ETV Bharat / bharat

বিষ মদে উত্তরপ্রদেশে 7 জনের মৃত্যু, হাসপাতালে আরও 5 জন - 7 জনের মৃত্যু

উত্তরপ্রদেশে বিষে 7 জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ৷ আলিগড়ে একটি দেশি মদের ঠেক থেকে ওই 7 জন মদ খেয়েছিলেন ৷ তারপরেই তাঁদের মৃত্যু হয় ৷ এই ঘটনায় আরও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

7-die-in-uttar-pradesh-after-consuming-poisonous-liquor-5-more-admitted-in-hos
বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশে 7 জনের মৃত্যু, হাসপাতালে আরও 5 জন
author img

By

Published : May 28, 2021, 11:32 AM IST

আলিগড় (উত্তরপ্রদেশ ), 28 মে : উত্তরপ্রদেশের আলিগড়ের লোধা থানা এলাকায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হল 7 জনের ৷ আরও 5 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ জানা গিয়েছে আলিগড়ের কারসুয়া গ্রামে আজ সকালে মদ খেয়ে 5 জনের মৃত্যু হয় । দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় আলিগড় মেডিকেল কলেজে ভর্তি করানো হয় ৷ পরবর্তী সময়ে তাঁদেরও মৃত্যু হয় ৷ ঘটনার খবর পেয়েই পুলিশের শীর্ষকর্তারা সেখানে পৌঁছায় ৷ তারপরেই গ্রামের ওই দেশি মদের ঠেকটি বন্ধ করে দেয় পুলিশ ৷

বিষ মদে মৃত্যুর ঘটনায় আলিগড়ের জেলাশাসক জানিয়েছেন, 2 জন ট্রাক চালক এবং তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বিষাক্ত মদ খেয়ে । এমনকি আশেপাশের গ্রামেও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ তবে, সেই ঘটনায় মৃতেরা বিষ মদ খেয়েছেন কি না, তা এখনও জানা যায়নি ৷ এখনও পর্যন্ত মোট 7 জনের মৃত্যুর খবর পেয়েছে জেলা প্রশাসন ৷

আরও পড়ুন :উত্তরপ্রদেশে নির্মীয়মাণ কারখানার ছাদ ভেঙে 3 শ্রমিকের মৃত্যু

অন্যদিকে, এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছেন মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আবগারি এবং স্বরাষ্ট্র দফতরের আধিকারিকদের তলব করেছেন ৷ ঘটনায় অভিযুক্তজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ এই বিষ মদ সরকারি ঠেক থেকে গিয়ে থাকলে, সেই ঠেকগুলি সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷ একই সঙ্গে এনএসএ-এর আওতায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্য়নাথ ৷

আলিগড় (উত্তরপ্রদেশ ), 28 মে : উত্তরপ্রদেশের আলিগড়ের লোধা থানা এলাকায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হল 7 জনের ৷ আরও 5 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ জানা গিয়েছে আলিগড়ের কারসুয়া গ্রামে আজ সকালে মদ খেয়ে 5 জনের মৃত্যু হয় । দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় আলিগড় মেডিকেল কলেজে ভর্তি করানো হয় ৷ পরবর্তী সময়ে তাঁদেরও মৃত্যু হয় ৷ ঘটনার খবর পেয়েই পুলিশের শীর্ষকর্তারা সেখানে পৌঁছায় ৷ তারপরেই গ্রামের ওই দেশি মদের ঠেকটি বন্ধ করে দেয় পুলিশ ৷

বিষ মদে মৃত্যুর ঘটনায় আলিগড়ের জেলাশাসক জানিয়েছেন, 2 জন ট্রাক চালক এবং তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বিষাক্ত মদ খেয়ে । এমনকি আশেপাশের গ্রামেও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ তবে, সেই ঘটনায় মৃতেরা বিষ মদ খেয়েছেন কি না, তা এখনও জানা যায়নি ৷ এখনও পর্যন্ত মোট 7 জনের মৃত্যুর খবর পেয়েছে জেলা প্রশাসন ৷

আরও পড়ুন :উত্তরপ্রদেশে নির্মীয়মাণ কারখানার ছাদ ভেঙে 3 শ্রমিকের মৃত্যু

অন্যদিকে, এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছেন মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আবগারি এবং স্বরাষ্ট্র দফতরের আধিকারিকদের তলব করেছেন ৷ ঘটনায় অভিযুক্তজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ এই বিষ মদ সরকারি ঠেক থেকে গিয়ে থাকলে, সেই ঠেকগুলি সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷ একই সঙ্গে এনএসএ-এর আওতায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্য়নাথ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.