ETV Bharat / bharat

Road Accident in Kishtwar: কিস্তওয়ারে মর্মান্তিক পথদুর্ঘটনা, অন্তত 7 জনের মৃত্যু - পালাক দুল প্রজেক্টের ক্রুজার ভেহিক্যাল দুর্ঘটনা

কিস্তওয়ারে দুর্ঘটনার কবলে পালাক দুল প্রজেক্টের ক্রুজার ভেহিক্যাল ৷ ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংয়ের ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি ৷

Road Accident in Kishtwar ETV BHARAT
Road Accident in Kishtwar
author img

By

Published : May 24, 2023, 2:10 PM IST

কিস্তওয়ার (জম্মু ও কাশ্মীর), 24 মে: জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে একটি দুর্ঘটনায় অন্তত পক্ষে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ কিস্তওয়ার প্রশাসনের তরফে জানানো হয়েছে, পালাক দুল প্রজেক্টের একটি ক্রুজার ভেহিক্যাল বা কর্মী বহনকারী গাড়ি ডাংডুরু বাঁধের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে ৷ ঘটনায় প্রশাসনের তরফে সবরকম সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কিস্তওয়ার পুলিশের ডেপুটি কমিশনার ৷

তবে, কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে ? সেই নিয়ে বিস্তারিত কোনও তথ্য জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়নি ৷ দুর্ঘটনাস্থলের যে ছবি সামনে এসেছে, তা দেখে পুলিশের অনুমান পাহাড়ি নদী এলাকায় রাস্তায় কাদা থাকায় তা পিচ্ছিল হয়ে গিয়েছিল ৷ সেই কারণেই গাড়ির চাকা স্কিড করে সেটি উলটে গিয়ে থাকতে পারে ৷ পালাক দুল প্রজেক্টের এই ক্রুজার গাড়িতে করে কর্মীরা যাচ্ছিলেন ৷ ডাংডুরু বাঁধের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ৷

দুর্ঘটনা নিয়ে কিস্তওয়ার পুলিশের ডেপুটি কমিশনার ড. দেবাংশ যাদব জানিয়েছেন, এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ 1 জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ এর বাইরে যা যা সাহায্য প্রয়োজন তা ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত ক্রুজার গাড়িটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷ পাশাপাশি, বাঁধের এই রাস্তায় কাঁদা জমে যাওয়ায় তা পিচ্ছিল হয়ে গিয়েছে ৷ তাই প্রশাসনের তরফে রাস্তা পরিষ্কারের ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন: সিমলায় পথ দুর্ঘটনা, নদীতে পড়ল গাড়ি; মৃত 3 যুবক

অন্যদিকে, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জীতেন্দ্র সিং এই দুর্ঘটনার খবরে উদ্বেগপ্রকাশ করেছেন ৷ পাশাপাশি, মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন ৷ তিনি কিস্তওয়ার পুলিশের ডেপুটি কমিশনারকে ফোন করে এ বিষয়ে খোঁজখবর নেন ৷ পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

কিস্তওয়ার (জম্মু ও কাশ্মীর), 24 মে: জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে একটি দুর্ঘটনায় অন্তত পক্ষে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ কিস্তওয়ার প্রশাসনের তরফে জানানো হয়েছে, পালাক দুল প্রজেক্টের একটি ক্রুজার ভেহিক্যাল বা কর্মী বহনকারী গাড়ি ডাংডুরু বাঁধের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে ৷ ঘটনায় প্রশাসনের তরফে সবরকম সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কিস্তওয়ার পুলিশের ডেপুটি কমিশনার ৷

তবে, কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে ? সেই নিয়ে বিস্তারিত কোনও তথ্য জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়নি ৷ দুর্ঘটনাস্থলের যে ছবি সামনে এসেছে, তা দেখে পুলিশের অনুমান পাহাড়ি নদী এলাকায় রাস্তায় কাদা থাকায় তা পিচ্ছিল হয়ে গিয়েছিল ৷ সেই কারণেই গাড়ির চাকা স্কিড করে সেটি উলটে গিয়ে থাকতে পারে ৷ পালাক দুল প্রজেক্টের এই ক্রুজার গাড়িতে করে কর্মীরা যাচ্ছিলেন ৷ ডাংডুরু বাঁধের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ৷

দুর্ঘটনা নিয়ে কিস্তওয়ার পুলিশের ডেপুটি কমিশনার ড. দেবাংশ যাদব জানিয়েছেন, এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ 1 জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ এর বাইরে যা যা সাহায্য প্রয়োজন তা ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত ক্রুজার গাড়িটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷ পাশাপাশি, বাঁধের এই রাস্তায় কাঁদা জমে যাওয়ায় তা পিচ্ছিল হয়ে গিয়েছে ৷ তাই প্রশাসনের তরফে রাস্তা পরিষ্কারের ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন: সিমলায় পথ দুর্ঘটনা, নদীতে পড়ল গাড়ি; মৃত 3 যুবক

অন্যদিকে, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জীতেন্দ্র সিং এই দুর্ঘটনার খবরে উদ্বেগপ্রকাশ করেছেন ৷ পাশাপাশি, মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন ৷ তিনি কিস্তওয়ার পুলিশের ডেপুটি কমিশনারকে ফোন করে এ বিষয়ে খোঁজখবর নেন ৷ পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.