ETV Bharat / bharat

Mandya Accident: বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু জাতীয় সড়কে দুই গাড়ির সংঘর্ষ, মৃত 5 - 5 Killed in a Car accident at Mandya Karnataka

পথ দুর্ঘটনায় মৃত পাঁচ ৷ আহত তিন ৷ ঘটনাটি ঘটেছে মান্ডিয়া (Mandya) জেলার নাগামঙ্গলার (Nagamangala) কাছে বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু জাতীয় সড়কে (5 Killed in a Car Accident at Mandya) ৷

Mandya Accident
দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত 5
author img

By

Published : Dec 12, 2022, 3:03 PM IST

মান্ডিয়া, 12 ডিসেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের ৷ গুরুতর আহত হয়েছেন তিনজন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মান্ডিয়া (Mandya) জেলার নাগামঙ্গলার (Nagamangala) কাছে বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু জাতীয় সড়কে (5 Killed in a Car Accident at Mandya) ৷

জানা গিয়েছে, বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু জাতীয় সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই ইনোভায় (Innova) থাকা তিন যাত্রী ও সুইফ (Maruti Suzuki Swift) গাড়ির দুই যাত্রী মারা যান ৷ ইনোভা গাড়িতে থাকা যাত্রীদের নাম কৃষ্ণমূর্তি (66) এবং তাঁর স্ত্রী জয়ন্তী (60) এবং ড্রাইভার প্রভাকর ৷ আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভরতি করা হয়েছে । বিন্দিগানাভিলে (Bindiganavile) থানায় একটি মামলা করা হয়েছে । সুইফট গাড়িতে থাকা মৃতদের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷

মান্ডিয়া, 12 ডিসেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের ৷ গুরুতর আহত হয়েছেন তিনজন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মান্ডিয়া (Mandya) জেলার নাগামঙ্গলার (Nagamangala) কাছে বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু জাতীয় সড়কে (5 Killed in a Car Accident at Mandya) ৷

জানা গিয়েছে, বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু জাতীয় সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই ইনোভায় (Innova) থাকা তিন যাত্রী ও সুইফ (Maruti Suzuki Swift) গাড়ির দুই যাত্রী মারা যান ৷ ইনোভা গাড়িতে থাকা যাত্রীদের নাম কৃষ্ণমূর্তি (66) এবং তাঁর স্ত্রী জয়ন্তী (60) এবং ড্রাইভার প্রভাকর ৷ আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভরতি করা হয়েছে । বিন্দিগানাভিলে (Bindiganavile) থানায় একটি মামলা করা হয়েছে । সুইফট গাড়িতে থাকা মৃতদের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন: শিক্ষার্থীবোঝাই বাস উলটে মৃত 2

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.