সুলতানপুর, 24 সেপ্টেম্বর: চিকিৎসকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল যোগীরাজ্যে ৷ প্রৌঢ় ওই চিকিৎসকের বয়স 53 বছর ৷ তিনি একটি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন ৷ শনিবার কোতওয়ালি থানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রৌঢ় চিকিৎসকের নাম ডাঃ ঘনশ্যাম ত্রিপাঠী ৷ তিনি জয়সিংপুর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন ৷ জমি সংক্রান্ত বিবাদের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ৷
এই ঘটনায় নারায়ণপুর এলাকার বাসিন্দাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মৃত চিকিৎসকের স্ত্রী নিশা ত্রিপাঠী ৷ খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তড়িঘড়ি তদন্ত শুরু হয় ৷ দেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয় ৷
স্ত্রী নিশা ত্রিপাঠী পুলিশকে জানান, শনিবার বিকেলে তাঁর স্বামী ডাঃ ঘনশ্য়াম ত্রিপাঠী নগদ 3 হাজার টাকা নিয়ে বেরিয়েছিলেন ৷ ওই অর্থ আরেক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল ৷ তবে চিকিৎসক গুরুতর আহত অবস্থায় বাড়ি ফিরে আসেন ৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে ওই চিকিৎসককে বাঁচানো সম্ভব হয়নি ৷ তাঁর স্ত্রীর অভিযোগ, নারায়ণপুর এলাকার কয়েকজন বাসিন্দা মিলে তাঁর স্বামীর উপর অত্যাচার করেছে ৷ চিকিৎসক ঘনশ্যামও নাকি তাঁকে এই বিষয়টি জানিয়েছিলেন ৷
এই ঘটনায় পুলিশ কয়েকটি দল গঠন করেছে ৷ তারা অভিযুক্তদের ধরার চেষ্টা করছে ৷ চিকিৎসক ঘনশ্যাম চৌধুরী একটি জমি কিনেছিলেন বলে জানা গিয়েছে ৷ এই নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে চিকিৎসককে ৷ এমনকী সমস্যা দিনে দিনে বেড়েছে ৷ এসপি সোমেন বার্মা আশ্বাস দিয়েছেন, দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে ৷
আরও পড়ুন: কালিম্পঙে সম্পত্তি-বচসায় শাশুড়িকে খুন বৌমার ! বিয়ারের বোতল মাথায় ভাঙার অভিযোগ