ETV Bharat / bharat

Cataract Surgery: কানপুরে ছানি অপারেশনের পর দৃষ্টিশক্তি হারালেন ছ’জন - আয়ুষ্মান কার্ড

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর জেলার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের আয়োজিত স্বাস্থ্য শিবিরে ছানি অপারেশনের (Cataract Surgery) পর দৃষ্টিশক্তি হারান ছ’জন ৷ শুরু হয়েছে তদন্ত ৷

6 persons lose vision after cataract surgery at private hospital in Uttar Pradesh Kanpur
Cataract Surgery: কানপুরে ছানি অপারেশনের পর দৃষ্টিশক্তি হারালেন ছ’জন
author img

By

Published : Nov 23, 2022, 12:20 PM IST

কানপুর (উত্তরপ্রদেশ), 23 নভেম্বর: ছানি অপারেশন (Cataract Surgery) করাতে গিয়ে ছ’জনের দৃষ্টিশক্তি (Eyesight) চলে গিয়েছে বলে অভিযোগ ৷ কাঠগড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর জেলার একটি বেসরকারি হাসপাতাল ৷

ওই বেসরকারি হাসপাতালের তরফে আয়োজিত একটি স্বাস্থ্য শিবিরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ সেখানে বিপিএল (BPL) ও আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat) রয়েছে, এমন রোগীদের ছানি অপারেশন করা হয় ৷

ওই ছয় রোগীর অভিযোগ, ছানি অপারেশনের পর থেকেই তাঁদের চোখে সমস্যা হচ্ছিল ৷ দেখতেও অসুবিধার মধ্যে পড়ছিলেন তাঁরা ৷ তার পর ক্রমশ তাঁদের দৃষ্টিশক্তি চলে যায় ৷ এই নিয়ে তাঁরা কানপুর (Kanpur) শহরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অলোক রঞ্জনের কাছে অভিযোগ জানিয়েছেন ৷ এই ঘটনায় তদন্তের দাবি করেছেন ৷

তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMO) কাছে আসার আগে ওই বেসরকারি হাসপাতালে একাধিকবার গিয়েছিলেন বলে ওই রোগীদের দাবি ৷ তাঁদের বক্তব্য, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কথা শুনতে চায়নি ৷ সেই কারণেই তাঁরা মুখ্য স্বাস্থ্য় আধিকারিকের কাছে অভিযোগ জানান ৷

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অলোক রঞ্জন জানিয়েছেন, বিষয়টি গুরুতর বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তদন্ত রিপোর্ট হাতে পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: দিল্লিতে বাবা ও মা-সহ পরিবারের চার সদস্যকে খুন যুবকের

কানপুর (উত্তরপ্রদেশ), 23 নভেম্বর: ছানি অপারেশন (Cataract Surgery) করাতে গিয়ে ছ’জনের দৃষ্টিশক্তি (Eyesight) চলে গিয়েছে বলে অভিযোগ ৷ কাঠগড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর জেলার একটি বেসরকারি হাসপাতাল ৷

ওই বেসরকারি হাসপাতালের তরফে আয়োজিত একটি স্বাস্থ্য শিবিরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ সেখানে বিপিএল (BPL) ও আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat) রয়েছে, এমন রোগীদের ছানি অপারেশন করা হয় ৷

ওই ছয় রোগীর অভিযোগ, ছানি অপারেশনের পর থেকেই তাঁদের চোখে সমস্যা হচ্ছিল ৷ দেখতেও অসুবিধার মধ্যে পড়ছিলেন তাঁরা ৷ তার পর ক্রমশ তাঁদের দৃষ্টিশক্তি চলে যায় ৷ এই নিয়ে তাঁরা কানপুর (Kanpur) শহরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অলোক রঞ্জনের কাছে অভিযোগ জানিয়েছেন ৷ এই ঘটনায় তদন্তের দাবি করেছেন ৷

তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMO) কাছে আসার আগে ওই বেসরকারি হাসপাতালে একাধিকবার গিয়েছিলেন বলে ওই রোগীদের দাবি ৷ তাঁদের বক্তব্য, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কথা শুনতে চায়নি ৷ সেই কারণেই তাঁরা মুখ্য স্বাস্থ্য় আধিকারিকের কাছে অভিযোগ জানান ৷

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অলোক রঞ্জন জানিয়েছেন, বিষয়টি গুরুতর বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তদন্ত রিপোর্ট হাতে পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: দিল্লিতে বাবা ও মা-সহ পরিবারের চার সদস্যকে খুন যুবকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.