বেঙ্গালুরু, 29 সেপ্টেম্বর: বনধের জেরে কর্ণাটকে বিমান পরিষেবা বিপর্যস্ত ৷ শুক্রবার 44টি বিমান বাতিল হয়েছে ৷ এর মধ্যে 22টি কর্ণাটকে আসার কথা ছিল ৷ আর 22টি সেখান থেকে উড়ে যাওয়ার কথা ছিল ৷ এ দিন এই তথ্য দিয়েছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ ৷
কাবেরী নদীর জল ছাড়া নিয়ে নতুন করে উত্তপ্ত হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক ৷ তামিলনাড়ুকে কাবেরী নদীর জল দেওয়া নিয়ে আপত্তি উঠেছে ৷ সেই কারণে শুক্রবার বনধ ডাকা হয়েছে সেখানে ৷ কানাড়া ওক্কাটা নামে একটি সংগঠনের ডাকা এই বনধে এ দিন সকাল থেকে শুধু বিমান পরিষেবা নয়, স্বাভাবিক জনজীবনও বিপর্যস্ত ৷ অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি ৷ যাঁরা বেরিয়েছেন, তাঁদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে ৷
তাছাড়া সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে ৷ সকাল থেকেই বিক্ষোভ হয় বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ৷ কাবেরী নদীতে জল নেই, সেটা প্রমাণে অনেকে বোতলে জল এনে স্নান করে অভিনব প্রতিবাদ করেন ৷ বিক্ষোভ যে হবে, তা আগেই আঁচ করেছিল প্রশাসন ৷ সেই কারণে এ দিন কর্ণাটকে স্কুল ও কলেজ ছুটি দেওয়া হয়েছে ৷ তাছাড়া বেঙ্গালুরু শহর-সহ বিভিন্ন জায়গায় 144 ধারাও জারি করা হয়েছে ৷
বিক্ষোভকারীরা বিমানবন্দরের ভিতরেই ঢুকে পড়েন ৷ যদিও তাঁদের কাছে বিমান ধরার টিকিট ছিল ৷ কিন্তু তাঁরা বিমানে উঠেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ফলে বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ৷ পরে পুলিশ ওই পাঁচজনকে আটক করে ৷ তবে বিমানবন্দরে অনেক যাত্রীই পৌঁছাতে পারেননি ৷ সেই কারণেই অধিকাংশ বিমান বাতিল করতে হয় ৷ যে বিমানগুলি বাতিল হয়, তার মধ্যে দিল্লি, কলকাতা, মুম্বই, ম্যাঙ্গালোরের বিমানও রয়েছে ৷ তবে কতগুলি বিমান বাতিল হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ কারণ, অন্য একটি সূত্র বলছে যে 41টি বিমান বাতিল হয়েছে ৷
বিমানবন্দরের বাইরে থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ৷ তারা প্রত্যেকেই নিজস্ব সংগঠনের পতাকা নিয়ে স্লোগান দেন ৷ এইরকম প্রায় 20 জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ তবে এ দিন বিমানবন্দরে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ অনেক যাত্রীই বিমানবন্দরে ভোরের মধ্যে পৌঁছে যান ৷ যদিও অনেকের বিমান দুপুরের ছিল ৷ তার পরও ভোগান্তি এড়াতে অনেকে আগেই বিমানবন্দরে পৌঁছে যান ৷
তার পরও অনেকে গন্তব্যে পৌঁছাতে পারেননি ৷ কারণ, অধিকাংশ বিমান বাতিল হয়ে যায় ৷ তাঁদের অনেকে দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন ৷
আরও পড়ুন: কাবেরী জল বন্টন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বনধের ডাক কর্ণাটকে