ETV Bharat / bharat

Cataract Surgery: কানপুরে ছানি অপারেশনের পর দৃষ্টিশক্তি হারালেন ছ’জন

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর জেলার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের আয়োজিত স্বাস্থ্য শিবিরে ছানি অপারেশনের (Cataract Surgery) পর দৃষ্টিশক্তি হারান ছ’জন ৷ শুরু হয়েছে তদন্ত ৷

6 persons lose vision after cataract surgery at private hospital in Uttar Pradesh Kanpur
Cataract Surgery: কানপুরে ছানি অপারেশনের পর দৃষ্টিশক্তি হারালেন ছ’জন
author img

By

Published : Nov 23, 2022, 12:20 PM IST

কানপুর (উত্তরপ্রদেশ), 23 নভেম্বর: ছানি অপারেশন (Cataract Surgery) করাতে গিয়ে ছ’জনের দৃষ্টিশক্তি (Eyesight) চলে গিয়েছে বলে অভিযোগ ৷ কাঠগড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর জেলার একটি বেসরকারি হাসপাতাল ৷

ওই বেসরকারি হাসপাতালের তরফে আয়োজিত একটি স্বাস্থ্য শিবিরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ সেখানে বিপিএল (BPL) ও আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat) রয়েছে, এমন রোগীদের ছানি অপারেশন করা হয় ৷

ওই ছয় রোগীর অভিযোগ, ছানি অপারেশনের পর থেকেই তাঁদের চোখে সমস্যা হচ্ছিল ৷ দেখতেও অসুবিধার মধ্যে পড়ছিলেন তাঁরা ৷ তার পর ক্রমশ তাঁদের দৃষ্টিশক্তি চলে যায় ৷ এই নিয়ে তাঁরা কানপুর (Kanpur) শহরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অলোক রঞ্জনের কাছে অভিযোগ জানিয়েছেন ৷ এই ঘটনায় তদন্তের দাবি করেছেন ৷

তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMO) কাছে আসার আগে ওই বেসরকারি হাসপাতালে একাধিকবার গিয়েছিলেন বলে ওই রোগীদের দাবি ৷ তাঁদের বক্তব্য, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কথা শুনতে চায়নি ৷ সেই কারণেই তাঁরা মুখ্য স্বাস্থ্য় আধিকারিকের কাছে অভিযোগ জানান ৷

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অলোক রঞ্জন জানিয়েছেন, বিষয়টি গুরুতর বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তদন্ত রিপোর্ট হাতে পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: দিল্লিতে বাবা ও মা-সহ পরিবারের চার সদস্যকে খুন যুবকের

কানপুর (উত্তরপ্রদেশ), 23 নভেম্বর: ছানি অপারেশন (Cataract Surgery) করাতে গিয়ে ছ’জনের দৃষ্টিশক্তি (Eyesight) চলে গিয়েছে বলে অভিযোগ ৷ কাঠগড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর জেলার একটি বেসরকারি হাসপাতাল ৷

ওই বেসরকারি হাসপাতালের তরফে আয়োজিত একটি স্বাস্থ্য শিবিরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ সেখানে বিপিএল (BPL) ও আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat) রয়েছে, এমন রোগীদের ছানি অপারেশন করা হয় ৷

ওই ছয় রোগীর অভিযোগ, ছানি অপারেশনের পর থেকেই তাঁদের চোখে সমস্যা হচ্ছিল ৷ দেখতেও অসুবিধার মধ্যে পড়ছিলেন তাঁরা ৷ তার পর ক্রমশ তাঁদের দৃষ্টিশক্তি চলে যায় ৷ এই নিয়ে তাঁরা কানপুর (Kanpur) শহরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অলোক রঞ্জনের কাছে অভিযোগ জানিয়েছেন ৷ এই ঘটনায় তদন্তের দাবি করেছেন ৷

তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMO) কাছে আসার আগে ওই বেসরকারি হাসপাতালে একাধিকবার গিয়েছিলেন বলে ওই রোগীদের দাবি ৷ তাঁদের বক্তব্য, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কথা শুনতে চায়নি ৷ সেই কারণেই তাঁরা মুখ্য স্বাস্থ্য় আধিকারিকের কাছে অভিযোগ জানান ৷

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অলোক রঞ্জন জানিয়েছেন, বিষয়টি গুরুতর বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তদন্ত রিপোর্ট হাতে পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: দিল্লিতে বাবা ও মা-সহ পরিবারের চার সদস্যকে খুন যুবকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.