ভাবনগর (গুজরাত), 27 অগস্ট: নদীতে সাঁতার কাটতে নেমে ডুবে মৃত্যু হল তিন ভাই-সহ 4 জনের ৷ শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগর জেলায় ৷ রবিবার পুলিশ জানিয়েছে, মৃতদের বয়স 17-27 বছরের মধ্যে ৷ চারজনই সাঁতার কাটতে মালান নদীতে নেমেছিলেন ৷ কিন্তু আর উঠতে পারেনি তারা ৷ নদীতে তলিয়েই চারজনেরই মৃত্যু হয়েছে ৷ মহুয়া থানার পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে পরিবারগুলিতে ৷
পুলিশের তরফে জানা গিয়েছে, জেলার মহুয়া তালুকের লাখুপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন ওই চার কিশোর-যুবক । তাঁরা ডুবে যাওয়ার পর এলাকাবাসীরা পুলিশকে খবর দেয় ৷ এরপর পুলিশ ডুবুরি এনে নদীতে তল্লাশি অভিযান শুরু করে ৷ তারপর শনিবার সন্ধ্যায় তিনটি এবং রবিবার সকালে একটি দেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন: আত্রেয়ী নদীতে দুর্ঘটনা ! স্নান করতে নেমে মৃত্যু যুবকের
এদিকে মধ্যপ্রদেশের রাজগড়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এক মহিলা এবং তাঁর দুই নাবালিকা নাতনির ৷ পুলিশ সূত্রে খবর তেমনটাই। শনিবার কোতোয়ালি থানার সীমানার অন্তর্গত হীরাপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে ৷ কোতোয়ালি থানার ইনচার্জ অনিল রাই জানান, মহিলা তাঁর 11 ও 7 বছরের দুই নাতনিকে নিয়ে গবাদি পশু চরাতে এসেছিলেন। সেই সময় মহিলার দুই নাতনি খেলতে খেলতে পুকুরে পড়ে যায় ৷ এরপর তারা তলিয়ে যায় ৷ ঠাকুমা তাঁর নাতনিদের বাঁচাতে জলে ঝাঁপ দেন ৷ কিন্তু শেষরক্ষা হয়নি, বরং তারা তিনজনই পুকুরে ডুবে যায় ৷ পরে এক স্থানীয় যুবক পুকুরে দেহগুলি ভাসতে দেখে গ্রামবাসীদেরকে খবর দেয় । পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ৷ ময়নাতদন্তের পর পরিবারের কাছে সেগুলি হস্তান্তর করা হয়েছে ৷
(সংবাদ সংস্থা -পিটিআই)