কনৌজ (উত্তরপ্রদেশ), 13 ফেব্রুয়ারি : সাতসকালে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা । উত্তরপ্রদেশের কনৌজ এলাকায় ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় ছয়জনের ।
ভোররাতে তালগ্রাম থানা এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি একটি ট্রাকে ধাক্কা মারে । সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থানেই মৃত্যু হয় 6 জনের । এমনকী, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটির নিচ থেকে মৃতদেহগুলি বের করে আনতেও বেগ পেতে হয় উদ্ধারকারীদের ।
আরও পড়ুন : তীব্র ভূমিকম্পে কাঁপল দিল্লি ও উত্তর ভারতের একাধিক এলাকা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির যাত্রীরা লখনউ থেকে বালাজি বেড়াতে যাচ্ছিলেন । স্থানীয়রাই দুর্ঘটনার খবর দেন পুলিশে । মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
আরও পড়ুন : "মোদি, শাহ বন্ধু... বিজেপিতে যাওয়ায় ভুল কিছু নেই"