নয়াদিল্লি, 25 এপ্রিল : ভারত সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে । এই অভিযোগে 16টি ইউটিউব চ্যানেল ব্লক করে দিল কেন্দ্রীয় সরকার । এর ফলে এই ইউটিউব চ্যানেলগুলি ভারতে আর দেখা যাবে না । এই 16টি চ্যানেলের তালিকায় ভারতের 10টি ইউটিউব চ্যানেলের পাশাপাশি পাকিস্তানেরও 6টি চ্যানেল রয়েছে (6 Pak based youtube channels among 16 blocked in India)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই ইউটিউব চ্যানেলগুলিকে ব্লক করেছে বলে জানা গিয়েছে ।
কেন্দ্রের দাবি, ভারতের নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, দেশের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল এই ইউটিউব প্লা্যাটফর্মগুলির মাধ্যমে । এই ধরণের ভুয়ো তথ্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ভয়ের বাতাবরণ তৈরি করতে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় সরকারের । দেশের সার্বভৌমত্যের পক্ষেও তা ক্ষতিকর । যে ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলির দর্শক সংখ্যা প্রায় 68 কোটি । সরকারের আরও দাবি, 2021 সালের তথ্য প্রযুক্তি আইনে যে নিয়মের কথা বলে হয়েছে এই চ্যানেলগুলি সেই নিয়ম মেনে কেন্দ্রকে তথ্য দেয়নি ।
আরও পড়ুন : তৃণমূলে যোগদানের পর রিপুন বোরার প্রত্যাবর্তনে খুশির হাওয়া অসমে
ভারতের যে ইউটিউব চ্যানেলগুলি ব্যান করা হয়েছে, সেগুলির মাধ্যমে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর বার্তা প্রচার করা হচ্ছিল । কোনও কোনও ক্ষেত্রে সন্ত্রাসবাদী বলেও দাগিয়ে দেওয়া হচ্ছিল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে । দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের পরিপন্থী বার্তা প্রদানকারী এই ইউটিউব চ্যানেলগুকে তাই ব্লক করে দিল কেন্দ্র ।