ETV Bharat / bharat

Cycling Record in Karnataka: 100 দিনে 5 হাজার কিমি! সাইকেল চালিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুললেন প্রৌঢ় - 5000 KM in 100 days

তিনি পেশায় হিসাবরক্ষক ৷ কিন্তু খেলাধুলো ভালোবাসেন ৷ তাই সাইকেল চালান প্রতিদিন ৷ এভাবেই একদিন 5 হাজার কিমি দীর্ঘ রাস্তা পেরিয়ে রেকর্ড গড়েছেন ষাটোর্ধ্ব প্রৌঢ় গুরুমূর্তি ৷

ETV Bharat
সাইকেল চালিয়ে রেকর্ড গড়েছেন প্রৌঢ় হিসাবরক্ষক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 1:41 PM IST

হুবলি (কর্ণাটক), 9 নভেম্বর: বয়স যে শুধু সংখ্যা মাত্র, তা প্রমাণ করলেন কর্ণাটকের এক প্রৌঢ় ৷ 63 বছর বয়সি গুরুমূর্তি মাতারঙ্গিমঠ 100 দিনে 5 হাজার কিমি রাস্তা সাইকেলে পাড়ি দিয়েছেন ৷ পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রৌঢ় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নামও তুলে ফেলেছেন ৷ সাইকেল চালাতে ভালোবাসেন এমন তরুণদের কাছে তিনি এখন রোল মডেল ৷

হিসাব-নিকেশ নিয়ে দিনরাত ডুবে থাকলেও সাইকেল চালানোটা প্রৌঢ় হিসাবরক্ষকের কাছে নেশার মতোই ৷ খেলাধুলোয় আগ্রহী গুরুমূর্তি ক্রিকেট, ভলিবল, ফুটবল এবং টেনিসও খেলেন ৷ কিন্তু 60 বছর বয়সে তাঁর পায়ে একটা সমস্যা হয় ৷ সমস্যাটি এতটাই গুরুতর ছিল যে তিনি হাঁটতেও পারছিলেন না ৷ তাই শরীর ঠিক রাখতে অন্য কোনও খেলাধুলো করার ভাবনা মাথায় আসে ক্রীড়াপ্রেমী গুরুমূর্তির ৷

এই সময় বাড়ির কাছে একটি সাইকেল দেখেই তাঁর মাথায় আসে, সাইকেল চালিয়েও তিনি শরীর ফিট রাখতে পারবেন ৷ এইভাবেই সাইকেল চালানোর শুরু ৷ আর সাইকেল পরিবেশবান্ধবও ৷

সাইকেল চালানোর প্রতি ভালোবাসা থেকেই তিনি 5 হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অতিক্রম করেন ৷ এবছরের 11 মে থেকে 18 মে তিনি প্রতিদিন বিকেল 4টে পর্যন্ত 50 কিমি করে সাইকেল চালিয়েছেন ৷ এভাবে 5 হাজার পথ সাইকেল চালিয়ে ফেলেন প্রৌঢ় গুরুমূর্তি ৷ নাম ওঠে ইন্ডিয়ান বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ৷ এর আগে, 2020-21 এবং 2021-22 সালে হুবলি বাইসাইকেল ক্লাবে তিনি একাধিক পুরস্কার জিতেছিলেন ৷ এই ক্লাবের সভাপতির পদেও ছিলেন গুরুমূর্তি ৷

এই সাইকেল যাত্রার মাধ্য়মে তিনি তরুণ প্রজন্মের কাছে পরিবেশ দূষণ কমানোর বার্তা দিয়েছেন ৷ ক্রমবর্ধমান গাড়ির সংখ্যা পরিবেশ দূষণ বাড়াচ্ছে ৷ তাই গুরুমূর্তির আবেদন, তরুণ প্রজন্ম যেন এ বিষয়ে সচেতন হয় ৷ জ্বালানি চালিত গাড়ি ছেড়ে তারা সাইকেল চালানোয় উৎসাহিত হোক ৷

আরও পড়ুন: প্রতিদিন কয়েক মিনিট সাইকেল চালালেই শরীর থাকবে সুস্থ, আজ থেকেই শুরু করুন

হুবলি (কর্ণাটক), 9 নভেম্বর: বয়স যে শুধু সংখ্যা মাত্র, তা প্রমাণ করলেন কর্ণাটকের এক প্রৌঢ় ৷ 63 বছর বয়সি গুরুমূর্তি মাতারঙ্গিমঠ 100 দিনে 5 হাজার কিমি রাস্তা সাইকেলে পাড়ি দিয়েছেন ৷ পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রৌঢ় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নামও তুলে ফেলেছেন ৷ সাইকেল চালাতে ভালোবাসেন এমন তরুণদের কাছে তিনি এখন রোল মডেল ৷

হিসাব-নিকেশ নিয়ে দিনরাত ডুবে থাকলেও সাইকেল চালানোটা প্রৌঢ় হিসাবরক্ষকের কাছে নেশার মতোই ৷ খেলাধুলোয় আগ্রহী গুরুমূর্তি ক্রিকেট, ভলিবল, ফুটবল এবং টেনিসও খেলেন ৷ কিন্তু 60 বছর বয়সে তাঁর পায়ে একটা সমস্যা হয় ৷ সমস্যাটি এতটাই গুরুতর ছিল যে তিনি হাঁটতেও পারছিলেন না ৷ তাই শরীর ঠিক রাখতে অন্য কোনও খেলাধুলো করার ভাবনা মাথায় আসে ক্রীড়াপ্রেমী গুরুমূর্তির ৷

এই সময় বাড়ির কাছে একটি সাইকেল দেখেই তাঁর মাথায় আসে, সাইকেল চালিয়েও তিনি শরীর ফিট রাখতে পারবেন ৷ এইভাবেই সাইকেল চালানোর শুরু ৷ আর সাইকেল পরিবেশবান্ধবও ৷

সাইকেল চালানোর প্রতি ভালোবাসা থেকেই তিনি 5 হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অতিক্রম করেন ৷ এবছরের 11 মে থেকে 18 মে তিনি প্রতিদিন বিকেল 4টে পর্যন্ত 50 কিমি করে সাইকেল চালিয়েছেন ৷ এভাবে 5 হাজার পথ সাইকেল চালিয়ে ফেলেন প্রৌঢ় গুরুমূর্তি ৷ নাম ওঠে ইন্ডিয়ান বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ৷ এর আগে, 2020-21 এবং 2021-22 সালে হুবলি বাইসাইকেল ক্লাবে তিনি একাধিক পুরস্কার জিতেছিলেন ৷ এই ক্লাবের সভাপতির পদেও ছিলেন গুরুমূর্তি ৷

এই সাইকেল যাত্রার মাধ্য়মে তিনি তরুণ প্রজন্মের কাছে পরিবেশ দূষণ কমানোর বার্তা দিয়েছেন ৷ ক্রমবর্ধমান গাড়ির সংখ্যা পরিবেশ দূষণ বাড়াচ্ছে ৷ তাই গুরুমূর্তির আবেদন, তরুণ প্রজন্ম যেন এ বিষয়ে সচেতন হয় ৷ জ্বালানি চালিত গাড়ি ছেড়ে তারা সাইকেল চালানোয় উৎসাহিত হোক ৷

আরও পড়ুন: প্রতিদিন কয়েক মিনিট সাইকেল চালালেই শরীর থাকবে সুস্থ, আজ থেকেই শুরু করুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.