বেঙ্গালুরু, 15 অক্টোবর: বেঙ্গালুরুতে আয়কর বিভাগের অভিযান জারি রয়েছে ৷ আয়কর ফাঁকি দেওয়া ও দুর্নীতির অভিযোগে রবিবার সকালে বেঙ্গালুরুর একাধিক জায়গায় আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছে ৷ সেই অভিযানে তথ্যপ্রযুক্তি নগরীর কেতামারানাহাল্লি এলাকায় একটি বিল্ডারের অ্যাপার্টমেন্টে হানা দিয়ে বেহিসেবি 40 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷
গতকাল সকালেও দুর্নীতি ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে ওই বিল্ডারের বাড়িতে হানা দিয়েছিলেন আধিকারিকরা ৷ শনিবার সকাল থেকে দিনভর একটি অ্যাপার্টমেন্টের পাঁচতলায় বিল্ডারের বাড়িতে তল্লাশি চালানো হয় ৷ সেখানে একাধিক নথিপত্র খতিয়ে দেখেন আয়কর বিভাগের আধিকারিকরা ৷ সেই অভিযানেও বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয় ৷ সেই সূত্র ধরেই এ দিন সকালে ফের ওই বিল্ডারের কেতামারানাহাল্লি এলাকার অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয় ৷
40 কোটি টাকা উদ্ধারের বিষয়টিতে আজ যখন বিল্ডারকে প্রশ্ন করা হয়, তখন তিনি কর্ণাটক বিধান পরিষদের এক প্রাক্তন সদস্যের নাম উল্লেখ করেছেন বলে সূত্রের খবর ৷ জানা গিয়েছে, বিধান পরিষদের ওই সদস্যের ভাইকে বিল্ডারের ফ্ল্যাটে ডেকেছে আয়কর বিভাগের আধিকারিকরা ৷ সেখানে তাঁদের দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলছে ৷ মূলত, উদ্ধার হওয়া 40 কোটি টাকার উৎস কী ? সেই নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাঁদের সকলকে ৷
আরও পড়ুন: কয়েকশো কোটির কর ফাঁকি! এসপি নেতা আজম খানের বাড়িতে টানা 60 ঘণ্টা আয়কর-তল্লাশি
সূত্রের খবর, বেঙ্গালুরুতে ওই বিল্ডারের ফ্ল্যাটে অন্তত 10 জন আয়কর বিভাগের আধিকারিক সেখানে গিয়েছিলেন ৷ সেই সঙ্গে 6টি গাড়ি সেখানে পৌঁছায় ৷ এই মামলায় তদন্ত জারি রয়েছে ৷ গতকাল ওই বিল্ডারকে আয়কর বিভাগের তরফে একটি নোটিশ দেওয়া হয়েছিল ৷ তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস কী ? তা বিস্তারিত জানাতে এই নোটিশ দেওয়া হয়েছিল ৷ সেই সঙ্গে একাধিক নথিপত্র আয়কর বিভাগের আধিকারিকরা বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন ৷