মুম্বই, 26 এপ্রিল : এবার অক্সিজেনের অভাবে থানের বেদান্তা হাসপাতালে মৃত্যু হল 6 জন করোনা আক্রান্ত রোগীর ৷ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃত রোগীদের পরিজনেরা ৷
রোগীর পরিজনদের অভিযোগ, থানের বেদান্ত হাসাপাতালে হঠাৎই অক্সিজেন পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ এর ফলেই মৃত্যু হয় 6 জন করোনা আক্রান্ত রোগীর ৷ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা ৷ শেষে পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি ৷
আরও পড়ুন: ঝাড়খণ্ড থেকে লখনউ, অক্সিজেন এক্সপ্রেস ছুটছে দেশের বিভিন্ন প্রান্তে
এর আগে মহারাষ্ট্র, দিল্লি ও উত্তর প্রদেশের একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাব মৃত্যু হয়েছে করোনা রোগীদের ৷ গত শুক্রবার দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে মৃত্যু হয় 25 করোনা রোগীর ৷ শনিবার ওই হাসপাতালে মৃত্যু আরও 25 জন রোগীর ৷ একই দিনে পঞ্জাবের অমৃতসরের একটি হাসপাতালেও অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে একাধিক করোনা আক্রান্ত রোগীর ৷