ETV Bharat / bharat

5 Die by Suicide: গত 24 ঘণ্টায় এই এলাকায় আত্মঘাতী 5, রয়েছে সপ্তম শ্রেণির ছাত্রীও - গুমলায় আত্মহত্যা

শনিবার ঝাড়খণ্ডের গুমলায় পৃথক ক্ষেত্রে মোট 5টি আত্মহত্যার ঘটনা ঘটেছে । সব ঘটনার পেছনে কারণ ছিল ভিন্ন । পুলিশ তদন্ত শুরু করছে ।

5 Die by Suicide
5 Die by Suicide
author img

By

Published : Jun 11, 2023, 1:49 PM IST

গুমলা (ঝাড়খণ্ড), 11 জুন: প্রায় রোজই খবরের শিরোনামে আসে আত্মহত্যার ঘটনা ৷ এ বার খবর ঝাড়খণ্ডের ৷ সে রাজ্যের গুমলা এলাকায় গত 24 ঘণ্টায় বিভিন্ন ঘটনায় আত্মঘাতী হয়েছেন 5 জন ৷ তাদের মধ্যে একজন সপ্তম শ্রেণির ছাত্রীও রয়েছে ৷

আত্মহত্যার প্রথম ঘটনা: গুমলা জেলার বিভিন্ন এলাকায় গত 24 ঘণ্টায় 5 জন আত্মহত্যা করেছে । যার মধ্যে প্রথম ঘটনাটি শহরাঞ্চলের শাস্ত্রী নগরের, যেখানে স্ত্রীর সঙ্গে সামান্য বিবাদের পর আত্মহত্যা করেন 45 বছর বয়সি সুশীল কুমার গুপ্তা । তিনি গুপ্তা স্টোর নামে একটি দোকানও চালাতেন বলে জানা গিয়েছে । অন্যদিকে, প্রতিবেশীরা জানিয়েছেন, সুশীল কুমার গুপ্তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত ৷ এমনকী ঘটনার দিন কোনও বিষয়ে বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি ।

আত্মহত্যার দ্বিতীয় ঘটনা: আত্মহত্যার দ্বিতীয় ঘটনা ঘাঘরা থানা এলাকার ৷ বারকাদিতে বাড়ির পেছন থেকে বরী ওরাওঁ নামে এক বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়েছে । এ প্রসঙ্গে নিহতের স্ত্রী ইতোয়ারী দেবী জানান, ওই বৃদ্ধের একটি উৎসব ছিল ৷ তখন থেকে একটানা মদ্যপান করছিলেন তিনি । এরপরই তিনি নিখোঁজ হয়ে পড়েন ৷ পরদিন বাড়ির পেছন থেকে তাঁর দেহ উদ্ধার করা হয় । তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে ৷

আরও পড়ুন: রাস্তায় বসে নিজের গলা কাটছেন যুবক! সাতসকালে চাঞ্চল্য ময়নাগুড়িতে

আত্মহত্যার তৃতীয় ঘটনা: তৃতীয় ঘটনাটি শহরাঞ্চলের ভাট্টি মহল্লার ৷ যেখানে রাজেন্দ্র অভ্যাস মধ্য বিদ্যালয়ের 13 বছর বয়সি এক ছাত্রী আত্মহত্যা করেছে । তবে শিক্ষার্থীর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি । জানা গিয়েছে, মেয়েটির বাবা খেলনা বিক্রেতার কাজ করেন, তিনি খেলনা বিক্রি করতে বাজারে গিয়েছিলেন ৷ আর মা তাঁর তিন মেয়েকে নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন । প্রায় 3 ঘণ্টা পর চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পর তাঁরা দেখেন ঘরের দরজা বন্ধ ৷ ভেতরে গিয়ে দেখেন মেয়ে আত্মহত্যা করেছে ।

আত্মহত্যার চতুর্থ ঘটনা: অন্যদিকে, চতুর্থ ঘটনাটি ডুমরি থানা এলাকার একটি গ্রামে ঘটেছে ৷ যেখানে 25 বছর বয়সি এক যুবক আত্মহত্যা করেছে । ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানা গিয়েছে ।

