ETV Bharat / bharat

রাজকোটের রাস্তায় 4 বছরের শিশুকন্যাকে ছিঁড়ে খেল কুকুরের দল !

Child Death in Dog Attack: গুজরাতে কুকুরের আক্রমণে মৃত্যু হয়েছে চার বছরের শিশুর । মেয়েটি বাড়ির বাইরে খেলতে বোরলে কুকুর তার উপর আক্রমণ করে । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 1:31 PM IST

Child Death in Dog Attack
কুকুরের আক্রমণে শিশুকন্যার মৃত্যু

রাজকোট, 5 ডিসেম্বর: বাড়ির বাইরে খেলতে বেরিয়েছিল 4 বছরের ছোট্ট মেয়েটি ৷ পরিণতি হল মৃত্যু ৷ রাস্তার কুকুরের দল টুকরো টুকরো করে ছিঁড়ে খেল বাচ্চাটিকে ৷ কুকুরের আক্রমণে ঘটনাস্থলেই বলি হয় তাজা প্রাণটির ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটের জঙ্গেশ্বর এলাকায় ৷ মৃত শিশুটির নাম মনি কলিমভাই সৈয়দ । তার পরিবার উত্তরপ্রদেশের বাসিন্দা । তারা এখানে কাজের জন্য এসেছে ।

জানা গিয়েছে, বাড়িতে যখন সবাই ব্যস্ত মেয়েটি খেলার জন্য বাইরে বেরিয়েছিল ৷ সেসময় হঠাৎ 8 থেকে 10টি কুকুর তার উপর আক্রমণ করে ৷ তাকে রাস্তায় ফেলে আঁচড়ে ছিঁড়ে খায় । এতে 4 বছরের শিশুকন্যাটি গুরুতর আহত হয় ৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মেয়েটির মৃত্যু হয় । এই কুকুর কামড়ানোর ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । তবে রাগে ফুঁসছে এলাকাবাসী ৷ স্থানীয় লোকজনের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় কুকুরের আতঙ্ক রয়েছে । কুকুরের দল প্রায়শ্যই মানুষের উপর আক্রমণ চালায় ৷ এ দিনের ঘটনায় তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দা মহাম্মদ সেলিম সারশিয়া বলেন, "এখানে একটি খোলা করিডোর রয়েছে ৷ যেখানে স্থানীয় লোকজন ময়লা-আবর্জনা ফেলে ৷ তাই এখানে প্রচুর ময়লা-আবর্জনা পড়ে থাকে । যার কারণে এই এলাকায় কুকুরের সংখ্যা বেড়েছে । এমন পরিস্থিতিতে একটি মেয়েকে কুকুর ছিঁড়ে খেয়ে ফেলার ঘটনা সামনে এসেছে, যা খুবই দুঃখজনক ।

এর আগেও আমাদের এলাকায় দুই-তিনটি বাচ্চাকে কুকুরে কামড়ায় । যদিও আমরা বারবার বিষয়টি পৌরনিগমের সামনে তুলে ধরেছি ৷ কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে ময়লা-আবর্জনা তোলা হয় ৷ তবে এরপরও আর কোনও ব্যবস্থা নেওয়া হয় না। যতদিন ড্রেন খোলা থাকবে ততদিন এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে ।"

আরও পড়ুন:

  1. বিহারে সারমেয় আতঙ্ক, কামড়ে জখম 15
  2. পোষ্য কামড়ালে এবার মালিককে দিতে হবে 10 হাজার টাকা, কবে থেকে লাগু এই নিয়ম ?
  3. "রাস্তার কুকুর কামড়ালে, যাঁরা খাওয়াচ্ছেন চিকিৎসার দায় তাঁদের", নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজকোট, 5 ডিসেম্বর: বাড়ির বাইরে খেলতে বেরিয়েছিল 4 বছরের ছোট্ট মেয়েটি ৷ পরিণতি হল মৃত্যু ৷ রাস্তার কুকুরের দল টুকরো টুকরো করে ছিঁড়ে খেল বাচ্চাটিকে ৷ কুকুরের আক্রমণে ঘটনাস্থলেই বলি হয় তাজা প্রাণটির ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটের জঙ্গেশ্বর এলাকায় ৷ মৃত শিশুটির নাম মনি কলিমভাই সৈয়দ । তার পরিবার উত্তরপ্রদেশের বাসিন্দা । তারা এখানে কাজের জন্য এসেছে ।

জানা গিয়েছে, বাড়িতে যখন সবাই ব্যস্ত মেয়েটি খেলার জন্য বাইরে বেরিয়েছিল ৷ সেসময় হঠাৎ 8 থেকে 10টি কুকুর তার উপর আক্রমণ করে ৷ তাকে রাস্তায় ফেলে আঁচড়ে ছিঁড়ে খায় । এতে 4 বছরের শিশুকন্যাটি গুরুতর আহত হয় ৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মেয়েটির মৃত্যু হয় । এই কুকুর কামড়ানোর ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । তবে রাগে ফুঁসছে এলাকাবাসী ৷ স্থানীয় লোকজনের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় কুকুরের আতঙ্ক রয়েছে । কুকুরের দল প্রায়শ্যই মানুষের উপর আক্রমণ চালায় ৷ এ দিনের ঘটনায় তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দা মহাম্মদ সেলিম সারশিয়া বলেন, "এখানে একটি খোলা করিডোর রয়েছে ৷ যেখানে স্থানীয় লোকজন ময়লা-আবর্জনা ফেলে ৷ তাই এখানে প্রচুর ময়লা-আবর্জনা পড়ে থাকে । যার কারণে এই এলাকায় কুকুরের সংখ্যা বেড়েছে । এমন পরিস্থিতিতে একটি মেয়েকে কুকুর ছিঁড়ে খেয়ে ফেলার ঘটনা সামনে এসেছে, যা খুবই দুঃখজনক ।

এর আগেও আমাদের এলাকায় দুই-তিনটি বাচ্চাকে কুকুরে কামড়ায় । যদিও আমরা বারবার বিষয়টি পৌরনিগমের সামনে তুলে ধরেছি ৷ কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে ময়লা-আবর্জনা তোলা হয় ৷ তবে এরপরও আর কোনও ব্যবস্থা নেওয়া হয় না। যতদিন ড্রেন খোলা থাকবে ততদিন এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে ।"

আরও পড়ুন:

  1. বিহারে সারমেয় আতঙ্ক, কামড়ে জখম 15
  2. পোষ্য কামড়ালে এবার মালিককে দিতে হবে 10 হাজার টাকা, কবে থেকে লাগু এই নিয়ম ?
  3. "রাস্তার কুকুর কামড়ালে, যাঁরা খাওয়াচ্ছেন চিকিৎসার দায় তাঁদের", নির্দেশ সুপ্রিম কোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.