ETV Bharat / bharat

সাম্বা এবং জম্মুর বিভিন্ন জায়গায় ফের উড়ল 4টি সন্দেহজনক ড্রোন - জম্মু

26 জুন জম্মু’র বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের পর, বেশ কয়েকবার রাতের অন্ধকারে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা, এমনকি জনবসতি এলাকাতেও সন্দেহজনক ড্রোনের আনাগোনা হয়েছিল ৷ যার পর থেকে পুলিশ এবং সেনার নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷

4-suspected-drones-spotted-at-different-locations-in-samba-and-jammu
সাম্বা এবং জম্মুর বিভিন্ন জায়গায় ফের উড়ল 4টি সন্দেহজনক ড্রোন
author img

By

Published : Jul 16, 2021, 2:04 PM IST

সাম্বা (জম্মু ও কাশ্মীর), 16 জুলাই : ফের একবার সন্দেহজনক ড্রোন দেখা গেল জম্মু ও কাশ্মীরের সাম্বা এবং জম্মুতে ৷ যদিও এ নিয়ে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি ৷ শুধু জানা গিয়েছে, 4টি সন্দেহজনক ড্রোন জম্মু এবং সাম্বা’র আকাশে গতকাল রাতে উড়তে দেখা গিয়েছে ৷ প্রসঙ্গত, বুধবার এবং বৃহস্পতিবার রাতের অন্ধকারে জম্মুতে বায়ুসেনার ঘাঁটির কাছে একটি সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা গিয়েছিল ৷

গত 26 জুন মাঝরাতে জম্মু বিমানবন্দরের অবস্থিত বায়ুসেনার ঘাঁটিতে ড্রোন হামলা হয় ৷ যেখানে বায়ুসেনার বিল্ডিং লক্ষ্য় করে পরপর দু’টি বিস্ফোরণ ঘটানো হয় ৷ ওই ঘটনার পর থেকেই কাশ্মীর উপত্যকায় নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি করা হয়েছে ৷ যার প্রথম পদক্ষেপ হিসেবে কাশ্মীর উপত্যকার শ্রীনগর, কুপওয়ারা, রজৌরি এবং বারামুলা-তে ড্রোনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যেখানে নির্দেশ দেওয়া হয়েছে, ড্রোন মজুত, ড্রোন কেনা ও বেচা, ভাড়া নেওয়া এবং বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না ৷ সরকারি ক্ষেত্রে বা জরুরি ভিত্তিতে ব্য়বহারের জন্য পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়ার কথাও বলা হয়েছে ৷

আরও পড়ুন : রাতের অন্ধকারে জম্মু বায়ুসেনা ঘাঁটির কাছে ফের উড়ল ড্রোন

26 জুন জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের পর, বেশ কয়েকবার রাতের অন্ধকারে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা, এমনকি জনবসতি এলাকাতেও সন্দেহজনক ড্রোনের আনাগোনা হয়েছিল ৷ যার পর থেকে পুলিশ এবং সেনার নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷ কিন্তু, তা সত্ত্বেও গতকাল ফের একবার জম্মু ও সাম্বা-তে কয়েক মুহূর্তের ব্যবধানে চারটি সন্দেহজনক ড্রোনের দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছে প্রশাসন ৷

আরও পড়ুন : জম্মুতে ড্রোন হামলার পর নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক মোদির

প্রসঙ্গত, এতদিন সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে জঙ্গিদের অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সামগ্রী পাঠানো হতো ৷ কিন্তু, ড্রোনকে এবার সরাসির নাশকতার কাজে ব্যবহার করার বিষয়টি জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ৷ যা নিয়ে ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷ বিষয়টি নিয়ে সেনার সঙ্গেও আলোচনা হয়েছে ৷ যেখানে উপত্যকায় নজরদারি আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে ৷

সাম্বা (জম্মু ও কাশ্মীর), 16 জুলাই : ফের একবার সন্দেহজনক ড্রোন দেখা গেল জম্মু ও কাশ্মীরের সাম্বা এবং জম্মুতে ৷ যদিও এ নিয়ে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি ৷ শুধু জানা গিয়েছে, 4টি সন্দেহজনক ড্রোন জম্মু এবং সাম্বা’র আকাশে গতকাল রাতে উড়তে দেখা গিয়েছে ৷ প্রসঙ্গত, বুধবার এবং বৃহস্পতিবার রাতের অন্ধকারে জম্মুতে বায়ুসেনার ঘাঁটির কাছে একটি সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা গিয়েছিল ৷

গত 26 জুন মাঝরাতে জম্মু বিমানবন্দরের অবস্থিত বায়ুসেনার ঘাঁটিতে ড্রোন হামলা হয় ৷ যেখানে বায়ুসেনার বিল্ডিং লক্ষ্য় করে পরপর দু’টি বিস্ফোরণ ঘটানো হয় ৷ ওই ঘটনার পর থেকেই কাশ্মীর উপত্যকায় নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি করা হয়েছে ৷ যার প্রথম পদক্ষেপ হিসেবে কাশ্মীর উপত্যকার শ্রীনগর, কুপওয়ারা, রজৌরি এবং বারামুলা-তে ড্রোনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ যেখানে নির্দেশ দেওয়া হয়েছে, ড্রোন মজুত, ড্রোন কেনা ও বেচা, ভাড়া নেওয়া এবং বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না ৷ সরকারি ক্ষেত্রে বা জরুরি ভিত্তিতে ব্য়বহারের জন্য পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়ার কথাও বলা হয়েছে ৷

আরও পড়ুন : রাতের অন্ধকারে জম্মু বায়ুসেনা ঘাঁটির কাছে ফের উড়ল ড্রোন

26 জুন জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের পর, বেশ কয়েকবার রাতের অন্ধকারে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা, এমনকি জনবসতি এলাকাতেও সন্দেহজনক ড্রোনের আনাগোনা হয়েছিল ৷ যার পর থেকে পুলিশ এবং সেনার নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷ কিন্তু, তা সত্ত্বেও গতকাল ফের একবার জম্মু ও সাম্বা-তে কয়েক মুহূর্তের ব্যবধানে চারটি সন্দেহজনক ড্রোনের দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছে প্রশাসন ৷

আরও পড়ুন : জম্মুতে ড্রোন হামলার পর নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক মোদির

প্রসঙ্গত, এতদিন সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে জঙ্গিদের অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সামগ্রী পাঠানো হতো ৷ কিন্তু, ড্রোনকে এবার সরাসির নাশকতার কাজে ব্যবহার করার বিষয়টি জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ৷ যা নিয়ে ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷ বিষয়টি নিয়ে সেনার সঙ্গেও আলোচনা হয়েছে ৷ যেখানে উপত্যকায় নজরদারি আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.