ঔরঙ্গাবাদ, 21 এপ্রিল: বিহারের ঔরঙ্গাবাদে একটি বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল 5 জনের । বৃহস্পতিবারের এই ঘটনায় একই পরিবারের তিনজন এবং পাড়ার দুই শিশুর প্রাণ গিয়েছে ৷ আগুন নেভাতে ছুটে আসেন আশপাশের লোকজন ৷ তবে ঘরের মধ্যে যে লোকজন আগুনে আটকে পড়েছেন, তা বুঝতে পারেননি প্রতিবেশীরা ৷ পাঁচজন ঘরেই ঝলসে যান ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের ৷ পরে হাসপাতালে দুজনের মৃত্যু হয় ৷ মুফাসসিল থানার অন্তর্গত হেতমপুর গ্রামের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
উনুন থেকে আগুন লাগে: জানা গিয়েছে, বিকেলে খাবার রান্না করার সময় হেতমপুর গ্রামের বিনয় ভুইয়াঁর বাড়িতে উনুন থেকে আগুন ধরে যায় । আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দুটি বাড়িকে গ্রাস করে । এই সময় ঘরের ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ আসতে থাকে । এই অগ্নিকাণ্ডে একই বাড়ির দুই মহিলা ও একটি শিশুকন্যা দগ্ধ হয়েছে ৷
দ্বিতীয় বাড়িতে আগুন লেগে প্রতিবেশী দুই শিশু পুড়ে মারা গিয়েছে । তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয় । নিহত তিনজন একই পরিবারের, শাশুড়ি, পুত্রবধূ ও নাতনি । নিহতদের নাম রীনা দেবী, গীতা দেবী এবং রানি কুমারী । পাড়ার যে দুই শিশুর মৃত্যু হয়েছে তাদের নাম পূজা কুমারী ও ধীরজ কুমার ৷
ঘরের ভেতরে আটকে পড়েন সবাই: স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির দরজায় আগুন লেগেছিল ৷ সেই কারণে কেউ দরজা দিয়ে বাড়ির বাইরে বের হতে পারেননি । সবাই ঘরের ভিতর আটকে পড়েন । আগুনের লেলিহান শিখার তেজ এতটাই ছিল যে, বাইরের লোকেরা দেখতেই পাননি যে ভেতরে কেউ আটকা পড়ে রয়েছেন ৷
ক্ষতিপূরণ ঘোষণা: দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তখনই দেখা যায় যে, আগুনে পুড়ে গিয়েছেন পাঁচজন । এই ঘটনার পর এডিএম আশিস কুমার সিনহা জানান, নিহতদের পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে । এ ছাড়া যাঁদের বাড়িঘর পুড়ে গিয়েছে, তাঁরাও ক্ষতিপূরণ পাবেন । তিনি বলেন, "মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে । আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে ৷"
আরও পড়ুন: হাওড়া গ্রামীণে বিধ্বংসী আগুন, ঈদের আগে ভস্মীভূত কয়েকশো দোকান