আত্মহত্যার পঞ্চম ঘটনা: আত্মহত্যার পঞ্চম ঘটনাটি সিসিই থানা এলাকায় । এখানে একটি মেয়ে বিষাক্ত ওষুধ খেয়ে নেয় । যার কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় । পরিবারের লোকজন দ্রুত তাঁকে সদর হাসপাতালে নিয়ে যান । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । আজ ময়নাতদন্ত শেষে তাঁর দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ।

আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা রাজস্থানে ! চার সন্তান-সহ মায়ের দেহ উদ্ধার

2023 সালে এখনও পর্যন্ত আত্মহত্যার পরিসংখ্যান: আত্মহত্যার ঘটনা খুব দ্রুত বাড়ছে । 2023 সাল পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক মাসে আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । জানা গিয়েছে, 2023 সালের জানুয়ারি থেকে 10 জুন পর্যন্ত ঝাড়খণ্ডে মোট 52 জন আত্মহত্যা করেছেন । ওই সময়েই শয়ে শয়ে মানুষ আত্মহত্যার চেষ্টা করলেও তাঁরা কোনও ভাবে রক্ষা পান ।

আত্মহত্যার কারণ: জেলার বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ার পেছনের কারণগুলো হচ্ছে মাদকাসক্তি, মানসিক চাপ, পারিবারিক কলহ, পারিবারিক সমস্যা, প্রেমের সম্পর্ক, পড়াশোনার দুশ্চিন্তা ও কাজের চাপ ইত্যাদি । যার কারণে মানুষ মেজাজ হারিয়ে এমন প্রাণঘাতী পদক্ষেপ করছে । যাঁরা আত্মহত্যা করেন তাঁদের মধ্যে 70 শতাংশের বয়স 14 থেকে 45 বছরের মধ্যে । সদর হাসপাতালের ডিএস ডা. অনুপম কিশোর বলেন, মানুষের মদ্যপান বন্ধ করা উচিত, কারণ নেশার কারণে মানুষ দ্রুত রেগে যায় এবং খিটখিটে হয়ে পড়ে, যার কারণে তাঁদের আত্মহত্যা করার প্রবণতা বাড়ে ৷

গুমলা (ঝাড়খণ্ড), 11 জুন: প্রায় রোজই খবরের শিরোনামে আসে আত্মহত্যার ঘটনা ৷ এ বার খবর ঝাড়খণ্ডের ৷ সে রাজ্যের গুমলা এলাকায় গত 24 ঘণ্টায় বিভিন্ন ঘটনায় আত্মঘাতী হয়েছেন 5 জন ৷ তাদের মধ্যে একজন সপ্তম শ্রেণির ছাত্রীও রয়েছে ৷

আত্মহত্যার প্রথম ঘটনা: গুমলা জেলার বিভিন্ন এলাকায় গত 24 ঘণ্টায় 5 জন আত্মহত্যা করেছে । যার মধ্যে প্রথম ঘটনাটি শহরাঞ্চলের শাস্ত্রী নগরের, যেখানে স্ত্রীর সঙ্গে সামান্য বিবাদের পর আত্মহত্যা করেন 45 বছর বয়সি সুশীল কুমার গুপ্তা । তিনি গুপ্তা স্টোর নামে একটি দোকানও চালাতেন বলে জানা গিয়েছে । অন্যদিকে, প্রতিবেশীরা জানিয়েছেন, সুশীল কুমার গুপ্তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত ৷ এমনকী ঘটনার দিন কোনও বিষয়ে বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি ।

