ETV Bharat / bharat

Uttarakhand Tourist Death : উত্তরাখণ্ডে খাদে পড়ল গাড়ি, মৃত 5 বাঙালি পর্যটক - উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ যার জেরে পর্যটকদের নিয়ে একটি গাড়ি খাদে পড়ে গিয়েছে ৷ ঘটনায় এ রাজ্যের 5 জনের মৃত্যু হয়েছে ৷ উত্তরাখণ্ডের শামা এলাকার জাসরৌলিতে দুর্ঘটনাটি ঘটেছে ৷

west-bengal-tourists-returning-from-munsiyari-to-bageshwar-5-people-died-after-tempo-traveler-fell-into-ditch
উত্তরাখণ্ডে খাদে পড়ল গাড়ি, মৃত 5 বাঙালি পর্যটক
author img

By

Published : Oct 27, 2021, 7:22 PM IST

Updated : Oct 27, 2021, 8:11 PM IST

বাগেশ্বর (উত্তরাখণ্ড), 27 অক্টোবর : উত্তরাখণ্ডে পর্যটকদের দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ তার জেরে একটি গাড়ি খাদে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনায় এ রাজ্যের 5 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতেরা সকলেই আসানসোলের রানীগঞ্জের বাসিন্দা বলে জানা যাচ্ছে ৷ পর্যটকদের দলে আসানসোলের হাসপাতালের সহকারি সুপার কঙ্কন রায় রয়েছে বলে খবর ৷ তবে, তিনি সুস্থ রয়েছেন ৷ ওই পর্যটকদের দলে মোট 30 জন সদস্য ছিল ৷ মোট তিনটি গাড়িতে করে তাঁরা ফিরছিলেন ৷ তখনই উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷

উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, পিথোরাগড় জেলার মুন্সিয়ারি থেকে পর্যটকদের নিয়ে একটি ট্রাভেলার টেম্পো বাগেশ্বরের কৌশানী যাচ্ছিল ৷ তখনই শামা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ আরও একটি গাড়ি দুর্ঘটনায় উল্টে গিয়েছে ৷ অনেকে এই ঘটনায় আহত হয়েছেন ৷ ট্রাভেলার টেম্পোটি মুন্সিয়ারি থেকে পশ্চিমবঙ্গের পর্যটকদের নিয়ে বাগেশ্বরে ফিরছিল ৷ সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি ৷ উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট 12 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে ৷

কাপকোটের শামা এলাকার জাসরৌলিতে দুর্ঘটনাটি ঘটেছে ৷ ট্রাভেলার টেম্পোটি উত্তরাখণ্ডের হালদওয়ানি এলাকার ছিল ৷ প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, মুন্সিয়ারি থেকে শামা হয়ে কৌশানী যাওয়ার সময় ট্রাভেলার গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তবে, গাড়ি দু’টির চালকরা সামান্য আহত হয়েছেন ৷ স্থানীয় গ্রামবাসীদের মতে, খাদে গাড়ি পড়ে যাওয়ার কারণেই 5 জন পর্যটকের মৃত্যু হয়েছে ৷ মৃত পর্যটকদের নাম জানা যায়নি ৷

আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার পাশাপাশি, আরেকটি গাড়ি রাস্তার উপরেই উল্টে যায় ৷ উল্টে যাওয়া গাড়িটির যাত্রীরা সকলেই অল্প বিস্তর আহত হয়েছেন ৷ পর্যটন সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের মোট 3টি গাড়ি ভাড়া করেছিল পর্যটকদের একটি দল ৷ সেই তিনটি গাড়ি কৌশানী যাচ্ছিল ৷ খাদে পড়ে যাওয়া গাড়ি থেকে বাকিদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ পর্যটন সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছেন বলে খবর ৷

বাগেশ্বর (উত্তরাখণ্ড), 27 অক্টোবর : উত্তরাখণ্ডে পর্যটকদের দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ তার জেরে একটি গাড়ি খাদে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনায় এ রাজ্যের 5 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতেরা সকলেই আসানসোলের রানীগঞ্জের বাসিন্দা বলে জানা যাচ্ছে ৷ পর্যটকদের দলে আসানসোলের হাসপাতালের সহকারি সুপার কঙ্কন রায় রয়েছে বলে খবর ৷ তবে, তিনি সুস্থ রয়েছেন ৷ ওই পর্যটকদের দলে মোট 30 জন সদস্য ছিল ৷ মোট তিনটি গাড়িতে করে তাঁরা ফিরছিলেন ৷ তখনই উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷

উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, পিথোরাগড় জেলার মুন্সিয়ারি থেকে পর্যটকদের নিয়ে একটি ট্রাভেলার টেম্পো বাগেশ্বরের কৌশানী যাচ্ছিল ৷ তখনই শামা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ আরও একটি গাড়ি দুর্ঘটনায় উল্টে গিয়েছে ৷ অনেকে এই ঘটনায় আহত হয়েছেন ৷ ট্রাভেলার টেম্পোটি মুন্সিয়ারি থেকে পশ্চিমবঙ্গের পর্যটকদের নিয়ে বাগেশ্বরে ফিরছিল ৷ সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি ৷ উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট 12 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে ৷

কাপকোটের শামা এলাকার জাসরৌলিতে দুর্ঘটনাটি ঘটেছে ৷ ট্রাভেলার টেম্পোটি উত্তরাখণ্ডের হালদওয়ানি এলাকার ছিল ৷ প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, মুন্সিয়ারি থেকে শামা হয়ে কৌশানী যাওয়ার সময় ট্রাভেলার গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তবে, গাড়ি দু’টির চালকরা সামান্য আহত হয়েছেন ৷ স্থানীয় গ্রামবাসীদের মতে, খাদে গাড়ি পড়ে যাওয়ার কারণেই 5 জন পর্যটকের মৃত্যু হয়েছে ৷ মৃত পর্যটকদের নাম জানা যায়নি ৷

আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ি খাদে পড়ে যাওয়ার পাশাপাশি, আরেকটি গাড়ি রাস্তার উপরেই উল্টে যায় ৷ উল্টে যাওয়া গাড়িটির যাত্রীরা সকলেই অল্প বিস্তর আহত হয়েছেন ৷ পর্যটন সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের মোট 3টি গাড়ি ভাড়া করেছিল পর্যটকদের একটি দল ৷ সেই তিনটি গাড়ি কৌশানী যাচ্ছিল ৷ খাদে পড়ে যাওয়া গাড়ি থেকে বাকিদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ পর্যটন সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছেন বলে খবর ৷

Last Updated : Oct 27, 2021, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.