ETV Bharat / bharat

Accident in Tamil Nadu: তামিলনাড়ুতে গাড়ি-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 7, আর্থিক সাহায্য ঘোষণা স্তালিনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 3:30 PM IST

Seven Killed in Tamil Nadu Accident: তামিলনাড়ুতে গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল সাত জনের ৷ মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৷

Accident in Tamil Nadu
তামিলনাড়ুতে দুর্ঘটনা

তিরুভান্নামালাই (তামিলনাড়ু), 15 অক্টোবর: তামিলনাড়ুতে মর্মান্তিক দুর্ঘটনা ৷ রবিবার সকালে ভয়াবহ এক পথদুর্ঘটনায় প্রাণ গেল 7 জনের ৷ তিরুভান্নামালাই-ব্যাঙ্গালোর জাতীয় সড়কে একটি গাড়ির সঙ্গে একটি লরির জোরালো সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৷ লরির চালক পলাতক ৷

রবিবার কর্ণাটক রাজ্যের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের একটি গাড়ি তিরুভান্নামালাই-ব্যাঙ্গালোর জাতীয় সড়ক ধরে তিরুভান্নামালাই থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল । চেঙ্গামের কাছে পাক্কিরি পালায়ম পঞ্চায়েতের কাছে একটি লরির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় । লরিটি সিঙ্গারাপেট্টাই থেকে তিরুভান্নামালাইয়ের দিকে আসছিল ।

এই দুর্ঘটনায় লরি এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ গাড়িটি প্রায় সম্পূর্ণ দলা পাকিয়ে গিয়েছে ৷ ওই গাড়িতে ছিলেন একই পরিবারের দুই শিশু, চার পুরুষ ও এক নারী-সহ সাতজন ৷ তাঁদের প্রত্যেকেরই ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় ৷

পরে পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় গাড়ির ভেতরে আটকে থাকা নিহতদের দেহ উদ্ধার করে । মৃতদেহগুলি চেঙ্গাম সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । এ দিকে, দুর্ঘটনার পর লরির চালক পলাতক ৷ আর গাড়িটিতে থাকা প্রত্যেকে মারা গিয়েছে ৷ ফলে কী কারণে ঠিক দুর্ঘটনাটি ঘটে, তার প্রকৃত কারণ এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন: পঞ্জাবের মেলায় নাগরদোলা ভেঙে 2 নাবালকের মৃত্যু, আহত 1

ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৷ মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি । মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যও ঘোষণা করেন স্তালিন ৷ এছাড়াও আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

তিরুভান্নামালাই (তামিলনাড়ু), 15 অক্টোবর: তামিলনাড়ুতে মর্মান্তিক দুর্ঘটনা ৷ রবিবার সকালে ভয়াবহ এক পথদুর্ঘটনায় প্রাণ গেল 7 জনের ৷ তিরুভান্নামালাই-ব্যাঙ্গালোর জাতীয় সড়কে একটি গাড়ির সঙ্গে একটি লরির জোরালো সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৷ লরির চালক পলাতক ৷

রবিবার কর্ণাটক রাজ্যের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের একটি গাড়ি তিরুভান্নামালাই-ব্যাঙ্গালোর জাতীয় সড়ক ধরে তিরুভান্নামালাই থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল । চেঙ্গামের কাছে পাক্কিরি পালায়ম পঞ্চায়েতের কাছে একটি লরির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় । লরিটি সিঙ্গারাপেট্টাই থেকে তিরুভান্নামালাইয়ের দিকে আসছিল ।

এই দুর্ঘটনায় লরি এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ গাড়িটি প্রায় সম্পূর্ণ দলা পাকিয়ে গিয়েছে ৷ ওই গাড়িতে ছিলেন একই পরিবারের দুই শিশু, চার পুরুষ ও এক নারী-সহ সাতজন ৷ তাঁদের প্রত্যেকেরই ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় ৷

পরে পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় গাড়ির ভেতরে আটকে থাকা নিহতদের দেহ উদ্ধার করে । মৃতদেহগুলি চেঙ্গাম সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । এ দিকে, দুর্ঘটনার পর লরির চালক পলাতক ৷ আর গাড়িটিতে থাকা প্রত্যেকে মারা গিয়েছে ৷ ফলে কী কারণে ঠিক দুর্ঘটনাটি ঘটে, তার প্রকৃত কারণ এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন: পঞ্জাবের মেলায় নাগরদোলা ভেঙে 2 নাবালকের মৃত্যু, আহত 1

ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৷ মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি । মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যও ঘোষণা করেন স্তালিন ৷ এছাড়াও আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.