ETV Bharat / bharat

Earthquake in Andaman: ভোরে আন্দামানে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5; কাঁপল পাকিস্তানও - ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর (Earthquake in Andaman) ৷ আজ ভোরবেলার এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে ৷ অন্যদিকে, পাকিস্তানেও এ দিন সকালে মৃদু কম্পন অনুভূত হয়েছে ৷

Earthquake in Andaman ETV BHARAT
Earthquake in Andaman
author img

By

Published : Mar 6, 2023, 10:25 AM IST

কলকাতা, 6 মার্চ: ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৷ জানা গিয়েছে সোমবার ভোর 5 টা 7 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এ কথা জানিয়ে টুইট করা হয়েছে ৷ কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল 5 (Earthquake Reported in Andaman and Nicobar Islands) ৷ অন্যদিকে পাকিস্তানেও আজ সকাল 6 টা 32 মিনিটে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 4.3 ৷ দ্বারকা থেকে 431 কিলোমিটার দূরে এই ভূমিকম্পটি হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৷

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রতলের 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল ৷ এদিন ভোরের এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনার কথা এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ এমনকী সুনামির পূর্বাভাসও জারি হয়নি ৷ অন্যদিকে, পাকিস্তানের হায়দেরাবাদের কাছে ভোর সাড়ে 6টা নাগাদ একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4.3 ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সেই কম্পনের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে 15 কিলোমিটার গভীরে

জানুয়ারি মাসে মোট 128টি ভূমিকম্প

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে এ বছর জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ভারত এবং তার প্রতিবেশী দেশগুলি মিলিয়ে মোট 128টি ভূমিকম্পের তথ্য পাওয়া গিয়েছে ৷ মূলত, হিন্দু কুশ অঞ্চলগুলিতে অধিকাংশ ভূমিকম্প হয়েছে ৷ অর্থাৎ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড ৷ আর সেই সঙ্গে উত্তর-পূর্ব ভারত ও আন্দামান সাগর একালাতেও কম্পন অনুভূত হয়েছে ৷ শিমলা এবং উত্তরপ্রদেশের সাহারানপুর, পশ্চিমে গুজরাতের কচ্ছ এবং মহারাষ্ট্রের জলগাঁও ও হিংগোলি জেলাতেও মৃদু ভূমিকম্প হয়েছে গত জানুয়ারি মাসে ৷

আরও পড়ুন: মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল রাজকোট, রিখটার স্কেলে তীব্রতা 4.3

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেও একাধিক ভূমিকম্পের তথ্য পাওয়া গিয়েছে ৷ তবে, তাঁর সঠিক সংখ্যা এখনও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়নি ৷ তবে, মনে করা হচ্ছে সেই সংখ্যাটা জানুয়ারি মাসের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে ৷ এত ঘনঘন ভূমিকম্প পরিবেশবিদদের চিন্তা বাড়াচ্ছে ৷

কলকাতা, 6 মার্চ: ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৷ জানা গিয়েছে সোমবার ভোর 5 টা 7 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এ কথা জানিয়ে টুইট করা হয়েছে ৷ কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল 5 (Earthquake Reported in Andaman and Nicobar Islands) ৷ অন্যদিকে পাকিস্তানেও আজ সকাল 6 টা 32 মিনিটে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 4.3 ৷ দ্বারকা থেকে 431 কিলোমিটার দূরে এই ভূমিকম্পটি হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৷

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রতলের 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল ৷ এদিন ভোরের এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনার কথা এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ এমনকী সুনামির পূর্বাভাসও জারি হয়নি ৷ অন্যদিকে, পাকিস্তানের হায়দেরাবাদের কাছে ভোর সাড়ে 6টা নাগাদ একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4.3 ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সেই কম্পনের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে 15 কিলোমিটার গভীরে

জানুয়ারি মাসে মোট 128টি ভূমিকম্প

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে এ বছর জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ভারত এবং তার প্রতিবেশী দেশগুলি মিলিয়ে মোট 128টি ভূমিকম্পের তথ্য পাওয়া গিয়েছে ৷ মূলত, হিন্দু কুশ অঞ্চলগুলিতে অধিকাংশ ভূমিকম্প হয়েছে ৷ অর্থাৎ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড ৷ আর সেই সঙ্গে উত্তর-পূর্ব ভারত ও আন্দামান সাগর একালাতেও কম্পন অনুভূত হয়েছে ৷ শিমলা এবং উত্তরপ্রদেশের সাহারানপুর, পশ্চিমে গুজরাতের কচ্ছ এবং মহারাষ্ট্রের জলগাঁও ও হিংগোলি জেলাতেও মৃদু ভূমিকম্প হয়েছে গত জানুয়ারি মাসে ৷

আরও পড়ুন: মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল রাজকোট, রিখটার স্কেলে তীব্রতা 4.3

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেও একাধিক ভূমিকম্পের তথ্য পাওয়া গিয়েছে ৷ তবে, তাঁর সঠিক সংখ্যা এখনও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়নি ৷ তবে, মনে করা হচ্ছে সেই সংখ্যাটা জানুয়ারি মাসের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে ৷ এত ঘনঘন ভূমিকম্প পরিবেশবিদদের চিন্তা বাড়াচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.