা চলাকালীন 22 জুলাই 3 জন সদস্য, শুক্রবার 4 জন মারা গিয়েছেন ৷ বাকি 3 জনের চিকিৎসা চলছে, জানিয়েছেন আসলালি পুলিশ স্টেশনের সাব-ইনস্পেক্টর এস এস গামেতি ৷ মৃতদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন ৷

  • अहमदाबाद की फैक्ट्री में गैस लीक से हुए हादसे में गुना के हमारे कई श्रमिक भाइयों के निधन का समाचार सुनकर अत्यथिक दुःख हुआ।

    ईश्वर से दिवंगत आत्माओं को अपने श्रीचरणों में स्थान और परिजनों को यह वज्रपात सहन करने की शक्ति देने की प्रार्थना करता हूं। ॐ शांति!

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানান, কিছু শ্রমিক কারখানায় কাজ করছিল আর তাদের পরিবারের সদস্যরা ছোট ঘরে ঘুমিয়ে ছিল ৷ সেই সময় গ্যাস লিক করে ৷ প্রতিবেশীরা গন্ধ পেয়ে তাদের ডেকে তোলার চেষ্টা করে ৷ তখন কেউ একজন ঘুম থেকে উঠে আলো জ্বালানোর জন্য সুইচ অন করেছিল আর তাতেই বিস্ফোরণ হয় ৷ তিনি বলেন, "10 জন সদস্য ঘুমিয়ে ছিলেন ৷ ঘরে আগুন লেগে যাওয়ায় প্রত্যেকেই পুড়ে যান ৷"

  • अहमदाबाद की फैक्ट्री में गैस लीक से हुए हादसे में गुना के कई श्रमिक भाइयों के दुखद निधन की खबर से व्यथित हूँ।

    इस दुःख की घड़ी में शोकाकुल परिवारजनों के प्रति संवेदनाएँ ।

    — Jyotiraditya M. Scindia (@JM_Scindia) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের আত্মীয়কে 4 লক্ষ টাকা আর মৃত শিশুদের আত্মীয়কে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন ৷ এমনকি তাঁদের চিকিৎসার সমস্ত খরচের দায়িত্ব নিয়েছে মধ্যপ্রদেশ সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.