ETV Bharat / bharat

Gaya Child Death: দুর্গাপুজোয় প্রসাদের আপেল খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে খুনের অভিযোগ গয়ায়

মর্মান্তিক ! দুর্গাপুজোর (Durga Puja) জন্য আপেল খেয়ে ফেলায় ছ’ বছরের এক শিশুকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল (6 Year Old Child Beaten to Death) ৷ ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায় (Gaya Child Death) ৷

6-year-old-child-beaten-to-death-in-gaya-for-eating-apple-from-puja-prasad
Gaya Child Death: দুর্গাপুজোয় প্রসাদের আপেল খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে খুনের অভিযোগ গয়ায়
author img

By

Published : Oct 1, 2022, 6:45 AM IST

Updated : Oct 1, 2022, 7:06 AM IST

পটনা, 1 অক্টোবর : ছ’বছরের এক শিশুকে পিটিয়ে খুনের (6 Year Old Child Beaten to Death) অভিযোগ উঠল বিহারের গয়া (Gaya Child Death) জেলায় ৷ গত মঙ্গলবার ঘটনাটি ঘটে ৷ কিন্তু পুলিশের কাছে গতকাল, শুক্রবার অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগে জানানো হয়েছে, স্কুলে দুর্গাপুজোর (Durga Puja) জন্য রাখা আপেল খেয়ে নেয় ওই শিশু ৷ সেই কারণেই তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয় ৷

পুলিশ এই ঘটনায় বিকাশ সিং ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে ৷ ওই দম্পতি গয়ার ওয়াজিরগঞ্জের বাকি বিঘা গ্রামে লিটল লিডারস পাবলিক স্কুল চালান ৷ স্কুল চত্বরেই তাঁরা দুর্গাপুজোর আয়োজন করেন ৷ বিবেক নামের ওই শিশু ওই স্কুলেই পড়ে ৷ সেও পুজোয় অংশগ্রহণ করতে গিয়েছিল ৷

পুলিশের কাছে বিবেকের ঠাকুরদা রাম বালক প্রসাদ জানিয়েছেন, টেবিলের উপর প্রসাদের জন্য ফল রাখা ছিল ৷ সেখান থেকে বিবেক একটি আপেল তুলে নিয়ে খেয়ে ফেলে ৷ সেই কারণে তাকে একটি ঘরে আটকে মারধর করা হয় ৷ তার পর স্কুলের বাইরে তাকে ফেলে দেওয়া হয় ৷

রাম বালক পুলিশকে আরও জানিয়েছে যে বিবেক স্কুলের বাইরে সংজ্ঞাহীন অবস্থায় দীর্ঘক্ষণ পড়েছিল ৷ স্থানীয় এক অটোচালক বিবেককে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে যান ৷ পরিজনরাই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান ৷ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মগধ মেডিক্যাল কলেজে রেফার করা হয় ৷ কিন্তু সেখানে যাওয়ার পথেই বিবেকের মৃত্যু হয় ৷

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সংজ্ঞাহীন থাকলেও চিকিৎসার পর জ্ঞান ফিরেছিল বিবেকের ৷ তখন সে পরিবারের সদস্য়দের কাছে মারধরের বিষয়টি জানায় ৷ সেই অনুযায়ী পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবে ঠিক কী কারণে মৃত্যু, তা জানতে পুলিশ আপাতত বিবেকের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৷

আরও পড়ুন : বাইকের ধাক্কা মহিলাকে, সামনে এল সিসিটিভি ফুটেজ

পটনা, 1 অক্টোবর : ছ’বছরের এক শিশুকে পিটিয়ে খুনের (6 Year Old Child Beaten to Death) অভিযোগ উঠল বিহারের গয়া (Gaya Child Death) জেলায় ৷ গত মঙ্গলবার ঘটনাটি ঘটে ৷ কিন্তু পুলিশের কাছে গতকাল, শুক্রবার অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগে জানানো হয়েছে, স্কুলে দুর্গাপুজোর (Durga Puja) জন্য রাখা আপেল খেয়ে নেয় ওই শিশু ৷ সেই কারণেই তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয় ৷

পুলিশ এই ঘটনায় বিকাশ সিং ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে ৷ ওই দম্পতি গয়ার ওয়াজিরগঞ্জের বাকি বিঘা গ্রামে লিটল লিডারস পাবলিক স্কুল চালান ৷ স্কুল চত্বরেই তাঁরা দুর্গাপুজোর আয়োজন করেন ৷ বিবেক নামের ওই শিশু ওই স্কুলেই পড়ে ৷ সেও পুজোয় অংশগ্রহণ করতে গিয়েছিল ৷

পুলিশের কাছে বিবেকের ঠাকুরদা রাম বালক প্রসাদ জানিয়েছেন, টেবিলের উপর প্রসাদের জন্য ফল রাখা ছিল ৷ সেখান থেকে বিবেক একটি আপেল তুলে নিয়ে খেয়ে ফেলে ৷ সেই কারণে তাকে একটি ঘরে আটকে মারধর করা হয় ৷ তার পর স্কুলের বাইরে তাকে ফেলে দেওয়া হয় ৷

রাম বালক পুলিশকে আরও জানিয়েছে যে বিবেক স্কুলের বাইরে সংজ্ঞাহীন অবস্থায় দীর্ঘক্ষণ পড়েছিল ৷ স্থানীয় এক অটোচালক বিবেককে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে যান ৷ পরিজনরাই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান ৷ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মগধ মেডিক্যাল কলেজে রেফার করা হয় ৷ কিন্তু সেখানে যাওয়ার পথেই বিবেকের মৃত্যু হয় ৷

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সংজ্ঞাহীন থাকলেও চিকিৎসার পর জ্ঞান ফিরেছিল বিবেকের ৷ তখন সে পরিবারের সদস্য়দের কাছে মারধরের বিষয়টি জানায় ৷ সেই অনুযায়ী পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবে ঠিক কী কারণে মৃত্যু, তা জানতে পুলিশ আপাতত বিবেকের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৷

আরও পড়ুন : বাইকের ধাক্কা মহিলাকে, সামনে এল সিসিটিভি ফুটেজ

Last Updated : Oct 1, 2022, 7:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.