আত্মহত্যার দ্বিতীয় ঘটনা: আত্মহত্যার দ্বিতীয় ঘটনা ঘাঘরা থানা এলাকার ৷ বারকাদিতে বাড়ির পেছন থেকে বরী ওরাওঁ নামে এক বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়েছে । এ প্রসঙ্গে নিহতের স্ত্রী ইতোয়ারী দেবী জানান, ওই বৃদ্ধের একটি উৎসব ছিল ৷ তখন থেকে একটানা মদ্যপান করছিলেন তিনি । এরপরই তিনি নিখোঁজ হয়ে পড়েন ৷ পরদিন বাড়ির পেছন থেকে তাঁর দেহ উদ্ধার করা হয় । তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে ৷

আরও পড়ুন: রাস্তায় বসে নিজের গলা কাটছেন যুবক! সাতসকালে চাঞ্চল্য ময়নাগুড়িতে

আত্মহত্যার তৃতীয় ঘটনা: তৃতীয় ঘটনাটি শহরাঞ্চলের ভাট্টি মহল্লার ৷ যেখানে রাজেন্দ্র অভ্যাস মধ্য বিদ্যালয়ের 13 বছর বয়সি এক ছাত্রী আত্মহত্যা করেছে । তবে শিক্ষার্থীর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি । জানা গিয়েছে, মেয়েটির বাবা খেলনা বিক্রেতার কাজ করেন, তিনি খেলনা বিক্রি করতে বাজারে গিয়েছিলেন ৷ আর মা তাঁর তিন মেয়েকে নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন । প্রায় 3 ঘণ্টা পর চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পর তাঁরা দেখেন ঘরের দরজা বন্ধ ৷ ভেতরে গিয়ে দেখেন মেয়ে আত্মহত্যা করেছে ।

আত্মহত্যার চতুর্থ ঘটনা: অন্যদিকে, চতুর্থ ঘটনাটি ডুমরি থানা এলাকার একটি গ্রামে ঘটেছে ৷ যেখানে 25 বছর বয়সি এক যুবক আত্মহত্যা করেছে । ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানা গিয়েছে ।

আত্মহত্যার পঞ্চম ঘটনা: আত্মহত্যার পঞ্চম ঘটনাটি সিসিই থানা এলাকায় । এখানে একটি মেয়ে বিষাক্ত ওষুধ খেয়ে নেয় । যার কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় । পরিবারের লোকজন দ্রুত তাঁকে সদর হাসপাতালে নিয়ে যান । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । আজ ময়নাতদন্ত শেষে তাঁর দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ।

আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা রাজস্থানে ! চার সন্তান-সহ মায়ের দেহ উদ্ধার

2023 সালে এখনও পর্যন্ত আত্মহত্যার পরিসংখ্যান: আত্মহত্যার ঘটনা খুব দ্রুত বাড়ছে । 2023 সাল পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক মাসে আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । জানা গিয়েছে, 2023 সালের জানুয়ারি থেকে 10 জুন পর্যন্ত ঝাড়খণ্ডে মোট 52 জন আত্মহত্যা করেছেন । ওই সময়েই শয়ে শয়ে মানুষ আত্মহত্যার চেষ্টা করলেও তাঁরা কোনও ভাবে রক্ষা পান ।

আত্মহত্যার কারণ: জেলার বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ার পেছনের কারণগুলো হচ্ছে মাদকাসক্তি, মানসিক চাপ, পারিবারিক কলহ, পারিবারিক সমস্যা, প্রেমের সম্পর্ক, পড়াশোনার দুশ্চিন্তা ও কাজের চাপ ইত্যাদি । যার কারণে মানুষ মেজাজ হারিয়ে এমন প্রাণঘাতী পদক্ষেপ করছে । যাঁরা আত্মহত্যা করেন তাঁদের মধ্যে 70 শতাংশের বয়স 14 থেকে 45 বছরের মধ্যে । সদর হাসপাতালের ডিএস ডা. অনুপম কিশোর বলেন, মানুষের মদ্যপান বন্ধ করা উচিত, কারণ নেশার কারণে মানুষ দ্রুত রেগে যায় এবং খিটখিটে হয়ে পড়ে, যার কারণে তাঁদের আত্মহত্যা করার প্রবণতা বাড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.