নয়াদিল্লি, 25 এপ্রিল : অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার পিএম কেয়ার ফান্ড থেকে পুঁজি বরাদ্দের অনমোদন দেওয়া হল ৷ তহবিলের এই টাকা দিয়ে শুধুমাত্র মেডিক্যাল অক্সিজেন তৈরি হবে ৷ এমন 551টি অক্সিজেন প্লান্ট গঠন করা হবে ৷ হাসপাতালগুলিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই এ নিয়ে একটি নির্দেশ জারি করেছিলেন ৷ সেই নির্দেশ মতো এবার পিএম কেয়ার ফান্ডের থেকে টাকা বরাদ্দ করা হয়েছে 551টি অক্সিজেন প্লান্ট তৈরির জন্য ৷ যে প্লান্টগুলি শুধুমাত্র দেশের হাসপাতালগুলিতে মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করবে ৷ জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর মন্ত্রক থেকে থেকে জানানো হয়েছে ৷
আরও পড়ুন : প্লাজমা গ্রহীতা-দাতাদের জন্য ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরি দিল্লি পুলিশের
প্রসঙ্গত, গত 3 সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ ভারতে ব্যাপক আকারে থাবা বসিয়েছে ৷ যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্র তথা রাজ্যগুলিকে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ করোনায় শ্বাসকষ্ট হওয়া রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া যাচ্ছে না ৷ ফলে ক্রমশ মৃত্যুর হারও বেড়ে চলেছে ৷ সেই সমস্যার সমাধান করতে গতবছর তৈরি হওয়া পিএম কেয়ার ফান্ড, যেখানে দেশবাসী করোনার বিরুদ্ধে লড়াই করতে অনুদান দিয়েছিল ৷ সেই টাকা ব্যবহার করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